প্রেমের টানে ভাতিজাকেও চাচির পাসে আনে

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৫৯:৫৭ সকাল

প্রেমের কাছে ভাই সম্পর্ক হার মানলেও ভাতিজাও হার মানে বিষয়টি মনে হয় এবরই প্রথম।

দিন দিন শুধু নতুন নতুন খবর শুনতে হচ্ছে দেখতে হচ্ছে।

কই আমরা কি সচেতন হচ্ছি???

নতুন নতুন স্ক্যান্ডাল বের হচ্ছে।

তার পরেও কি আমরা প্রেমিকের সাথে লিটনের প্ল্যাট এ যাওয়া ছেড়ে দিছি?????

প্রতিদিন ই প্রেমিক দ্বারা প্রতারিত হচ্ছে প্রেমিকা।

তারপর ও কি প্রেম করা ছেড়ে দিয়েছি??????

(ছেলেদের বেলায় ও কিছু টা ঘটে অর্থাৎ প্রেমিকা দ্বারা প্রেমিক প্রতারিত তবে সেটা খুব কম)

এবার আসি মুল ঘটনায়।

প্রতিদিন নিউজ পেপারে পরকিয়ার কথা ছাপা হয়।

আমরা কতটুকু সচেতন হচ্ছি????

আজকের নিউজ :

পরকীয়ার টানে ভাসুরের ছেলের সাথে নগদ ১৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ উধাও হওয়া প্রবাসী স্বামীর স্ত্রী সানিতা (৩০) ও তার পরকীয়া প্রেমিক ভাতিজা মো. মাহবুব (২৫) কে আটক করেছে পুলিশ।

নিউজ লিংক. ( http://bit.ly/1vHZkNw )

শুধু সচেতনতা চাই। সচেতনতা ..................... .

বিষয়: বিবিধ

২৫১১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305153
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সমাজটা ধ্বংসের দ্বারপ্রান্তে।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০০
246917
ভোলার পোলা লিখেছেন : হয়ে গেচে অলরেডি
305154
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১১
সজল আহমেদ লিখেছেন : কি কমু খালি ভাইবতাসি নব যুগের পুলাপাইন গুলা গার্লফ্রেণ্ড দূরে থাউক চাচি ,আপা,ভাবি কিচ্ছু মাইনতেসেনা!জাফর ইকবাল স্যার উহা জানলে প্রেমিকারে নিয়া লিটনের ফ্লাটে যাইতে নিষেধ করতেন মাস্ট !
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৬
246960
ভোলার পোলা লিখেছেন : এখন কি তাকে জানানোর বেবস্থা করা যায় না ?
305159
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ Rolling on the Floor Rolling on the Floor
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৭
246961
ভোলার পোলা লিখেছেন : শুকরিয়া ভাই
305225
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৯
হতভাগা লিখেছেন : এক সময়ে এসব ঘটনা আর খবর হয়ে আসবে না । মানুষের কাছে সয়ে যাবে ।
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৮
246962
ভোলার পোলা লিখেছেন : হতে পারে তাই আধুনিকতা বলে কথা
305325
২০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪০
ভোলার পোলা লিখেছেন : আরো অনেক সচেতনতা দরকার
305398
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০৫
কাহাফ লিখেছেন :
ধর্মহীনতার বিষ বাষ্পে এমন সব অনৈতিকতার মহা সয়লাব!!
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
247153
ভোলার পোলা লিখেছেন : এক মাত্র ইসলামী আইন এবং অনুশাসন ই পারে ভালো রাখতে। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File