বলুন- ভাল আছি,আলহামদুলিল্লাহ !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ জানুয়ারি, ২০১৫, ০১:১৪:০৬ রাত



একজন বিখ্যাত লেখক তার স্টাডি রুমে বসে ছিলেন। তিনি তার কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন:

* এই বছর আমার একটি অপারেশন করা হয় এবং আমার পিত্তথলি কেটে ফেলে দিতে হয়। আর এই অপারেশনের কারণে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়।

* এই একই বছর, আমার বয়স ষাট স্পর্শ করে এবং আমার সবচেয়ে প্রিয় কাজটি আমায় ছেড়ে দিতে হয়। এই প্রকাশনা সংস্থায় গত ত্রিশ বছর যাবত আমি কাজ করেছি।

* এই একই বছর, আমাকে আমার বাবা হারানোর মত দুঃখের সম্মুখীন হতে হয়।

* এবং একই বছরই আমার ছেলে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়, কারণ সে সড়ক দূর্ঘটনায় আহত হয়, যার ফলে তাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া আমাদের গাড়ির ক্ষতি তো আছেই।

সবশেষে তিনি লিখলেন, "হায়! এই বছরটা কতই না খারাপ কাটলো।"

এ সময় তার স্ত্রী রুমে প্রবেশ করে স্বামীকে ভগ্ন হৃদয় দেখতে পান। তিনি তার পিছনে দাঁড়িয়ে লেখাটি পড়েন এবং নীরবে রুম থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর, তিনি হাতে লেখা অন্য একটি কাগজ তার স্বামীর লেখা কাগজের পাশে রাখেন।

লেখক কাগজটির দিকে মনোযোগ দিয়ে দেখতে পান তাতে লেখা আছে:

* এই বছর, অবশেষে আমি আমার পিত্তথলির ব্যথা থেকে মুক্তি লাভ করি, যা কয়েক বছর যাবত আমাকে ভোগাচ্ছিল।

* এই বছরই, আমি এখনও পর্যন্ত সুস্থ শরীরে ষাট বছরে পদার্পণ করি এবং আমার চাকুরি থেকে অবসর গ্রহণ করি। ফলে এখন আমি আরো মনোযোগ সহকারে এবং শান্তিতে ভালো কিছু লিখতে পারবো।

* এই একই বছর, আমার বাবা ৯৫ বছর বয়সে, অন্য কারো মুখাপেক্ষী না হয়ে এবং কোন ধরনের রোগব্যাধি ছাড়াই স্রষ্টার সান্নিধ্যে চলে গেছেন।

* আর এই একই বছর, স্রষ্টা যেন আমার ছেলেকে নতুন জীবন দান করেন। যদিও আমাদের গাড়ির ক্ষতি হয়েছে কিন্তু আমার ছেলে কোন ধরনের পঙ্গুত্ব বরণ করা ছাড়াই বেঁচে ফিরে এসেছে।

সবশেষে তার স্ত্রী লিখেছেন, "এই বছরটা আল্লাহর অশেষ রহমতে কত ভালোই না কাটলো!"

: সংগৃহীত

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300731
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞরাই জিবনে শান্তি লাভ করে।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৪
243317
দ্য স্লেভ লিখেছেন : সঠিক বলেছেন্।
300733
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫৩
পললব লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন-সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞরাই জিবনে শান্তি লাভ করে। তাই বলি 'আল্‌হামদু লিল্লাহ'।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৫
243318
দ্য স্লেভ লিখেছেন : সঠিক বলেছেন্।
300746
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৪২
জোনাকি লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ ।
জাযাকাল্লাহু খারান।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৫
243319
দ্য স্লেভ লিখেছেন : বারাকাল্লাহ ফিক সিস্টারGood Luck Good Luck
300748
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৪৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : Excellent
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৫
243320
দ্য স্লেভ লিখেছেন : super..
300764
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ ।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৫
243321
দ্য স্লেভ লিখেছেন : জজিকাল্লাহ
300775
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকআল্লাহ খায়রান
300781
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৭
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! জাজাকআল্লাহ খায়রান !
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২৮
243396
দ্য স্লেভ লিখেছেন : বারাকাল্লাহ ফিক
302430
০১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৪
নাবিলা লিখেছেন : অনেক অনেক অন্নে..........ক ভালো লাগলো।
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০৭
244662
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File