আল্লাহ’র কথাবার্তা কিভাবে বুঝবেন?

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২০ নভেম্বর, ২০১৪, ১২:৩৩:৪৯ রাত

আপনি যখন কাউকে পাশে পাবেন না, তখন একজন কে অবশ্যই পাবেন। যার নাম আল্লাহ। তিনি প্রত্যেক মানুষের অন্তরে বসবাস করেন। ডাক দিলেই নড়েচড়ে বসেন। জীবনে মরনে বিপদে আপদে সূখে দূখে এতো দ্রুত এতো সহজে আর কেউ সাহায্য করেনা, করতে পারবেও না। তিনি একজন সু পরামর্শদাতাও বটে। কঠিন কোন সিদ্ধান্ত নিতে গিয়ে কখনও যদি বিভ্রান্ত বোধ করেন তাহলে আল্লাহ’র পরামর্শ নিতে পারেন।

প্রশ্নঃ কিভাবে আল্লাহ’র সাথে কথা বলবেন?

উত্তরঃ ইবাদত বন্দেগীর মাধ্যমে।

প্রশ্নঃ আল্লাহ’র কথাবার্তা কিভাবে বুঝবেন?

উত্তরঃ আপনি আপনার অন্তরের কথা যদি বুঝতে পারেন তাহলে আল্লাহ’র কথাবার্তাও বুঝতে পারবেন। কারন মনের কথাই আল্লাহ’র কথা। তবে একটা জিনিস মনে রাখবেন কোন বিকৃত মন মানসিকতার মানুষের মনে বা অন্তরে কিন্তু আল্লাহ বসবাস করেন না।

বিষয়: বিবিধ

১৯৩৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286027
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:০৬
বড়মামা লিখেছেন : আল্লাহর ব্যাপারে কথা বলতে হলে সঠিক হতে হবে।আল্লাহ এক ও অদ্বিতীয় প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ কিভাবে বসবাস করে।এটা ডাহা মিত্যা কথা।আল্লাহ আরসে আজিমে থাকেন কোরান তার দলিল ।মুমিনের অন্তর কখনো আল্লাহকে ভুলে থাকেনা। তাই বলে মুমিনের অন্তরে বা মনে শুধু আল্লাহ থাকে ।যেমন বিদেশ এলে মানুষের অন্তরে বা মনে শুধু তার সবচেয়ে প্রিয় মানুষটি থাকে।আল্লাহ মহান তিনি সব কিছু শুনেন ওদেখেন।হাদিসে আছে গভীর রাতে আল্লাহতায়ালা নিকটবর্তী আসমানে চলে আসেন এবং পার্থনাকারীর দোয়া কবুল করেন ।আল্লাহ যদি জমিনে থাকেন তাহলে এসব বলার দরকার কি।আল্লাহ সবজায়াতে থাকে এটা হিন্দুদের আকিদা।আসকরি বুজতে পারবেন।ধন্যবাদ।
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:১৪
229445
কাওছার জামাল লিখেছেন : বড় মামা তো অনেক ঝামেলা বাধাইয়া দিলেন। আল্লাহ যে আরসে থাকেন তা আমরা জানি। তবে আল্লাহ সব মানুষেরও যে অন্তরে বসবাস করেন তার প্রমান দিতে পারবো। আপনি এতো কিছু জানেন যেহেতু আশা করি এই কথাও জানবেন যে সব মানুষের হৃদয়ে আল্লাহু লেখা থাকে।
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৩
229449

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : অসুখ হলে ডাক্তারের কাছে দৌড় দেন ক্যান? গভীর রাতে আল্লা যখন নিকটবর্তী আসমানে চলে আসেন তার সাথে বাতচিত করে অসুখ ভালো করে নিবেন @ মামুজান।
286032
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:৩১
বড়মামা লিখেছেন : সব মানুষের হৃদয়ে আল্লহু লেখা থাকে তা আপনি কোথায় পায়ছেন।আমিতো যানিনা বল্লে বালো হয় ।আপনে কথা গুরাবেন না বলেছে বসবাস করে ।আবার নড়ে চড়ে বসেন ।আপনি প্রমান দিতে পারলে প্রোয়জনে আমি কাবা ঘরের ইমাম সাবকে জিগাসা করবো।
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:৫২
229783
কাওছার জামাল লিখেছেন : নড়ে চড়ে বসেন কথার কথা, এখানে ভুল ধরতে পারেন। ভবিষ্যতে লিখতে হলে বুঝে শুনে লিখবো। আমি আসলে কথা ঘুরাতে চাচ্ছিনা। আমি শুধু এইটুকু বুঝাতে চেষ্টা করছি যে আল্লাহ সব সময় আমাদের সাথে থাকেন তাকে স্মরন করলেই দ্রুত সাড়া দেন এতো দ্রুত আর কেউ সাড়া দেয়না। আপনি কঠিন কোন বিপদে পড়ে যখন আল্লাহ কে ডাকবেন আর বলবেন হে আল্লাহ আমি এখন কি করবো? তখন আল্লাহ কিন্তু ডাইরেক্ট এসে আপনাকে মুসার মতো করে ডাক দিয়ে বলবেন না যে হে অমুক তুমি এখন এইটা করো, তিনি আপানার আমার দিলের মধ্যে ঢুকিয়ে দিবেন কি করতে হবে। আর আমরা তাই করি, দিল অন্তর মন হৃদয় যে নামেই ডাকুন আমরা সে অনুযায়ী কাজ করি। আসলে আপনারা মূল ম্যাসেজ প্রত্যাখান করে তর্কে জড়িয়ে পড়ছেন। লেখায় ভুল থাকতেই পারে কিন্তু মূল থিমটা কি তা বুঝতে হবে। সেখানে ভুল থাকলে ধরতে পারেন শুদরে নিবো। আর মানুষের অন্তর বা হার্ট এর অংশ টি আল্লাহ শব্দের আকৃতির একটু ভালো ভাবে লক্ষ করলে বুঝা যায় এর জন্য আপনাকে মক্কার ইমাম ডাকতে হবে না। যে কোন ডাক্তারকে জিঙ্গেস করলে জানতে পারেন। আর মক্কার ইমাম সাহেব দূনিয়ার সব জিনিস সম্বন্ধে অবগত আছেন এই তথ্যই বা কই পেলেন?
286034
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৯
নাবীল লিখেছেন : মানুষের অন্তরে আল্লাহ থাকেন এবং নড়ে ছড়ে বসেন এই তথ্য কই পেলেন।
বরং আল্লাহ পাক মানুষের গাড়ের সাই রগের অতি নিকটবর্তি থাকেন।
মানুষ যখন আল্লাহকে ডাকে আল্লাহ অতি সত্রর বান্দার ডাকে সাড়া দেয়।
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৫
229784
কাওছার জামাল লিখেছেন : নড়ে চড়ে বসেন কথার কথা, এখানে ভুল ধরতে পারেন। ভবিষ্যতে লিখতে হলে বুঝে শুনে লিখবো। আমি শুধু এইটুকু বুঝাতে চেষ্টা করছি যে আল্লাহ সব সময় আমাদের সাথে থাকেন তাকে স্মরন করলেই দ্রুত সাড়া দেন এতো দ্রুত আর কেউ সাড়া দেয়না। আসলে আপনারা মূল ম্যাসেজ প্রত্যাখান করে তর্কে জড়িয়ে পড়ছেন। লেখায় ভুল থাকতেই পারে কিন্তু মূল থিমটা কি তা বুঝতে হবে। সেখানে ভুল থাকলে ধরতে পারেন শুদরে নিবো।
286035
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : অসুখ হলে ডাক্তারের কাছে দৌড় দেন ক্যান? আল্লার সাথে বাতচিত করে অসুখ ভালো করে নিবেন।
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৯
229786
কাওছার জামাল লিখেছেন : হে জাতির কন্যা, মুক্তির কন্যা, জাতির কন্যা.. আমি অসুখ হইলেই ডাক্তারের কাছে দৌড় দেই না। প্রথমে আল্লাহ রে ডাকি, বাতচিত করি তারপর তিনি যদি বলেন ডাক্তারের কাছে যেতে তাইলে যাই।
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:০০
229787
কাওছার জামাল লিখেছেন : হে জাতির কন্যা, মুক্তির কন্যা, যুদ্ধের কন্যা.. আমি অসুখ হইলেই ডাক্তারের কাছে দৌড় দেই না। প্রথমে আল্লাহ রে ডাকি, বাতচিত করি তারপর তিনি যদি বলেন ডাক্তারের কাছে যেতে তাইলে যাই।
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:০৮
229808

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : প্রমান হয়ে গেল, আপনার আল্লার ভেজাল মলমে কাজ হয় না। তাইতো ইহুদী-নাসারা-নাস্তিক'দের উদ্ভাবিত চিকিৎসা শাস্ত্রে ধন্যা দিতে হয়।
২২ নভেম্বর ২০১৪ রাত ১২:৩০
230182
কাওছার জামাল লিখেছেন : হে মুক্তির কন্যা আল্লাহ'র সৃষ্টিতে যদি ভেজাল থাকতো তাইলে ইহুদী নাসারা রা এতো জ্ঞানী হইলো কেমনে?
286045
২০ নভেম্বর ২০১৪ রাত ০২:২০
এলিট লিখেছেন :
১। তিনি প্রত্যেক মানুষের অন্তরে বসবাস করেন।
২। ডাক দিলেই নড়েচড়ে বসেন।
৩। কারন মনের কথাই আল্লাহ’র কথা

এগুলো সম্পুর্ন অনইসলামিক কথা। ইচ্ছে করে অনেকেই এমন ভ্রান্ত আকীদা পোষন করে এবং তা ছড়ায়। অনেকে আবার না জেনেও করে। আপনি কোন দলে সেটা বোঝা যাচ্ছে না।
আল্লাহ তার নিজের জায়গায় থাকেন। রুপক অর্থেই হোক বা সাহিত্য করেই হোক - "আল্লাহ অন্য কোথাও থাকেন" এই কথা বলা যাবে না। মনের কথা হল আপনার নিজের কথা, আল্লাহর কথা নয়।
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৬
229785
কাওছার জামাল লিখেছেন : নড়ে চড়ে বসেন কথার কথা, এখানে ভুল ধরতে পারেন। ভবিষ্যতে লিখতে হলে বুঝে শুনে লিখবো। আমি শুধু এইটুকু বুঝাতে চেষ্টা করছি যে আল্লাহ সব সময় আমাদের সাথে থাকেন তাকে স্মরন করলেই দ্রুত সাড়া দেন এতো দ্রুত আর কেউ সাড়া দেয়না। আসলে আপনারা মূল ম্যাসেজ প্রত্যাখান করে তর্কে জড়িয়ে পড়ছেন। লেখায় ভুল থাকতেই পারে কিন্তু মূল থিমটা কি তা বুঝতে হবে। সেখানে ভুল থাকলে ধরতে পারেন শুদরে নিবো।
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:০২
229807

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনার আল্লার বিন্দুমাত্র সক্ষমতা থাকলে গাজার ফিলিস্তিনিরা আল্লা-আল্লা চুক্কুর দিয়ে মাঠে মরে?? @ কাওছার জামাল।
286199
২০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন । আমীন ।
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:০১
229788
কাওছার জামাল লিখেছেন : আমীন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File