ফেসবুকে পর্দা প্রসঙ্গ ও একটি গল্প .........

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৩ মে, ২০১৫, ০৬:৩২:৫৮ সন্ধ্যা

কিছুদিন আগে মেয়েদের পর্দা নিয়ে অনেক লিখেছি এতে অনেক মেয়ে ইনবক্সে আমাকে বিভিন্ন কথা ও বলেছেন.......

এ প্রসঙ্গে একটি গল্প বলে নেই .....

গল্পটা উদ্ভট ও পুরনো। গ্রামের মসজিদ,

তার লাগোয়া ঘন বনজঙ্গল। মসজিদের

চার পাশের বাঁশের বেড়াও

আধাভাঙা। জঙ্গলের ভেতর এক তরুণ ও

তরুণী অসামাজিক কাজে মগ্ন।

মসজিদে ইবাদত-বন্দেগি করছিলেন

একজন সাধারণ মুসল্লি। মুসল্লি একসময়

আনমনে পশ্চিম দিকে ভাঙা বেড়া

গলিয়ে থুতু ফেললেন। ওই থুতু গিয়ে পড়ল

অসামাজিক কাজে মগ্ন কামিনীকাতর

রমণী-বল্লভ তরুণের গায়ে। তরুণ

দাঁড়িয়ে গেল, ক্ষিপ্তকণ্ঠে মুসল্লিকে

ধমকের সুরে বলল- মসজিদে বসে ইবাদত

করেন, জানেন না পশ্চিম দিকে থুতু

ফেলা মাকরুহ (অপছন্দনীয় কাজ)। মুসল্লি

আমতা আমতা করে কৈফিয়তের সুরে

বললেন- বাবা, পশ্চিম দিকে থুতু ফেলা

আমার ঠিক হয়নি। তবে তুমি যে কবিরা

গুনাহের মতো মহাপাপ করছ, এটা কি

ঠিক হচ্ছে? যুবকের সাফ জবাব- তাতে

আপনার কী? আমরা কোনো

সামাজিকতা ও রক্তচক্ষুকে ভয় পাই না।

তাবৎ বিশ্ব এসে চাপ দিলেও মাথা নত

করব না, এই অপকর্ম থেকে বিরত হবো না।

বটে! মুসল্লির কথা বলাও তো বড় মাপের

পাপই হলো। দেখে ফেলাতো

রীতিমতো অন্যায় হয়েছে।

জানি না আমাকে মুসুল্লী র মতো বলতে হয় কি না!!!!!!

হতাশার ইমো: হবে ............

আমার ফেসবুক থেকে

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319850
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ
১৯ মে ২০১৫ দুপুর ০২:২৫
262109
ভোলার পোলা লিখেছেন : ভালো লাগলো পড়ে মন্তব্য করার জন্য
319865
১৩ মে ২০১৫ রাত ০৮:০০
319910
১৪ মে ২০১৫ রাত ০১:৪০
ভোলার পোলা লিখেছেন : ব্লগে আসা হয়না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File