আমাদের বরিশাল যে সব বিষয়ে সেরা

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৯:৩৩ রাত

★যদি বলা হয় বাংলার রানী বলা হয়

কাকে???

উত্তরঃ বরিশাল

★বরিশাল একটি মাত্র বিভাগ, যাদের

সাথে ভারতীয় কোন বর্ডার সংযোগ

নেই।

★বরিশাল একটি মাত্র নাম, যে বিভাগের

প্রতিটা জেলার মানুষের ভাষা,

বরিশালের আঞ্চলিক ভাষা। এ রকম আর

কোন বিভাগে পাওয়া যবে না।

★বর্তমানে বরিশালে শিক্ষার হার সব

থেকে বেশি।

★বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর,

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল,

দেশের সাত বীরশ্রেষ্ঠের দুইজনই

বরিশালের সন্তান।

★মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টর গঠন করা

হয়েছিল বরিশালে, যার সেক্টর কমান্ডার

ছিলেন মেজর এম এ জলিল।

★রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস।

★সুরকার আলতাফ মাহমুদ।

★মধ্যযুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত।

★কবি আসাদ চৌধরি একুশে গানের

রচয়িতা কবি।

★সাংবাদিক-"মানিকমিয়া" জারনামে

করা হয়, ""ঢাকার মানিক-মিয়া এভিনিউ""

এবং সে দৈনিক ইত্তেফাক এর

প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

★লেখক গাফফার চৌধরি বরিশালে

জন্মেছেন।

★আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে

নেই।>>

★সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুমকুমারী

দাশের মতো মহিলা কবিরা বরিশালে

জন্মেছেন।

★""শেরে বাংলা একে ফজলুল"" ব্রিটিশরা

তাকে *টাইগার অব ""বেঙ্গল""* উপাধি

দিয়েছিল। তার মতো সাহসী রাজনিতিক,

অসাধারণ প্রতিভাবান,বিখ্যাত বক্তার

জন্মস্থান বরিশালে।

★বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক আরজ

আলী মাতুব্বর, অশ্বিনী কুমার দত্ত আরো

অনেকের জন্ম স্থান বরিশালে।

★যাদু শিল্পি জুয়েল আইচ এর জন্ম কিন্তু

বরিশালে।

★বাংলাদেশে তৃতীয় সমুদ্র বন্দর

বরিশালের পায়রা নদীতে।

★ "আবার আসিব ফিরে, ধানসিড়িটির

তীর" ধানসিড়ি নদীটিও কিন্তু বরিশালে।

★ দেশের সর্বোচ্চ সেতু - গাবখান

সেতুটিও বরিশালের ঝালকাঠিতে।

★ এছাড়াও কবি আহসান হাবিব, হানিফ

সংকেত, অভিনেতা মোশাররফ করিম, মীর

সাব্বির, তানিয়া আহমেদ, সোহেল রানা,

রুবেল, সুচন্দা, মিঠুন চক্রবর্তী, কন্ঠশিল্পি

জুয়েল, নচিকেতা, প্রমুখ।

★কোষ্ট গার্ড এর ট্রেনিং সেন্টার

বরিশালের পটুয়াখালীতে।

★বাংলাদেশের অন্যতম পর্যাটক কেন্দ্র

সাগরকন্যা বা কুয়াকাটা নামে পরিচিত

সেটাওবরিশালে অবস্থিত।

★বাংলাদেশের সবচাইতে সুন্দৱ মশজিদ

বৱিশালে গুঠিয়া মশজিদ

★এছাড়াও বিশ্বের অন্যতম খেলোয়ার

শাহরিয়া নাফিজ, সোহাগ গাজী, প্রসুখ

ব্যক্তিবর্গও বরিশালের।

★সবচেয়ে বড় যে ব্যাপার বরিশাল

বাংলাদেশের খাদ্যভাণ্ডার নামে

পরিচিত। বরিশালে যে পরিমাণ খাদ্যশস্য

উৎপন্ন হয়, তা দিয়ে দেশের সিংহভাগ

খাদ্য

চাহিদা মেটানো হয়।

★বরিশালের মানুষগুলো অনেক সহজ সরল,

অতিথিপরায়ণ ও আন্তরিক।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

২৯২৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358516
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খালি বরিশাইল্যা মানুষ গুলি সুবিধার না!!!
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩২
297385
সুমাইয়া হাবীবা লিখেছেন : Frustrated Frustrated Frustrated Frustrated Time Out Time Out Time Out Time Out Time Out
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৪
297491
ভোলার পোলা লিখেছেন : বরিশালের মানুষ আপনাকে কি করেছে শুনি Love Struck ?
358521
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমিও ভোলার। একজন দেশী ভাই পেলাম। বাহ! Happy Happy Happy
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৬
297492
ভোলার পোলা লিখেছেন : ও তাই নাকি? আমার তো কোন বোন ছিলো না এতোদিন তাহলে কি ভেবে নিবো একটি বোন আছে।?
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৩
297525
সুমাইয়া হাবীবা লিখেছেন : Happy
358558
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩৭
আফরা লিখেছেন : ভোলা এখন আর বরিশালে নেই ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৮
297493
ভোলার পোলা লিখেছেন : কিন্তু এএখনো অনেক যায়গায় ই ভোলা বরিশাল এক ভাবেই জানে ;Winking
358570
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:২৩
শেখের পোলা লিখেছেন : আরজ আলি মাতুব্বরকে বাংলা দেশের নাস্তিকের গুরু জানতাম৷ আজ দার্শনিক বলে শুনলাম৷
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:২১
297495
ভোলার পোলা লিখেছেন : শুধু কি এই ব্যপার টাই চোখে পরলো?? অনেকেই তো নতুন নাম ে..থাক আর কিছু বলবো না
358636
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৮
দ্য স্লেভ লিখেছেন : এটা জাহেলীয়া যুগে প্রবল ছিলো। মানুষেরা নিজেদের গোত্র নিয়ে কবিতা লিখত,নিজেদের গুনগান করে অন্যের উপর বিজয়ী হওয়ার চেষ্টা করত। এসব কারনে গোত্রে গোত্রে মারাত্মক শত্রুতা তৈরী হয়। সমান্য কারনে মর্যাদার লড়াই শুরু হয় এবং যুগ যুগ ধরে চলে। রসূল(সাঃ)এই ওয়াতানিয়া বা দেশ প্রেমের মাধ্যমে ঐক্যকে হারাম করে চিন্তাগত ঐক্যের জন্যে ইসলাম নামক কনসেপ্ট প্রতিষ্ঠা করে। যার অর্থ হল যে কেউ যে গোত্রের,বর্ণের,অঞ্চলেরই হোক না কেন তারা একই চিন্তা করলে পরষ্পরের ভাই....

আপনি যা লিখেছেন তা যদি ইয়ার্কি হয়ে থাকে তবে ঠিক আছে। কিন্তু যদি সিরিয়াস হয়ে থাকেন, এটাকে এপ্রিসিয়েট করার কোনো কারন নেই। দেশের প্রত্যেক বিভাগ বা জেলারই কিছু না কিছু বৈচিত্র রয়েছে। একইভাবে জেলা অনুযায়ী মানুষের চরিত্র নিয়ে যে খারাপ কথা বলা হয়,তাও পরিতাজ্য.....
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১১
297480
জ্ঞানের কথা লিখেছেন : রাইট। কথা সত্য বলেছেন।
এগুল ভেদাভেদ বাড়ায়।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৯
297494
ভোলার পোলা লিখেছেন : ব্যপার টা অনেকটাই. মজা করে লিখাদধন্যবাদ অনেক কিছু জানানোর জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File