এই জন্যই হয়ত বলে ”শেষ ভালো যার সব ভালো তার।”

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ১০ নভেম্বর, ২০১৪, ১১:০২:৫৭ রাত

এক ভদ্র লোকের জন্য হোটেল সোনারগাঁওর গ্রাউন্ড ফ্লোরে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ ইচ্ছা হল একটু ঘুরে দেখি। হাঁটতে হাঁটতে দোতলায় উঠলাম। আগে যত বারই গিয়েছি কখনো দোতলায় যাওয়া হয় ‍নি। রীতিমত...

বাংলাদেশে হোটেল গুলোতে কি হয় তা কাউকে বলে কয়ে বুঝাতে হবে না। তার উপর যদি ফাইভস্টার বা ভিআইপি হোটেল হয় তাহলে তো কথাই নেই! এসব ব্যাপার নিয়ে লিখব না বরং আজকের একটা মজার ঘটনা শেয়ার করছি।

টুংটাং মিউজিকের ফাঁকে হঠাৎ বিমোহিত করা বায়োলিনের সুর! সত্যি বলতে কি কোন প্রকার এডিটিং ছাড়া এত আবেদন ময়ী সুর এর আগে কখনো শুনিনি! খুবই সাধারন কিন্তু অসাধারন! আমাদের মত অনেকেই পিছনে ফিরে তাকালেন। চেহারা দেখতে শেত্বাঙ্গ বিদেশী লোকের মত। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে দু-চোখ বন্ধ করে বায়োলিনের সুর তুলছেন। সাথে হালকা বিট মিউজিক।

এখানে বায়োলিনের সুর শোনা আমাদের কাজ নয় তাই আপন কাজে মনোনিবেশ করলাম। হঠাৎ সাউন্ড বক্সে ক্রাস... প্রথম দিকে মনে হল লোকটি বায়োলিন বাজাচ্ছেন না বরং তিনি শুধু অভিনয় করছেন। আমার মত যারাই উক্ত সুর শুনে বিমোহিত হয়েছেন তারা সকলেই কানাকানি শুরু করে। লোকটি অপমানিত বোধ করেছেন কি না বলতে পারব না। তবে সে তার চেষ্টা অব্যাহত রাখেন। সাউন্ড ক্রাস করার পর সে এবার বিট মিউজিক বন্ধ করে দিয়ে শুধু বায়োলিন বাজায়। না, আসলে তিনি ফেইক নন। সত্যি অসাধারন সুর তোলেন তিনি।

শেষের এই দৃশ্য না ঘটলে আমাদের এই ভুল ধারনাটা থেকেই যেত। এই জন্যই হয়ত বলে ”শেষ ভালো যার সব ভালো তার।”

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283053
১০ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৫
আফরা লিখেছেন : শেষ ভাল যার সব ভাল তার ঠিক কথা কারন শেষটাই মনে থাকে । ধন্যবাদ ভাইয়া ।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৯
226419
মোঃ আবদুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, মানুষ শেষটাই মনে রাখে।
283067
১১ নভেম্বর ২০১৪ রাত ০১:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শেষ ভালোর জন্য অপেক্ষা করে বসে থাকলে সময় শেষে কাঁদতে হবে। চাই সব সময়ের ভাল।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩০
226421
মোঃ আবদুর রহিম লিখেছেন : সব সময় ভালো কি পাওয়া যায়!!
283116
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৬
তার কাটা লিখেছেন : অাল্লাহ আমাদের শেষ ভাল করে দিন।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৯
226418
মোঃ আবদুর রহিম লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File