১ম পর্ব : পার্ল হারবার আক্রমণ

লিখেছেন লিখেছেন জহুরুল ১৯ অক্টোবর, ২০১৪, ০৮:২৯:৫৮ সকাল



একটি জাপানী প্লেন থেকে যুদ্ধ জাহাজের সারি আলোকচিত্রটি আক্রমণের শুরুতে তোলা হয়েছে। বিস্ফোরণটির কেন্দ্র ছিল টর্পেডো স্ট্রাইক ইউএসএস ওকলাহামাতে (বিবি-৩৭)। দু'টি জাপানী প্লেনের আক্রমণ দেখা গিয়েছিল: একটি ইউএসএস নিওশোর (এও-২৩) ওপর এবং একটি নৌবাহিনী প্রাঙ্গণের ওপর।পার্ল হারবার আক্রমণ

সংঘর্ষের প্রেক্ষাপট

ওয়াহো দ্বীপের পার্ল হারবারে ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ-ঘাঁটি স্থাপন করে। তখন থেকেই এটি জাপান সাম্রাজ্যের নৌবাহিনীর চোখে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। পার্ল হারবার নৌ-ঘাঁটি অত্যন্ত সুরক্ষিতভাবে ছিল যা ওয়াহো'র দূর্গ হিসেবে পরিচিত। দূর্গের অভ্যন্তরে যুদ্ধজাহাজের বন্দুকের গুলি, বোমাবর্ষণ ৪০ সে.মি প্রস্থের স্থাপনকৃত দেয়াল ভেদ ভিতরে প্রবেশ করা ছিল অসম্ভব। সেখানে কোন পতিত জমি না রাখায় প্রতিপক্ষের নৌবাহিনীর গোলাবর্ষণ ও অবতরণ করে সাফল্য লাভ করা সম্ভব নয়। কৌশল প্রয়োগ করে জাপানের সামরিক বাহিনী ঐ ঘাঁটিতে অনেক নির্মাণ শ্রমিককে গুপ্তচর হিসেবে প্রেরণ করে। ফলে, জাপান কর্তৃপক্ষ তাদের মাধ্যমে নৌ-ঘাঁটির বিস্তারিত বিবরণ জানতে সক্ষম হয়।

প্রত্যাশিত যুদ্ধ।

জাপান কর্তৃক মালয় এবং ডাচ ইস্ট ইণ্ডিজে আগ্রাসী ভূমিকা পালন ও দখলের স্বার্থে পার্ল হারবার আক্রমণটি নিরপেক্ষ এলাকায় অবস্থিত ইউ.এস প্যাসিফিক রণতরীতে পরিচালিত হয়। এতে জাপান প্রাকৃতিক সম্পদ হিসেবে খনিজ তৈল এবং রাবারের দখলস্বত্ত্ব লাভের বিপুল সম্ভাবনা দেখে। জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনাটি তেমন ছিল না। ১৯২০-এর দশক থেকে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের আওতায় উভয় দেশই এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিল। কিন্তু, ১৯৩১ সালে এশিয়ার প্রবল পরাশক্তি হিসেবে জাপানের আগ্রাসী মনোভাবের প্রেক্ষাপটে মঞ্চুরিয়া অধিগ্রহণের ফলে পরিবেশ খুব দ্রুত উত্তপ্ত হয়ে উঠে ও উত্তেজনা বৃদ্ধিতে সহায়তা করে। পরবর্তী দশকে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে জাপান চীনের ভূমি দখল করার পাশাপাশি দেশটির সামরিক শক্তি খর্ব করার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে থাকে। অবশেষে নিরন্তর প্রয়াসে পর্যাপ্ত সম্পদ লাভের জন্যে চীনের মূলভূমি দখলের যোগ্যতা লাভে সক্ষম হয় দেশটি। মুরে'র নেতৃত্বে সাউদার্ন অপারেশনের কৌশল হিসেবে ২য় বিশ্বযুদ্ধের ("মহান পূর্ব এশিয়ার যুদ্ধ") সূচনা পর্ব হিসেবে পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশ্বের ইতিহাসে মুরে এবং তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে ২য় বিশ্বযুদ্ধের বিস্তৃতি ঘটে। বৈশ্বিক যুদ্ধ হিসেবে ইউরোপ, উত্তর আমেরিকাই শুধু নয়; এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোও এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে।

(উইকি)

পার্ল হারবার সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন

বিষয়: আন্তর্জাতিক

৩২১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275901
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫২
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৬
219799
জহুরুল লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে দন্যবাদ ভাই বুড়া মিয়া।Love Struck
275908
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:২২
ইসলামী দুনিয়া লিখেছেন : অনেক ভালো।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৮
219844
জহুরুল লিখেছেন : ধন্যবাদ ভাই আপনাকে।
275915
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৫
প্রেসিডেন্ট লিখেছেন : পার্ল হারবার আক্রমণ করে জাপান আমেরিকাকে বড় একটি ধাক্কা দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, জার্মান শক্তিই জয়লাভ করতো যদি জার্মানী রাশিয়া আক্রমণ না করতো। স্টালিনগ্রাদের পোড়ামাটি নীতি ও হিমাংকের নীচে রক্ত বরফ করা শীত জার্মানীর পরাজয় ত্বরাণ্বিত করেছিল। জার্মানীর লক্ষ লক্ষ সৈনিক শুধু শীতের কবলে পড়ে মারা গিয়েছে।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৭
219845
জহুরুল লিখেছেন : ভাই জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল।তাই আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়েছিল।তাই বলা হয় আমেরিকাকে ঘুমন্ত দৈত্য। অক্ষ শক্তি (জাপান জার্মানি ইটালি) জিতলে ইতিহাস আজ অন্যরকম হত।যাইহোক কথা সত্য।ভাই আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
275920
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৯
শিশির ভেজা ভোর লিখেছেন : শিক্ষনীয় পোষ্ট বহুত শুকরিয়া জনাব।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২০
219847
জহুরুল লিখেছেন : এটা ধারাবাহিক পোষ্ট সবে মাত্র শুরু হয়েছে।সাথে থাকুন আরও অনেক কিছুই জানতে পারবেন।ধন্যবাদ ভাই আপনাকে।
275928
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো। পার্লহারবার এ প্রথম দুই দফা বিমান আক্রমন এই এর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। আরেকটি মজার ব্যাপার হচ্ছে রাডার ও দুরবর্তি অবজারভেশন সেন্টার গুলি থেকে জাপানি নেীবহর উপস্থিতির খবর দেওয়া হলেও মার্কিন কর্মকর্তারা সেটা্ বিশ্বাসই করেননি।
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৩
219910
জহুরুল লিখেছেন : অতিরিক্ত তথ্যের জন্য ধন্যবাদ ভাই কবির।
275960
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো। তথ্যসমৃদ্ধ লেখা। অনেক দিন আগে পড়েছিলাম আর আজ পড়লাম।
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৬
219916
জহুরুল লিখেছেন : ফেরারী মন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।তবে আপনি আমার একজন ভাল উৎসাহদাতা।আশা করি পাশে থাকবেন সবসময়।আর আমাকে ফ্রি কিছু পরামর্শ দিবেন।ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File