উলঙ্গ হয়ে গোসল করা কি জায়েয ??? এ নিয়ে কিছু গুরুত্ব পুর্ন মাসআলা

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৭ জুলাই, ২০১৫, ০৯:১৮:০০ সকাল

আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা .....ঈদ মোবারক. . . .

ঈদ নিয়ে আমার কোন স্পেশাল অবিজ্ঞতা নাই বা পোস্ট করার মতো কিছু জানা নাই তাই আজ একটি গুরুত্ব পুর্ন মাসয়ালা নিয়ে পোষ্ট দিলাম .....

উলঙ্গ হয়ে গোসল করা করা কি জায়েয ?????

১. উলঙ্গ হয়ে গোসল করা

জায়েয আছে , কিন্তু সুন্নত পরিপন্থী।

মোস্তাহাব ও উত্তম হল লুঙ্গি ইত্যাদি

বেঁধে গোসল করা। কেননা আবু দাউদ

শরীফে বর্ণিত আছে—রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

ইরশাদ করেছেন, মহান আল্লাহ

লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ

করেন। তাই তোমাদের কেউ যখন গোসল

করে তখন সে যেন পর্দা করে নেয়।

(তাহতাবী)

২. গোসলখানায় যদি কোনো

পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে

গোসল করা জায়েয আছে। (মাহমুদিয়া

৪/৩৮৭) (এমনিভাবে পর্দার ক্রটি না

হলে খোলাস্থানেও উলঙ্গ হয়ে গোসল

করা জায়েয আছে এবং গোসলের

অযুতে নামায জায়েয)

৩. গোসলখানা বা বাথরুমে লাইটিং

এর ব্যবস্থা না থাকলে বাতি বা বিদ্যুৎ

দ্বারা আলোর ব্যবস্থা করে নিবে।

(মাহমুদিয়া ১০ খন্ড, পৃঃ২০২)

৪. পর্দার মধ্যে কাপড় খোলে গোসল

করা জায়েয আছে, এমনিভাবে খোলা

মাঠে পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত

কাপড় বেঁধে বাকী অংশ খোলা

রেখে গোসল করা জায়েয আছে। তাঁর

নাভি থেকে হাটু পর্যন্ত (যা পুরুষের

সতর) কারো সামনে খোলা হারাম।

(আপকে মাসায়েলঃ দ্বিতীয় খন্ড,

পৃঃ৮১)

৫. পেন্টি জাঙ্গিয়া পরে গোসল

করলে যদি কাপড়ের নিচে পানি

পৌঁছে যায় এবং শরীরের ঢাকা অংশও

ধোয়ে ফেলা যায়, তাহলে গোসল

ছহীহ হবে। (আপকে মাসায়েল ২য় খন্ডঃ

পৃঃ ৮১)

৬. এটাষ্ট বাথরুমে গোসল করা ছহীহ, যদি

তা পবিত্র থাকে এবং নাপাকির

ছিটা না আসে। যদি তা সন্দেহের হয়

তবে প্রথমে পানি ঢেলে পাক করে

নিবে পরে গোসল করবে। (আপকে

মাসায়েলঃ ২য় খন্ড, পৃঃ৫৩)

৭. বসে ও দাঁড়িয়ে উভয় অবস্থায় গোসল

করা জায়েয আছে, পর্দার প্রতিলক্ষ

করে বসে গোসল করা উত্তম। (ইমদাদুল

ফাতায়াঃ খন্ড ১, পৃঃ৩৬)

৮. পুরুষের গোসল ওয়াজিব হয়েছে,

পর্দার কোনো ব্যবস্থাও নেই অনেক

পুরুষের সামনে করতে হবে। এমনিভাবে

কোনো মহিলারও এমন অবস্থা হয়েছে

এবং শুধু মহিলাদের সামনে গোসল

করতে হবে। তাহলে গোসল করতে

পারে। (ফাতাওয়ায়ে দারুল উলুমঃ

প্রথম খন্ড, পৃঃ ১৬৯)

৯. উলঙ্গ হয়ে গোসল করা অবস্থায়

কিবলার দিকে মুখ পিঠ করা মাকরূহ-

তানযীহী বরং উত্তর দক্ষিণ দিক হওয়াই

উচিৎ। (অগলাতুল আওযামঃ২৯)

আর যদি সতর ঢেকে গোসল করা হয়,

তাহলে যে কোনো দিকে মুখ পিঠ করা

যাবে। (আপকে মাসায়েলঃ পৃঃ২৫৪)

তথ্যসূত্রঃ অযু গোসল ও নামায-এর

প্রয়োজনীয় মাসআলা মাসায়েল বই

থেকে।

বইটি লিখেছেনঃ হাফেয মাওলানা

মোশাররফ হোসাইন।

বিষয়: বিবিধ

১৯১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330361
১৭ জুলাই ২০১৫ সকাল ১১:৪১
হতভাগা লিখেছেন : কাজের পোস্ট , আপনাকে জাজাকাল্লাহু খাইরান ।
330948
২১ জুলাই ২০১৫ দুপুর ১২:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
345232
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
349717
১৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৪
ভোলার পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে ও অনেক দিন পরে আসলাম ......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File