আগের পাখি আর এখনকার পাখি!!!!

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২২ জুলাই, ২০১৪, ০৪:০৬:৫৫ রাত

ছোট কালে জানতাম পাখি একটি প্রানি যা গাছে গাছে উড়ে বেড়ায়।

তারপর একটু বড় হয়ে জানলাম পাখি আবার মেয়েদের কে ও বলা হয়। পারার বদমাশ ছেলেরা বলতো।

যখন কোন সুন্দরী মেয়ে আসতো তখন বলতো দেখ পাখিটা খুব সুন্দরী।

আর এখন ........

এখন শুনি পাখি একধরনের মেয়েদের পোশাক। যা কিনে না দিলে ঘরের বউ স্বামীকে তালাক দিয়ে চলে যায়।

হে আল্লাহ কত কি যে তোমার দুনিয়ায় দেখতে হয়..........

লাস্টে জানতে পারলাম এর উতপত্তি ইনডিয়ায়।

বিষয়: বিবিধ

৮৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247084
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:১৬
আফরা লিখেছেন : বড়ই বিচিত্র এই পৃথিবী তার চেয়ে বেশী বিচিত্র এই পৃথিবীতে বসবাস কারি মানুষ ।
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৩৫
192006
ভোলার পোলা লিখেছেন : সব দোষ তো আপনাদের নিয়ে (মাইন্ড করবেন না ) আজ নিউজ এ দেখলাম অনেক যায়গায় খুন ও হয়েছে এই পাখি নিয়ে
247221
২২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাখি ভাল লাগে আমার।

যখন খাবার টেবিলে রোষ্ট করা অবস্থায় থাকে।
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৩৭
192007
ভোলার পোলা লিখেছেন : কিন্তু রিদওয়ান ভাই এই পাখি তো সেই পাখি নয়!!!!!
247340
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৪০
ভোলার পোলা লিখেছেন : 'পাখি' ড্রেস না পাওয়ায়
কিশোরীর
আত্মহত্যা -ইনকিলাব
'পাখি' ড্রেস না পাওয়ায়
স্বামীকে তালাক -নয়া দিগন্ত
'পাখি' ড্রেসের জন্য প্রচুর বিশৃঙ্খলা -
বিভিন্ন সূত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File