জোর পূর্বক ক্ষমতায় দীর্ঘদিন থাকলে এর পরিনাম কি হয়?

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ১৭ অক্টোবর, ২০১৪, ০২:০১:৪৯ রাত

জোর পূর্বক ক্ষমতায় দীর্ঘদিন থাকলে এর পরিনাম কি হয়?

এক কথায় এরশাদ।

সেইদিন আর বেশি দূরে নয়। আওয়ামীলীগ ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। যেমন-

বাংলাদেশ আওয়ামীলীগ (শেখ হাসিনা)

বাংলাদেশ আওয়ামীলীগ (জাতির পিতা)

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ

বাংলাদেশ আওয়ামী ভারতলীগ

ইসলামী বাংলাদেশ আওয়ামীলীগ

বাংলাদেশ তাবলীগ এছাড়াও আরো বিভিন্ন টাইপের নাম হতে পারে। এখনও অনেক আওয়ামীলীগ সমর্থক আছেন যারা বিষ খেয়ে বিষ হজম করছেন। ধর্মীয় জ্ঞানহীন উগ্র মন্ত্রী মিনিষ্টারদের একের পর এক লাগামহীন কথা বার্তায় অনেকেই ক্ষুদ্ধ। তবে ক্ষমতার লোভে অনেকেই না পারছেন দল ছাড়তে না পারছেন সইতে।

বিষয়: রাজনীতি

১২৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275149
১৭ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৩
ইসলামী দুনিয়া লিখেছেন : ক্ষমতার পথমটা সম্মান আর শেষেরটা অপমান। জোর করে ক্ষমতায় থাকলে, অপকর্মের তালিকাটা দীর্ঘ হয়।
275168
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:০০
ফেরারী মন লিখেছেন : বাংলাদেশের পট পাল্টাবে তবে একটু সময় লাগবে। বিরোধী দল শক্তিশালী নয় তাই দেশের জাগতে সময় নিবে।
286350
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:০৪
কাওছার জামাল লিখেছেন : ধন্যবাদ সবাইকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File