হারিয়ে যাওয়া পেশা এবং হারিয়ে যাওয়া খেলাধূলা।
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২৯ জানুয়ারি, ২০১৬, ০১:১০:১০ দুপুর
১) বেদে এবং সাপুড়ে :- মাথায়
সাপের বাক্স, পিঠে কিছু তাবিজ আর
ঝাড়ফুঁক এর পুটুলি!
তারা বাড়ি বাড়ি ঘুরে হাক দেয়, "
সিঙ্গা লাগায়, দাঁতের বিষ নামায়,
পোক নামায়, সাপের খেলা দেখায়"!
-------!
২) কাঁধে বাঁশের তৈরি বাড় চেপে
মাটির হাড়ি পাতিল এবং পুরাতন
এলোমিনিয়ামের হাড়িপাতিল ক্রয়
বিক্রয় এবং পুরাতন কাপড় দিয়ে!
৩) কটকটি ( এক ধরনের দেশি চিটা
গুড়ের উচ্ছিষ্ট জ্বাল দিয়ে তৈরি
মিঠাই) তিলের খাজা, মোয়া ( মুড়ি
আর দেশি গুড় মিশিয়ে বানানো, সন
পাপড়ি, বিক্রি করা পুরাতন লোহা,
কাঁচের বোতল বা কাগজ প্লাস্টিক
দিয়ে।
৪) দল বেধে ভিক্ষা করা :- এরা
সাধারণত সবাই অন্ধ বা বোবাকালা,
দলবেঁধে ভিক্ষা করা ছাড়া এদের আর
কোন উপায় নেই। একজন তাদের লিড
দেবে আর গলা হেকে গজল গাইবে, "
দিনের নবী মোস্তফায়, রাস্তা দিয়া
হাইট্টা যায়, হরিণ একটা বান্ধা
ছিলো গাছেরো তলায়!--!
৫) ক্যানভাসার :- এদের কেনো
ক্যানভাসার বলা হতো জানি না!
তবে এরা প্রথমে যাদু দেখিয়ে
লোকজন জমায়েত করতো,, তারপর
দাঁতের মাজন, তাবিজ, সর্বরোগের ঔষধ
বিক্রয় করতো।
হারিয়ে যাওয়া খেলাধুলা :-
১) কুকপলান্তি ( লুকোচুরি),
কানামাছি, গুল্লাছোট,
দাড়িয়াবান্ধা!
২) গুল্লি খেলা ( মার্বেল খেলা),
ডাগগি খেলা ( ভাঙ্গা মাটিরহাড়ি
পাতিলের অংশ একত্র করে একটা
দিয়ে আরেকটা কে টার্গেট করে
মারা!
৩) সুপারি র মালা দিয়ে হাতে টানা
গাড়ি, লোহার রিং দিয়ে,
বিয়ারিং দিয়ে গাড়ি বানানো!
মেড়া গাছের গুডা ( এক শ্রেণীর
বহুবর্ষজীবী গাছ) দিয়ে খেলনার
গাড়ির চাকা বানানো, লিচুর ফেলা
দেয়া বিচি কেটে নারিকেলের
সলা ঢুকিয়ে চড়কি বা লাটিম
বানানো।
৪) ঘুড়ি উড়ানোর সূতায় কাঁচের
বোতলের গুড়া মিহি করে মিশ্রিত
করে মানজা দেয়া, চিকণ মুলি বাঁশের
গাট দিয়ে চরকি বানানো, বন্ধুক
বানানো!
৫) নারিকেল গাছের পাতা দিয়ে
হাত ঘড়ি বানানো, জিগার গাছের
আঠা দিয়ে ফড়িং ধরে সুতো বেধে
নাম লিখে দেয়া!
৬) গ্যাসের মাথা থেকে ( ২৫-৩০ বছর
আগে গ্যাসের মিটার থেকে গ্যাস
হাল্কা লিক হতো) রাজা ফুটকা
লাগিয়ে পাম্প করে গ্যাস ভরে মুখ
বেধে আকাশে উড়িয়ে দেয়া!
৭) পুকুরে খালে বিলে পানির নিচে
লুকোচুরি খেলা, কুচুরিপানা একসাথে
জমিয়ে দাম বানিয়ে ( ভাসমান
নৌকা বিশেষ) পানিতে ভেসে
বেড়ানো!
৮) চোর পুলিশ, টোয়াপাতি ( বনভোজন)
, কাদামাটি খেলা ( মেঘের গান
গাওয়া)!
আমার শৈশবে উপরের সবগুলো খেলা
খেলেছি, পেশাগুলো দেখেছি!
আরো অনেক আছে, ভুলে গেছি।
ডাকটিকেট সংগ্রহ, লাড়েলাপ্পা
খেলা, ইয়োইয়ো খেলা ইত্যাদি
ইত্যাদি!
আর আপনি?
বিষয়: বিবিধ
১৭৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়ে হলে আরো কিছু যোগ করতে পারতেন
মন্তব্য করতে লগইন করুন