‎কারা‬? কারা? কারা?

লিখেছেন লিখেছেন জহুরুল ১৫ নভেম্বর, ২০১৪, ১০:৪১:৪০ রাত

#১ প্রথম বিশ্বযুদ্ধে কারা ১৭ মিলিয়ন মানুষ হত্যা করেছিল?

#২ দ্বিতীয বিশ্বযুদ্ধে কারা ৫০-৫৫ মিলিয়ন মানুষ হত্যা করেছিল?

#৩ নাগাসিকাতে কারা বোম ফেলে ২০০,০০০+ মানুষ হত্য করেছিল?

#৪ হিরোসীমাতে কারা বোম ফেলে ৩৭০,০০০+ মানুষ হত্য করেছিল?

#৫ ভিয়েতনাম যুদ্ধে কারা ৫ মিলিয়ন মানুষ হত্যা করেছিল?

#৬ বসনিয়া কসোভাতে কারা ৫০০,০০০+ মানুষ হত্যা করেছিল?

#৭ ইরাকে কারা ১,২০০,০০০+ মানুষ হত্যা করেছিল?

#৮ আফগানস্থানে কারা ২ মিলিয়ন মানুষ হত্যা করেছিল ?আরাও ৯৬০০০ জন মানুষকে কারা ক্ষুধার্ত অবস্থায় মেরেছিল?

#৯ কে ৬ মিলিয়ন ইহুদী মেরেছিল ?

#১০ আফগানস্থান ,ইরাক ,ইন্ডিয়া ,বার্মা ,চায়না ,প্যালেস্টাইন ,সিরিয়াতে কারা নিষ্পাপ মুসলিম শিশু হত্যা করেছে?

#১১ জোসেক স্তালিন সাথে ‘আঙ্কেল জো’ বলা হত ।তার ধর্ম কি ? তিনি নিজেই ২ কোটি মানুষ হত্যা করেছেন যার মধ্যে ১ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার মানুষ ক্ষুধায় মৃত্যুবরন করেছে?

#১২ চীনের মাও সে তুং এর ধর্ম কি ছিল? তিনি ১৪০ থেকে ২০০ লক্ষ মানুষ খুন করেছিল।

#১৩ মুসোলিনি ইঁটালির একনায়কতন্ত্রের অধিকারী ছিলেন ।তার ধর্ম কি ছিল? তিনি ৪,০০০০০ মানুষ খুন করেছেন।

#১৪ মেক্রেমিলিন ফ্রান্সের একচ্ছত্র অধিপতি ছিলেন ।তার ধর্ম কি ছিল? তিনি ২ লক্ষ মানুষকে দৈহিক যন্ত্রনা দিয়ে ক্ষুধার কষ্ট দিয়ে খুন করেছেন এবং ৪০ হাজার মানুষকে প্রানদন্ধ দিয়েছেন।

#১৫ সম্রাট অশোকা কালিঞ্জা যুদ্ধে সে ১ লক্ষ মানুষ খুন করেছিল।তার ধর্ম কি ছিল?

#১৬ প্রথমে কারা ক্রুসেড শুরু করেছিল?

#১৭ কারা অস্ট্রেলিয়ায় ২০ মিলিয়ন আদিবাসী হত্য করেছিল?

#১৮ কারা আমেরিকায় ১০০ মিলিয়ন রেড ইন্ডিয়ান আদিবাসী হত্যা করেছিল?

#১৯ কারা দক্ষিন আফ্রিকায় ৫০ মিলিয়ন রেড ইন্ডিায়ান আদিবাসী হত্যা করেছিল?

#২০ কে জোর করে ১৮০ মিলিয়ন মানুষকে দাস বানিয়েছিল? ও ৮৮% মানুষ কে ক্ষাধুার যন্ত্রনা দিয়ে মেরেছিল?

#২১ কারা কোরিয়া যুদ্ধের সময় ১০,০০০০০ কোরিয়ার মানুষ মেরেছিল?

#২২ কারা/বা কে ড্রোন আক্রমন করে নিষ্পাপ মসুলমান শিশু হত্যা করছে?

আপনি কি মনে করেন ,এর জন্য ইসলাম সমস্যা।

আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। (২:১১)

এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে। (৫:৩২)

বিষয়: রাজনীতি

১৩৮৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284585
১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো। এতগুলি সত্য কখনই তাদের চোখে পড়েনা। তারা শুধু ইসলাম আর মুসলিমদের সন্ত্রাসি প্রমানে ব্যাস্ত।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
227850
জহুরুল লিখেছেন : এ কথাগুলো নিয়ে নাস্তিকরা মুখ খুলে না।কারন কি ভাই?
284590
১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২৫
বিবেকবান লিখেছেন : Really the truth should be disclosed
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০০
227852
জহুরুল লিখেছেন : Truth never be disclosed.
284602
১৬ নভেম্বর ২০১৪ রাত ১২:০০
লজিকাল ভাইছা লিখেছেন : হুম তাই। দ্বিতীয বিশ্বযুদ্ধে ৫০-৫৫ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, প্রায় ৫ বছর ব্যাপী চলা একটা মহাযুদ্ধ । হিরোশিমাতে একটি আণবিক বোমায় না কি ৫ লক্ষ লোক মারা গিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় ৯ মাসে, পাকি রা নাকি ৩০লক্ষ বা ৩ মিলিয়ন মানুষ মেরেছে!! শালা পাকিরা কি করেছে ? কেমতে করেছে? কিভাবে করেছে? সম্ভব কি ভাবে? কোন লজিক এই কাজ করতেছেনা !!
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০০
227853
জহুরুল লিখেছেন : আর একটু ভালভাবে হিসাব করলে মিলে যাবে ভাই।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
227904
লজিকাল ভাইছা লিখেছেন : আর ভালো পারছি না!! একটু হেলপ কি করবেন !
284639
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫০
কাহাফ লিখেছেন :
চেতনার ধ্বজাধারীরা এসবেও জামাত-শিবির,রাজাকারদের হাত রয়েছে বলে প্রচারণ চালাবে!!! মিডিয়া-কুশিল বুদ্ধিজীবীরা আছেই!!!
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০১
227855
জহুরুল লিখেছেন : ভাল বলেছেন।
284685
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৫
ইসলামী দুনিয়া লিখেছেন : মুসলিমরা আজ সব জায়গাতে নিপীড়িত।
284697
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:১০
জহুরুল লিখেছেন : কথা সত্য
284960
১৬ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৩
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৫
228587
জহুরুল লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File