আই হেভ সাম কুয়েশ্চন

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২২ জুলাই, ২০১৪, ০৩:১৯:৪৭ রাত

আই হেভ সাম কুয়েশ্চন এবাউট banglanews24.com. এরা সংবাদ ছাঁপায় না জোকস ছাঁপায়? ২১ ঘণ্টার দীর্ঘ রোজা রাখছেন প্রধানমন্ত্রী শিরোনামের সংবাদটি দেখে আতঁকে উঠলাম। ধান্ধায় পড়ে গেলাম,এরা নরওয়ের প্রধানমন্ত্রী’র কথা বলছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী’র কথা বলেছে। পুরো খবর পড়ে নিশ্চিত হলাম তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়া ধর্মীয় জোকস ছাঁপাইছে।

মূল খবর উইত মাই কুয়েশ্চেন্সঃ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সোমবার ভোরে বাংলাদেশ সময় অনুযায়ী সেহেরি করেন তিনি। এরপর সকালে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেন।

মাই কুয়েশ্চন ইজঃ উড়াল দেন লিখে তারা কি বুঝাতে চাইলো? তিনি যে সত্যি সত্যি শান্তির পায়রা এই জিনিসটা বুঝানোর চেষ্টা করলো নাকি?

কিন্তু তাকে লন্ডনে ইফতার করতে হবে সেখানকার সূর্যাস্তের সময়ে, অর্থাৎ রাত নয়টার কিছু পরে।

মাই কুয়েশ্চন ইজঃ তিনি যদি আরব আমিরাতের উপর উড়াল দিয়ে যাওয়ার সময় সিদ্ধান্ত চেইঞ্জ করে আরব আমিতারে সময় অনুযায়ী প্লেইনের ভিতর ২য় দফা সেহরি খেয়ে নেন সেই খবর টা কে দিবে?

তাছাড়া সময়ের হিস‍াবে বাংলাদেশের চেয়ে ৫ ঘণ্টা পিছিয়ে আছে লন্ডন। তাই সব মিলিয়ে ২১ ঘণ্টার দীর্ঘ রোজা রাখছেন প্রধানমন্ত্রী।

মাই কুয়েশ্চন ইজঃ প্রধানমন্ত্রী সেহরি না খাইয়া যদি ইফতার করে রওনা দিতেন আর দীর্ঘ ২১ ঘন্টা না খাইয়া থাকার বদলে দীর্ঘ ২১ ঘন্টা খাওয়ার সুযোগ পাইতেন তাইলে কি সেই জোকসটাও আপনারা ছাঁপাইতেন?

এমন ভ্রমণে সবাই সাধারণত রোজা ভেঙ্গে ফেললেও প্রধানমন্ত্রী তার রোজার নিয়তে অটল আছেন।

এইখানে মাই বিগ কুয়েশ্চন ইজঃ এহেন অবস্থায় জয় বাংলা বলে জাতির প্রশংসা করবো না আলহামদুলিল্লাহ বলে সৃষ্টিকর্তার প্রশংসা করবো?

এনিওয়ে আইএম রিয়েলি রিয়েলি সড়ি ফর দোউজ কুয়েশ্চন। বাস্তবতা হলো আমরা জন্মেসূত্রে ফাজিল না কিন্তু কেউ যদি ফাইজলামি করার সুযোগ করে দেয় তখন আর মূখে লাগাম দিয়ে চুপ করে বসে থাকতে পারিনা।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247019
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৩৪
দিশারি লিখেছেন : চমৎকার লিখেছেন। ধন্যবাদ।।
247020
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৩৪
বুড়া মিয়া লিখেছেন : আ ফাজিল ইন নীড ইজ আ ফাজিল ইনডীড ...

যাই হোক কুয়েশ্চন কিন্তু খারাপ হয় নাই।
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৫৪
191778
কাওছার জামাল লিখেছেন : চরম ডায়লগটা তো আপনি দিলেন। একদম সুপার হিট।
২২ জুলাই ২০১৪ সকাল ০৫:৩১
191787
মাটিরলাঠি লিখেছেন : আ ফাজিল ইন নীড ইজ আ ফাজিল ইনডীড ... হোয়াট এ ডায়ালগ - গ্রেট কমেন্ট!
247035
২২ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৯
রাইয়ান লিখেছেন : আমাদের দেশের সরকারী পেপারগুলো প্রতিযোগিতা করে তাদের নেত্রীর পরহেজগারীর খবর ছাপে। তিনি তো আবার কারো কারো কাছে অলি আউলিয়া ( নাউজুবিল্লাহ ! ) ! তাই আপনার প্রশ্নের উত্তর পাবার কোনো সম্ভাবনা নেই বললেই চলে ...
247085
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:২০
আফরা লিখেছেন : ভালো লাগল.............।
247225
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ধরনের সমস্যার জন্যই সফরে রোজা না রাখার অনুমতি আছে। আল্লাহর দেয়া সুবিধা ব্যাবহার না করা কোন বিশেষ বুজুর্গির লক্ষন নয়।
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৪
192011
কাওছার জামাল লিখেছেন : ভন্ডামির লক্ষন আছে তো? একটা হইলেই হলো।
247294
২২ জুলাই ২০১৪ রাত ০৮:১৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহই ভালো জানেন কার আমল কত নিঁখুত
ধন্যবাদ লেখককে
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৫
192012
কাওছার জামাল লিখেছেন : ধন্যবাদ আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File