আই হেভ সাম কুয়েশ্চন
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২২ জুলাই, ২০১৪, ০৩:১৯:৪৭ রাত
আই হেভ সাম কুয়েশ্চন এবাউট banglanews24.com. এরা সংবাদ ছাঁপায় না জোকস ছাঁপায়? ২১ ঘণ্টার দীর্ঘ রোজা রাখছেন প্রধানমন্ত্রী শিরোনামের সংবাদটি দেখে আতঁকে উঠলাম। ধান্ধায় পড়ে গেলাম,এরা নরওয়ের প্রধানমন্ত্রী’র কথা বলছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী’র কথা বলেছে। পুরো খবর পড়ে নিশ্চিত হলাম তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়া ধর্মীয় জোকস ছাঁপাইছে।
মূল খবর উইত মাই কুয়েশ্চেন্সঃ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সোমবার ভোরে বাংলাদেশ সময় অনুযায়ী সেহেরি করেন তিনি। এরপর সকালে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেন।
মাই কুয়েশ্চন ইজঃ উড়াল দেন লিখে তারা কি বুঝাতে চাইলো? তিনি যে সত্যি সত্যি শান্তির পায়রা এই জিনিসটা বুঝানোর চেষ্টা করলো নাকি?
কিন্তু তাকে লন্ডনে ইফতার করতে হবে সেখানকার সূর্যাস্তের সময়ে, অর্থাৎ রাত নয়টার কিছু পরে।
মাই কুয়েশ্চন ইজঃ তিনি যদি আরব আমিরাতের উপর উড়াল দিয়ে যাওয়ার সময় সিদ্ধান্ত চেইঞ্জ করে আরব আমিতারে সময় অনুযায়ী প্লেইনের ভিতর ২য় দফা সেহরি খেয়ে নেন সেই খবর টা কে দিবে?
তাছাড়া সময়ের হিসাবে বাংলাদেশের চেয়ে ৫ ঘণ্টা পিছিয়ে আছে লন্ডন। তাই সব মিলিয়ে ২১ ঘণ্টার দীর্ঘ রোজা রাখছেন প্রধানমন্ত্রী।
মাই কুয়েশ্চন ইজঃ প্রধানমন্ত্রী সেহরি না খাইয়া যদি ইফতার করে রওনা দিতেন আর দীর্ঘ ২১ ঘন্টা না খাইয়া থাকার বদলে দীর্ঘ ২১ ঘন্টা খাওয়ার সুযোগ পাইতেন তাইলে কি সেই জোকসটাও আপনারা ছাঁপাইতেন?
এমন ভ্রমণে সবাই সাধারণত রোজা ভেঙ্গে ফেললেও প্রধানমন্ত্রী তার রোজার নিয়তে অটল আছেন।
এইখানে মাই বিগ কুয়েশ্চন ইজঃ এহেন অবস্থায় জয় বাংলা বলে জাতির প্রশংসা করবো না আলহামদুলিল্লাহ বলে সৃষ্টিকর্তার প্রশংসা করবো?
এনিওয়ে আইএম রিয়েলি রিয়েলি সড়ি ফর দোউজ কুয়েশ্চন। বাস্তবতা হলো আমরা জন্মেসূত্রে ফাজিল না কিন্তু কেউ যদি ফাইজলামি করার সুযোগ করে দেয় তখন আর মূখে লাগাম দিয়ে চুপ করে বসে থাকতে পারিনা।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাই হোক কুয়েশ্চন কিন্তু খারাপ হয় নাই।
ধন্যবাদ লেখককে
মন্তব্য করতে লগইন করুন