কি আজব সিদ্ধান্ত??
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৯ জানুয়ারি, ২০১৫, ০১:০৭:৫৭ রাত
আর কিছুদিন পর আপনি চাইলেও দুইটাকা দামের চকলেট
খেতে পারবেন না ।
কোন ফকিরকে দুইটাকা নোট দিয়ে বিদায় করতে পারবেন
না ।
রিকশাওয়ালা করুণ কন্ঠে বলবে না, ভাই
দুইটা টাকা বেশি দেন ।
বলবে, ভাই পাঁচটা টাকা বেশি দেন।
কোন দিন সরকারী কোন পরিক্ষার প্রশ্নে এই প্রশ্ন
আসবে না যে, দুইটাকার নোটে কয়টা হরিণের ছবি আছে।
কোন পাব্লিক টয়েলেটের দেওয়ালে আর লেখা পাবেন না,
ছোটটা এক টাকা, বড়টা দুইটাকা ।
কিন্তু কেন ?????
কারন, আমাদের অর্থ মন্ত্রী দেশের সকলের ভালোর
জন্য দুইটাকা আর একটাকার নোট কিছুদিনের
মধ্যে উঠিয়ে দিবে । ছোট নোট হবে শুধু পাঁচ টাকা ।
কি অদ্ভুত সিদ্ধান্ত!
কে কি বলবে জানি না তবে, ফকির মিসকিন সবাই আমাদের
অর্থ মন্ত্রির জন্য রাত দিন দোয়া করবে তা সিওর. . .
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবচেয়ে ছোট নোট ১০০০০০ টাকা করলে সবাই সহজে লাখপতি হতে পারব!
অর্থনীতিতে পণ্য ও সেবার মান প্রতারণামূলকভাবে বাড়িয়ে দেওয়া এটা।
এমেরিকাতে ব্যাংকগুলো এ'রকম ভুয়া দাম বাড়িয়ে দিয়ে হাউসিং মার্কেটে একটি 'বাবল ইকোনোমি' তৈরী করেছিল যার ফলাফল অর্থনীতিতে ধ্বস!
একটা পণ্য বা সেবার মান ১৬ টাকার মূল্যের হলে একটা উন্নত মানের প্রতিদ্বন্দী যার প্রকৃত মূল্য ২০ টাকা হলেও দুই পণ্যই ২০ টাকা বিক্রি হতে হবে।
এতে পণ্যের মান এবং দাম দুটোই কমবে।
দীর্ঘ্যকলীন খারাপ প্রতিক্রিয়া এবং অবশেষে ধ্বস নামবে ঢাকা স্টক মার্কেটের মত।
পাগলা মন্ত্রীর আবিস্কার এমন না হলে চলবে কেন!!
মন্তব্য করতে লগইন করুন