পঞ্চম পর্ব : আধুনিক বিশ্ব বনাম পারমানবিক অস্ত্র

লিখেছেন লিখেছেন জহুরুল ১২ অক্টোবর, ২০১৪, ১১:৫৭:৩৩ সকাল

পারমাণবিক তথ্য

পারমাণবিক শক্তিধর দেশ (অনুক্রমে)- ৮টি

এনপিটি চুক্তির আওতাধীন- ৫টি : মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন

এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি- ৩টি : ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া

এছাড়াও-

সম্ভাব্য পারমাণবিক শক্তিধর দেশ- ইসরায়েল

ন্যাটোর অধীনে পারমাণবিক শক্তির অংশীদার- বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড ও তুরস্ক

(ন্যাটোর অন্তর্ভুক্ত পারমাণবিক শক্তিধর দেশ ৩টি হলেও - মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স – পারমাণবিক শক্তি/অস্ত্র অন্যদের ব্যবহার করতে দেয়ার অধিকার আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের; পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এটি মূলত ন্যাটোর একটি চুক্তি)

ন্যাটোর অধীনে পারমাণবিক শক্তির সাবেক অংশীদার- কানাডা, দক্ষিণ কোরিয়া ও গ্রিস

সাবেক পরমাণু শক্তিধর দেশ- দক্ষিণ আফ্রিকা, বেলারুশ, কাজাখস্তান, ইউক্রেন

(বেলারুশ, কাজাখস্তান ও ইউক্রেন পরমাণু অস্ত্র তৈরি করেনি; সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়ার পর রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলোই এসব দেশে থেকে গিয়েছিল; পরবর্তীতে অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়)

পরমাণু শক্তিধর হিসেবে অভিযুক্ত/সন্দেহ করা হয়- ইরান ও সিরিয়া।

পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি

NPT- Nuclear Non-proliberation Treaty

স্বাক্ষর- ১৯৬৮

কার্যকর- ১৯৭০

স্বাক্ষরকারী দেশ- ১৮৯

উদ্দেশ্য- পারমাণবিক অস্ত্রের উৎপাদন বন্ধ, ব্যবহার সীমিতকরণ ও পর্যায়ক্রমে পারমাণবিক অস্ত্রের বিলোপসাধন

স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, ইসরায়েল

চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে- উত্তর কোরিয়া (২০০৩ সালে)

স্বাক্ষরকারী পরমাণু শক্তিধর দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন

CTBT- Comprehensive Nuclear Test Ban Treaty

স্বাক্ষর- ১৯৯৬

স্বাক্ষরকারী দেশ- ১৮২

উদ্দেশ্য- সকল প্রকার পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা

স্বাক্ষর করেনি- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, ইন্দোনেশিয়া, মিশরি

জাতিসংঘের উপরোক্ত সদস্যরা স্বাক্ষর না করায় CTBT কার্যকর হয়নি।

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

তৃতীয় পর্ব

চতুর্থ পর্ব

বিষয়: আন্তর্জাতিক

১৬০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273426
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
নাসরিন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273438
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১১
আবু আশফাক লিখেছেন : গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
273444
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৫
জহুরুল লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ নাসরিন আপু ও আবু আশফাক ভাইকে।
273455
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৫
ইবনে আহমাদ লিখেছেন : নতুন কিছু তথ্য পেলাম। ধন্যবাদ আপনাকে।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৭
217498
জহুরুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
273572
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ শিক্ষনিয় পোষ্টটির জন্য।
সাবেক সোভিয়েট প্রজাতন্ত্রগুলি ভারি পারমানবিক বোমা রাশিয়াকে স্থানান্তর করলেও উৎপাদন ও গবেষনা প্লান্ট এবং কিছু প্রোটটাইপ বোমা তাদের হাতে আছে বলে মনে করা হয়। আর ইসরাইল নিশ্চিতই পারমানবিক বোমার অধিকারি।
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৬
217642
জহুরুল লিখেছেন : ধন্যবাদ ভাই কবির সবুজ।পারমানবিক বোমা ৯০ ভাগ আমেরিকার দখলে বাকী ১০ ভাগ আছে অন্যদের।ধ্বংস করতে সময় লাগবে প্রতি মিনিটে করলেও ৩ বছর।ভাবলে পুরাই মাথা হ্যাং হয়ে যাবে।এ নিয়ে লেখা আসবে ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File