কি আজব সিদ্ধান্ত??

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৯ জানুয়ারি, ২০১৫, ০১:০৭:৫৭ রাত

আর কিছুদিন পর আপনি চাইলেও দুইটাকা দামের চকলেট

খেতে পারবেন না ।

কোন ফকিরকে দুইটাকা নোট দিয়ে বিদায় করতে পারবেন

না ।

রিকশাওয়ালা করুণ কন্ঠে বলবে না, ভাই

দুইটা টাকা বেশি দেন ।

বলবে, ভাই পাঁচটা টাকা বেশি দেন।

কোন দিন সরকারী কোন পরিক্ষার প্রশ্নে এই প্রশ্ন

আসবে না যে, দুইটাকার নোটে কয়টা হরিণের ছবি আছে।

কোন পাব্লিক টয়েলেটের দেওয়ালে আর লেখা পাবেন না,

ছোটটা এক টাকা, বড়টা দুইটাকা ।

কিন্তু কেন ?????

কারন, আমাদের অর্থ মন্ত্রী দেশের সকলের ভালোর

জন্য দুইটাকা আর একটাকার নোট কিছুদিনের

মধ্যে উঠিয়ে দিবে । ছোট নোট হবে শুধু পাঁচ টাকা ।

কি অদ্ভুত সিদ্ধান্ত!

কে কি বলবে জানি না তবে, ফকির মিসকিন সবাই আমাদের

অর্থ মন্ত্রির জন্য রাত দিন দোয়া করবে তা সিওর. . .

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300724
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০১:১১
নাবীল লিখেছেন : পাগল মন্ত্রীর পাগলা সিদ্ধান্ত।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৩২
243306
ভোলার পোলা লিখেছেন : এরকম হাজারো পাগলা সিদ্ধান্তের জন্য আমাদের মতো হাজারো সাধারণ জনগণের মাশুল দিতে হয়!!!!!
300732
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাঁচটাকা কেন?
সবচেয়ে ছোট নোট ১০০০০০ টাকা করলে সবাই সহজে লাখপতি হতে পারব!
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪১
243308
ভোলার পোলা লিখেছেন : ভাই আপনার মতামত টি আমাদের জাতীয় সংসদ এ উপস্থাপন করতে পারেন আমাদের দেশে তাও সম্ভব হতে পারে।
300743
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:০১
শেখের পোলা লিখেছেন : ছয় সাত আট এগার বার তের একুশ বাইশ তেত্রীশ চুয়াল্লিশে কি করবেন? চেক লিখে দিয়েন, মাল বাবু পেমেন্ট দেবে৷
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪৩
243310
ভোলার পোলা লিখেছেন : মাল বাবু না আমাদের সকল মন্ত্রী ই দিতে পারবেনা। ধন্যবাদ লেখাটি পড়ে কমেন্ট করার জন্য।
300750
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৫৪
রক্তলাল লিখেছেন : শুধু একটাকা দুইটাকা না এটা।

অর্থনীতিতে পণ্য ও সেবার মান প্রতারণামূলকভাবে বাড়িয়ে দেওয়া এটা।

এমেরিকাতে ব্যাংকগুলো এ'রকম ভুয়া দাম বাড়িয়ে দিয়ে হাউসিং মার্কেটে একটি 'বাবল ইকোনোমি' তৈরী করেছিল যার ফলাফল অর্থনীতিতে ধ্বস!

একটা পণ্য বা সেবার মান ১৬ টাকার মূল্যের হলে একটা উন্নত মানের প্রতিদ্বন্দী যার প্রকৃত মূল্য ২০ টাকা হলেও দুই পণ্যই ২০ টাকা বিক্রি হতে হবে।

এতে পণ্যের মান এবং দাম দুটোই কমবে।

দীর্ঘ্যকলীন খারাপ প্রতিক্রিয়া এবং অবশেষে ধ্বস নামবে ঢাকা স্টক মার্কেটের মত।

১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪৪
243311
ভোলার পোলা লিখেছেন : ধন্যবাদ লেখাটি পড়ে কমেন্ট করার জন্য।
300752
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৫৫
রক্তলাল লিখেছেন : দ্বিতীয় লাইনে 'মান' এর বদলে 'মূল্য' হবে।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১০
243305
ভোলার পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ
300774
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৫
কাহাফ লিখেছেন :
পাগলা মন্ত্রীর আবিস্কার এমন না হলে চলবে কেন!!
300791
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৬
হোসাইন আহমাদ লিখেছেন : মন্ত্রী তার মত পাল্টিয়েছেন, ১ টাকা দুই টাকার েনাট থাকবে, িচন্তার কোন কারণ নেই।
২১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৫
243524
ভোলার পোলা লিখেছেন : Hmm janlam

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File