মুসলিম জাতির মানসিক গোলামীর নিচুতা!!

লিখেছেন লিখেছেন ঈগল ২২ জুলাই, ২০১৪, ০২:২৭:৩৩ রাত



কষ্টের সীমা নাই, কিন্তু উপায়ও নাই। ফিলিস্তিন ইস্যুতে আমরা মুসলিম জাতি মারাত্মক হাস্যকর কাপুরুষ জাতিতে পরিণত হয়েছি। ইসরাঈলের বিরুদ্ধে মুসলিম মানসিকতার চিত্র দেখলে সত্যিই হাসি পাই।

কেউ বলছে, এসো পণ্য বর্জন করি।

কেউ বলছে, এসো মিজিল করি।

কেউ বলছে, এসো মানবন্ধন করি।

কেউ বলছে, এসো কবিতা পাঠ করি।

কেউ বলছে, এসো দোয়া করি।

ভালো করে ভেবে দেখুন, মুসলিমদের মধ্যে পরাজিত মানসিকতা কত ভয়াবহ আকার ধারণ করেছে। সব কিছুকেই আমরা পাশ্চাত্যের চোখ দিয়ে দেখছি! হায় মুসলিম, তোমার জ্ঞান কত নিচে নেমে গেছে। মুসলিমদের মানসিক গোলামী কত হীন হতে পারে এই ফিলিস্তিন তার সবচাইতে বড় প্রমান।

অথচ, এহেন পরিস্থিতি হামাসের দরকার সৈন্য, অস্ত্র। এখন দরকার আল্লাহর আদেশ বাস্তবায়নে ঐ দূর্বল মানুষদের জন্য জিহাদে শরীক হবার। জিহাদে যাবার জন্য চেষ্টা করার। মুসলিমদেরকে ক্বিতালে জন্য উদ্বুদ্ধ করার।

কবিতা পাঠের আসর থেকে জিহাদে শরিক হওয়ার আকাঙ্খা ব্যক্ত করা হচ্ছে না, সমাবেশে ক্বিতালে জন্য উৎসাহীত করা হচ্ছে না। এর চাইতে হাস্যকর নিচু মানসিকতার গোলামী আর কাকে বলে!

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247008
২২ জুলাই ২০১৪ রাত ০২:৫২
দিশারি লিখেছেন : আমিও একমত আপনার সাথে...
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৭
191900
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।
247015
২২ জুলাই ২০১৪ রাত ০৩:২০
বুড়া মিয়া লিখেছেন : কঠিন একটা জিনিস বাদ দিয়ে দিছেন!

কোন পত্রিকায় যেন ছবিসহ দেখলাম – ছবির হাটে ৪/৫ জন গীটার, বেহালা, আরও কি কি জানি হাতে গান পরিবেশন করে এর প্রতিবাদ জানাচ্ছে!
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৯
191901
ঈগল লিখেছেন : ওরা হয়ত ধর্মনিরপেক্ষবাদী কিংবা বামপন্থী!! কিন্তু মুসলিমরা কেন মূল বিষয়টি নিয়ে আলোচনা করছে না।
247029
২২ জুলাই ২০১৪ রাত ০৪:২৪
টাংসু ফকীর লিখেছেন : ঘটনা সত্য জনাব।
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:০৬
191902
ঈগল লিখেছেন : বার্মা, কাশ্মির, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ফিলিস্তিন, আফগান ইত্যাদি দেশের নির্যাতীত মুসলিমদের জন্য আমরা হয়ত এখনই জিহাদে শরীক হতো পারছি না, কন্তিু আমরা তো মুসলিমদের এই উৎসাহিত করতে পারি। এবং এটাই আল্লাহর নিদের্শ। (হে নাবী, তুমি মুমিনদের ক্বিতালে জন্য উদ্বুদ্ধ কর)
247030
২২ জুলাই ২০১৪ রাত ০৪:৪৬
সন্ধাতারা লিখেছেন : আমরা মুসলমানরা কোরআন ও সুন্নাহ থেকে আজ অনেক দূরে। তাই আমাদের আজ এই করুন জরাজীর্ণ দশা। অপূর্ব হৃদয়স্পর্শী আবেদনের জন্য প্রাণভরা দোয়া রইলো। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক।
247049
২২ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৪
আহ জীবন লিখেছেন : শাসন করার জন্য পৃথিবীর সবচেয়ে ছোট ভয়ংকর মূলনীতি "ডিভাইড এন্ড রুল" (ভাগ কর শাসন কর)। যেভাবেই পার।
247062
২২ জুলাই ২০১৪ সকাল ১০:০৮
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জিহাদে শরীক হয়ে শহীদ হওয়ার চেয়েও মুসলমানদের একতাবদ্ধ হওয়া আরো অনেক কঠিন বলে মনেহয় আমার কাছে ! আপনার ?
247067
২২ জুলাই ২০১৪ সকাল ১০:২৯
ওরিয়ন ১ লিখেছেন : হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ এমন এক সময় আসবে, যখন তোমাদের নিধনের জন্য বিভিন্ন (কাফের) গোষ্ঠি একে অপরকে আহবান করবে। ঠিক যেমন অভুক্ত খাদকদের আহবান করা হয়, (মুখরোচক খাবারের) পাত্রের প্রতি।তখন একজন বলে উঠলেন, আমাদের সংখ্যাসল্পতার কারণে কি সেদিন এমন দুরাবস্থা হবে?

ইরশাদ হলো-বরং সেদিন সংখ্যায় তোমরা অনেক বেশি, অনেকটা প্রবাহমান পানির ফেনার মতো (পরিমাণে অধিক অথচ অন্ত:সারশূন্য) থাকবে।আল্লাহ তা'আলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয়-ভীতি তুলে দিবেন (তারা তোমাদের খুবই নগণ্য ভাববে)। আর তোমাদের অন্তরে 'ওয়াহান-বা দুর্বলতা' সৃষ্টি করে দিবেন। জনৈক প্রশ্নকর্তা জানতে চাইলেন-'ওয়াহান' কি? ইরশাদ হলো-দুনিয়ার মোহ এবং মৃত্যুভীতি।
-আবু দাঊদ ৪২৯৭
247070
২২ জুলাই ২০১৪ সকাল ১১:০৮
ঘারতেরা লিখেছেন : মুসলিম জাতির বর্তমান অবস্থা দুর করতে দরকার হিম্মত ওয়ালা নেতার। এসব মিউ মিউ করা রাজনৈতিক ফায়দা উঠানো নেতা, খয়রাতি পীর, আর নারী লোভী যুবরাজ দিয়ে হবে না। কথায় কথায় জিহাদ করে কোন লাভ হবে বলে মনে হয় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File