খালেদা জিয়া হলিউডের বয়স্ক অভিনেত্রী
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ১৯ জানুয়ারি, ২০১৫, ১২:৫০:২৪ রাত
খালেদা জিয়াকে হলিউডের বয়স্ক অভিনেত্রী বলে আখ্যা দিয়েছেন,আওয়ামিলীগের প্রচার ও প্রাকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সে দিন বেগম খালেদা জিয়ার মধ্যে সমাবেশের কোন মুভমেন্ট লক্ষ্য করা যায়নি । বরং যেভাবে পোজ দিয়েছেন মনে হয়েছিলো তিনি যেন হলিউডের বয়স্ক অভিনেত্রী ।
রোববার (১৮, ১, ২০১৫ ) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনৈতিক ইস্যুর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
হাছান মাহমুদ আরও বলেন---------
খালেদা জিয়ার গুলশানের অফিস একটি ডিপ্লোমেটিক জোনে অবস্থিথ ।এখানে বিদেশী কূটনীতিকদের বাস । অথচ এখানে বসে খালেদা জিয়া পেট্রোল বোমা হামলার নেতৃত্ব দেন । তাই সরকারকে অনুরোধ করছি খালেদা জিয়ার গুলশানের অফিস যেন এখান থেকে সরিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় ।
বেগম জিয়া মানুষ হত্যার রাজনীতি করছেন । যে দলের মহাসচিব সোফার নীচে লুকিয়ে থাকেন , বোরকা পরে কোর্টে হাজিরা দেন তাদের পক্ষে পেট্রাল বোমার রাজনীতিই সম্ভব ।
নির্বাচন এলে খালেদা জিয়া ইসলামের কথা বলেন অথচ বিশ্ব ইজতেমার সময়ে এই অবরোধ তার ইসলম প্রীতিরই প্রকাশ ।
যারা আলোচনার কথা বলছেন তাদের বলি আগে বি এন পি কে নাশকতা থামাতে বলুন । জঙ্গিদের সাথে সমঝোতার আলোচনা চলতে পারেনা ।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী সামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ ।
বিষয়: রাজনীতি
১০৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খালেদা জিয়া যদি হলিউডের বুড়ি অভিনেত্রী হয়ে থাকেন, তাহলে শেখ হাছিনা ঢালিউডের কুটনি অভিনেত্রী নয় কি।
দুইটারে ধরে বেত্রাঘাত করা উচিত
মন্তব্য করতে লগইন করুন