জুনার কিসের হাগ, কিসের জাউ, সবি সমান

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:৩৩:৩০ দুপুর



মা যে আমাকে 'জুনা' বলতেন, তার যথার্থতা খুঁজে পেলাম ক'দিন আগে।

জুনা দাদা ছিলেন রাতকানা রোগী। রাতে বিরাতে চলতে উনার বেশ কষ্ট হত, তবুও থেমে থাকতনা হেঁটে চলা। আজ আর উনি নেই, বহু বছর হল বিগত হয়েছেন, কিন্তু তার কতেক বৈশিষ্ট্য আজও আমার মাঝে বিদ্যমান।

ক'দিন আগে বেড়াতে যাই বড় বোনের বাড়িতে। তাদের বাজারে নামতেই বেজে গেল রাত এগারোটা। ঘোর অন্ধকার, কুয়াশা, ঠান্ডাতো আছে। ভীরু পায়ে হাঁটছি। এক মনে হাঁটছিতো হাঁটছিই, হঠাৎ দেখি আমি ভুল পথে অনেক দূর এগিয়ে গেছি। অচেনা মানুষের পায়ের শব্দে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আর আগ না বাড়িয়ে অনেকটা পেছনে এসেও ঠিক পথ খুঁজে পাচ্ছিলাম না।

তারপর নিরুপায় হয়ে এক বাড়ির দরজায় কড়াঘাত করি। ওঠে দরজা খুলতেই অনেক সময় লেগে যায় তাদের। পরে জানলাম, দুই মামলার আসামি, পুলিশ ভেবে ভয় পেয়েছে। আমার অসহায়ত্বের কথা শুনে টর্স হাতে বোনের ঘর পর্যন্ত এগিয়ে দেয়।

যে রাস্তা দিয়ে অসংখ্যবার গিয়েছি, সে রাস্তাই ভুলে বসে আছি! এ নতুন কিছু নয়। ঢাকার শহরেও রাতের বেলা অনেকবার পথ হারিয়েছি। এমন কি, শাহবাগেও রাস্তা ভুলেছি বেশ কয়েকবার।

বলছি জুনা দাদার কথা। উনি অসংখ্যবার রাতে পথ চলতে গিয়ে খানা খন্দে পড়ে চোট লাগিয়েছেন। দিনে অন্তত কয়েকবার আসতেন আমাদের ঘরে, মাঝে মাঝে রাতেও আসতেন। মা আপন মমতায় খাইয়ে দিতেন। পেট ভরে খেয়ে খুব খুশি হত।

উনার কাছে গরম ঠান্ডার পার্থক্য ছিলনা। সামনে যা পেতেন, তাই খেতেন। পান্তা, শুটকী, বাসী তরকারি, সিদ্ধ-আধা সিদ্ধ ইত্যাদি। এসেই বলত, 'আনু, ভাত আছেনি, ক'ডা ভাত দাও'।

জুনার মত আমারও খাবার নিয়ে তেমন পছন্দ অপছন্দ নেই। সামনে যা পাই, তা নিয়েই থাকি সন্তুষ্ট। তাই আমি কারো বাড়িতে বেড়াতে গেলে মা তাদের বলে দেন, 'আমার ছেলেটা ভাতের পাগল, ঘরে কিছু না থাকলে লবণ মরিচ দিয়ে হলেও খাইতে দিয়েন, ভাল খাওয়ানোর জন্য দেরি কইরেন না'।

হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। জুনা দাদা থাকলে গলাগলি করে একটু কান্দন করতাম।

জুনা দাদারা অনেক গরীব ছিলেন। জীবনভর কষ্ট করেছেন, খেতে পেয়েছেন তো শুইতে পান নি, শুইতে পাইলে খেতে পান নি। কারো ঘরের অতিরিক্ত অথবা বাসী তরকারী ভাতই ছিল তাদের জন্য অমৃত। জুনার বংশধরেরাও এখন একই রকম কষ্টের জীবন পার করছে। কিছু মানুষের জীবন মানের উন্নতি কখনো হয়না।

এ জীবনে যে কষ্টের পাহাড় বহন করেছে জুনা, সে জীবনে এর পুনরাবৃত্তি না হোক, মনে প্রাণে তাই কামনা করি। আল্লাহ, উনাকে জান্নাতবাসী করুন।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357966
২৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৫
দুষ্টু পোলা লিখেছেন : দারুন্স দারুন্স । পিলাচ
০২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫১
297206
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা আচ্ছা
357972
২৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আমিন

কত মানুষ না খেয়ে দিন কাটায়
সুখী মানুষ গুলো তা বুঝতে ও পারবে না Sad
০২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫১
297207
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, আপনি সত্যই বলেছেন।
357978
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : এ জুনাদের সিলেবাস খুব সহজ৷ তারা অনেকেই পাশ করে ও দুনিয়ায় ভাল থাকবে৷ ধন্যবাদ৷
০২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৩
297208
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
357991
২৯ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দরিদ্র থাকা কঠিন। মানুষ থাকা আরো বেশি কঠিন।
০২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৫
297209
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার সাথে একমত
358006
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৫৫
কাহাফ লিখেছেন : "দারিদ্রতা কুফুরীর দিকে নিয়ে যায়"
'জুনা'রা আমাদের মধ্যেই রয়েছে বেশ! নিজেই 'জুনা' একজন যেন! ইসলামী মানসিকতা সমাজে প্রকৃত থাকলে 'জুনা'রা বেশী দিন 'জুনা' থাকত না!
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন,আমিন!
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৭
297211
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মন্তব্যটি খুব ভাল লেগেছে ব্রাদার!
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
297239
বিবর্ন সন্ধা লিখেছেন : আমিন
358275
০২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
হতভাগা লিখেছেন :
জুনার কিসের হাগ, কিসের জাউ, সবি সমান


হাগসবি এই দুটো শব্দের অর্থ কি ?
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৯
297237
বিবর্ন সন্ধা লিখেছেন : হাগ= শাক ( লাল শাক , পালং শাক ইত্যাদি )

সবি= সব (সব ই)Love Struck

গরিব তো হোন নি,
বুঝবেন কিভাবে Tongue Crying
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৫
297240
হতভাগা লিখেছেন :
গরিব তো হোন নি,
বুঝবেন কিভাবে


হাগ মানে শাক , এটা কোন অন্চলের ভাষা ? - এটা বুঝতে কি গরিব হওয়া লাগে ? এমনভাবে বললেন যে মনে হল গরীব হতে পেরে খুব গর্ব বোধ করছেন ? গরীব হলে হাতে এনড্রয়েড/ল্যাপটপ এলো কি করে ?
০৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪১
297364
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই হতচ্ছাড়া হতভাগা, এটা আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষা।

আর হ্যাঁ, জায় মানে তরকারী না থাকলে অভাবের তাড়ণায় ভাত নরম করে শিন্নির মত করে খাওয়া।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:২২
297372
হতভাগা লিখেছেন :


পাজী পোলাপাইন পিডাইয়া অস্থির কইরা ফালামু
358585
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন :
এ জীবনে যে কষ্টের পাহাড় বহন করেছে জুনা, সে জীবনে এর পুনরাবৃত্তি না হোক, মনে প্রাণে তাই কামনা করি। আল্লাহ, উনাকে জান্নাতবাসী করুন।

আমীন।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২১
297556
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ ভাই মিজান।
364460
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জুনা দাদা বাস্তব চরিত্র? (হলে তার রুহের মাগফিরাত কামনা করি)
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৬
302310
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী ভাই। আমাদের প্রতিবেশী।
আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File