মনের গহীনে স্বপ্নের কলিরা মনের গহীনে স্বপ্নের কলিরা

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২২ জুলাই, ২০১৪, ০৪:৩২:১৫ রাত



হৃদয়ের আঙিনায় স্বপ্নের বীজ কচি লতাপাতায় বিকশিত হতো মনের অজান্তেই। যেখানে কলিগুলো ফোঁটার অপেক্ষায় প্রহর গুনতো দিবারাত্রি স্বপ্নহীন বেদনা বিঁধূর অনিশ্চিত জীবনের দোলাচলে। অপ্রতিরোধ্য বাসনার তীব্রতায় উদ্বেলিত হয়ে প্রথম মনের ভিতরের লুকানো অসম স্বপ্ন মালার কথা আমার মমতাময়ী জননীর কাছে তুলে ধরি। আমার কথা শেষে আমার মায়ের দু’চোখ আনন্দে চিক চিক করে উঠে কিন্তু পরক্ষণেই অপ্রত্যাশিত সমস্যার ভাবনা তাঁকে কয়েক মুহূর্ত আচ্ছন্ন করে রাখে। কিছুটা সময় নিয়ে বললো, “চিন্তাটা তো খুবই ভালো, তবে আরও সময় নিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয়া দরকার”।

পরবর্তীতে পরিবারের দু’একজনের মৃদু আপত্তি থাকলেও আমি পরিবারের প্রথম সন্তান হওয়ার কারণে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মায়ের আগ্রহে কাজ শুরু করি। বার বছর পূর্বের কথা তখন আমি দেশেই চাকুরীরত ছিলাম। তাই অতি ক্ষুদ্র পরিসরে গ্রামের শিক্ষা ও মায়া-মমতা বঞ্চিত মহিলা শিশুদের জন্য গড়ে তুলি আমার প্রাণের কানন। যেখানে অতি প্রত্যুশ্যে ছোট ছোট জান্নাতী পাখীরা এসে আরবীসহ সহী হাদীসের আলোকে ও আল্লাহ্‌ রাব্বুল আলামীনের গুরুত্বপূর্ণ আদেশ উপদেশসহ করণীয়-বর্জনীয় বিষয়ক আলোচনা শুনে এবং সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কিঞ্চিত জ্ঞান আহরণ করে।

প্রায় আড়াই বছর আগে দেশে বেড়াতে গিয়ে স্বচক্ষে সেই স্বপ্নের কলিদের উজ্জ্বল-উচ্ছ্বল-দ্বীপ্তিময় হাসিমুখ দেখে প্রাণটা মুহূর্তেই ভরে উঠলো। এই পবিত্র তারকারাজির প্রাণচাঞ্চল্যে ভরা উপস্থিতি অঙ্গনটিকে আনন্দে মুখরিত করে তুললো। যা সত্যিই মনোমুগ্ধকর হৃদয় জুড়ানো। আমি আবেগাপ্লুত হয়ে যাই। এযেন আমার পরম পাওয়া। পুলকিত চিত্তে মনের মাধুরী মিশিয়ে অপার মুগ্ধতায় তাদের দিকে তাকিয়ে রই। এ এক অভিনব ভালোলাগা। হৃদয়ে বয়ে যাচ্ছিল অবারিত শান্তির ফল্গুধারা। এ এক আলোকময়-পুন্যময় পৃথিবী। মহৎ আর কল্যাণের স্পর্শে আমি শিহরিত হলাম। প্রাণভরে দয়াময়ের অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করলাম।

বর্তমানে জায়গা সংকুলান না হওয়ায় কাজের পরিধি ও বিস্তৃতি দিনে দিনে বাড়ছে। বিকশিত হচ্ছে। আমার পরম শ্রদ্ধেয়া স্নেহময়ী মা তাঁর দরদী হাতের ছোঁয়ায় অনুপম যত্নে আর প্রাণান্তকর প্রচেষ্টায় হৃদয়ের সবটুকু উজাড় করে আজ প্রায় বার বছর যাবত নিবিষ্ট চিত্তে অতি আগ্রহে আর মনের আনন্দে উনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ্‌। আমি জানি আমাদের গ্রামে অনেক সন্মানিত বিত্তশালী ব্যক্তিবর্গ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ অতি আন্তরিকতার সাথে সম্পাদন করছেন। সে তুলনায় আমার এ ক্ষুদ্র প্রয়াস খুবই বিব্রতকর। কিন্তু সামান্য এ কাজটুকু আমার প্রাণে যে অভূতপূর্ব তৃপ্তি আর আনন্দ ঢেলে দিয়েছে তা খুবই মহা মূল্যবান। এ আনন্দ আমি কোটি টাকা ব্যয় করেও হয়তোবা কোনদিন উপভোগ করতে পারতাম না।

সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার মা একজন তালীমের মুরুব্বী উনার দায়িত্বে রয়েছে কয়েকটি এলাকা। যেখানে তিনি নিরন্তর ব্যস্ত থাকেন দ্বীনি কাজকর্মে। তা সত্ত্বেও আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে নিবেদিত ও নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন মমতামাখা হৃদয়খানি দিয়ে। আর প্রাণভরে উপভোগ করছেন আদরের এই কচি মুখগুলোর সান্নিধ্য। এক ঝাক বেহেশ্তী পায়রার সামনে তাঁর উপস্থিতি মাসুম হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দমাখা অনুভব, করে তোলে তাদেরকে উজ্জীবিত, যোগায় বেঁচে থাকার প্রেরণা, জাগিয়ে তোলে শিক্ষার অপার আনন্দ, হৃদয়ে বুনে দেয় আগামী দিনের স্বপ্নের বীজ, জীবনকে করে তোলে মায়াময় মহতী। এ সত্যিই এক অপূর্ব আশা জাগানিয়া। যাদের বন্ধন মা’কে সর্বক্ষণ অতি আপনজনের মত আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। তাদেরকে ছাড়া মা আমার কোথাও নিশ্চিন্ত মনে ঘুমাতে পারেন না। তাদের কচি মনের পরশ তাঁর হৃদয়ে পূর্ণিমার দ্যুতি হয়ে মিলেমিশে একাকার হয়ে থাকে প্রতিক্ষণে। ফোনে বা স্কাইপে মায়ের মায়াভরা মুখ ও দরদী কণ্ঠ শুনে তা আমি খুব ভাল করেই হৃদয়ঙ্গম করতে পারি। এর মূল্য ও প্রাপ্তিই বা কম কীসে। আমাদের প্রাণের মাঝের স্বপ্নের চাঁদমুখগুলো পরম আনন্দে প্রস্ফুটিত হয়ে একটু হলেও যেন আগামী প্রজন্মকে আলোকিত করতে পারে, সুঘ্রাণ ছড়াতে পারে, এই সুবাসিত মুহূর্তের জন্য সকলের কাছে শুভ কামনা ও দোয়া প্রার্থনার অনুরোধ রইলো। সেইসাথে আমার মহিমাময় প্রভূ সকলকেই ভালো রাখুন, শান্তিতে রাখুন এই প্রত্যাশা। আমীন।

সুপ্রিয় সন্মানিত পাঠক/পাঠিকাবৃন্দ অনুগ্রহপূর্বক এই লিখাটিকে আমার ভাল কাজের ফিরিস্তি কিংবা নিজেকে জাহির করার মানসিকতা বলে ভাববেন না দয়া করে। আমার মহান প্রভু জানেন আমি কি নিয়্যতে আজ এই লিখাটি লিখলাম। যিনি আমার অন্তর্যামী, একমাত্র অভিভাবক এবং আশ্রয়দাতা।



বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247034
২২ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৪
রাইয়ান লিখেছেন : মাশা আল্লাহ ! অসাধারণ উদ্যোগ , আপুমনি ! আমাদের প্রজন্মকে নগ্ন ও ধ্বংস করে দিতে ষড়যন্ত্রের কোনো অভাব নেই , দ্বীন শেখাবার প্রচেষ্টায় গড়া প্রতিষ্ঠানগুলো জালিমেরা বন্ধ করে দিচ্ছে একে একে .... আপনার নেক ও আন্তরিক প্রচেষ্টায় আল্লাহ বরকত দিন , এই দোয়া ও শুভকামনা রইলো ! Happy
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৬
192013
সন্ধাতারা লিখেছেন : আপনার অপূর্ব অতুলনীয় হৃদয়স্পর্শী মনকাড়া মন্তব্য ও প্রাণভরা দোয়া যেন মহান রাব্বুল আলামীন কবুল করে নেন। আপনার জন্য অনিঃশেষ দোয়া রইলো আপুম্নি। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক। Good Luck Good Luck Good Luck
247038
২২ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৯
ইবনে হাসেম লিখেছেন : সুপ্রিয় সন্মানিত পাঠক/পাঠিকাবৃন্দ অনুগ্রহপূর্বক এই লিখাটিকে আমার ভাল কাজের ফিরিস্তি কিংবা নিজেকে জাহির করার মানসিকতা বলে ভাববেন না দয়া করে। আমার মহান প্রভু জানেন আমি কি নিয়্যতে আজ এই লিখাটি লিখলাম। যিনি আমার অন্তর্যামী, একমাত্র অভিভাবক এবং আশ্রয়দাতা।"
মূল পোস্টটি পাঠের সময় যেই বেহেশতী আবহে শরীর মন ছেয়ে গিয়েছিল, শেষের এ অংশটুকু পাঠে সেই অনুভূতিটায় একটা বিশাল ধাক্কা খেল। কারণটা আপনার সরল মনের আশংকার গহীনে নিহিত সত্যটুকু - আমরা বাংলাদেশীরা আসলেই একটা ক্রিমিনালের জাত। মানে সবাই না, আবার অনেকেই।
আমি কিন্তু আপনার নিয়্যত সম্পর্কে খুবই সচেতন। এবং আপনার এবং খালাম্মার এই মহতী উদ্যোগের কথা এবং তার ফলাফল সম্পর্কে জেনে মনে মনে খুবই হিংসে হচ্ছে এই ভেবে যে, আপনি দেশ/সমাজের জন্য ক্ষুদ্র থেকেই বেশ বড় একটা কাজ আঞ্জাম দিয়েছেন, দিতে পেরেছেন, আর আমাদের মাঝে অনেকেরই সেই ক্ষমতা থাকলেও সঠিক প্ল্যান, চিন্তা আর মননের অভাবে তা করা সম্ভব হয় নি। আল্লাহ আমাদেরকেও এমন মহত কাজের ভাগীদার করুন, তাঁর দরবারে দুহাত তুলে এই প্রার্থনা করছি। আল্লাহ আপনাকে ও আপনার মহিয়সী মাতাকে হায়াতে তৈয়্যেবা দান করুন, আমিন।
২২ জুলাই ২০১৪ সকাল ০৬:১৪
191794
সন্ধাতারা লিখেছেন : শ্রদ্ধেয় ইবনে হাসেম ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে কেন জানি দু’চোখের পানি ধরে রাখতে পাচ্ছি না। সত্যিই বলতে কি আমরা কেউ কাউকে না দেখলে বা না চিনলেও হৃদয়গুলোকে স্পষ্ট দেখতে পাই মনের আয়না দিয়ে। আপনার মহতী কাজের আগ্রহী মানসিকতায় অভিভূত হলাম। আল্লাহ্‌ পাক আপনার নেক নিয়্যতকে কবুল করে নিন। আপনার অপূর্ব অতুলনীয় মনকাড়া মন্তব্য ও হৃদয়স্পর্শী অনুপম দোয়ার জন্য আমারও প্রাণভরা দোয়া রইলো। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক।Good Luck Good Luck Good Luck
247044
২২ জুলাই ২০১৪ সকাল ০৯:০৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাল, খুবি ভাল ! আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ।
কিন্তু সাহিত্যের মাধুর্যের অতিরন্জন মাঝে মাঝে কেমন যেন খাপ ছাড়া মনেহয় ! যেমন, প্রান প্রিয়, পুজারী ইত্যাদি শব্দগুলো সবস্হানে ব্যবহার করতে হয়না ।
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৮
192014
সন্ধাতারা লিখেছেন : আপনার গঠনমূলক মন্তব্য ও মূল্যবান উপদেশের জন্য অনেক অনেক ধন্যবাদ। শব্দগুলো সংশোধন করে দিলাম। আপনার দোয়া যেন মহান রাব্বুল আলামীন কবুল করে নেন। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক। Good Luck Good Luck Good Luck
247065
২২ জুলাই ২০১৪ সকাল ১০:১৮
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহু... আল্লাহ আপনাদের উদ্দ্যগকে আরো বারিয়ে নিয়ে যান এবং জান্নাত দান করুন আমীন।

Rose Rose Rose
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৫২
192015
সন্ধাতারা লিখেছেন : আপনার মূল্যবান মনকাড়া মন্তব্য ও প্রাণভরা দোয়া যেন মহান রাব্বুল আলামীন কবুল করে নেন। আপনার জন্য অনিঃশেষ দোয়া রইলো ইমরান ভাইয়া। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক। Good Luck Good Luck Good Luck
247069
২২ জুলাই ২০১৪ সকাল ১১:০২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমার সত্যিই খুব হিংসে হচ্ছে আপনার কাজ দেখে। আমি কেন এতো সুন্দর কাজ করতে পারলাম না?

আমার অনেক দিনের পরিকল্পনা আল্লাহ তাওফিক দিলে আমি একটা বড় দ্বীনি শিক্ষা কমপ্লেক্স করতে চাই। যেখানে বহুমুখী শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা এবং কুরআন ও হাদীস নিয়ে গবেষণা হবে, থাকবে প্রকাশনা বিভাগ এবং দাওয়াতি বিভাগ। ইতোমধ্যে বেশ কিছু আলেম ব্যক্তিদের সাথে কথা হয়েছে, উনাদের শুধু সমর্থনই নয়, সাথে থাকতে রাজী আছেন। এ বছরই শুরু করার পরিকল্পনা ছিল কিন্তু কিছু প্রতিবন্ধকতার জন্য পিছিয়ে গেল। আগামী বছর থেকে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। সকলের দোয়া চাই। আপনাদেরকেও দাওয়াত দিব ইনশাআল্লাহ।
২২ জুলাই ২০১৪ রাত ১০:০০
192017
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শাব্বির ভাইয়া। ভালো কাজে প্রতিযোগিতা মহান রাব্বুল আলামীন খুবই পছন্দ করেন। সুতরাং অবশ্যই আপনার মনের যে অতৃপ্তটা এটা মহান রবেরই দয়া এবং ইচ্ছা। আপনার মহান বাসনাকে তিনি কবুল করুন এবং সহজ করে দিন। বুক ভরা দোয়া রইলো। আপনার দাওয়াতের প্রতীক্ষায় রইলাম। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক।
২৩ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৫
192133
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : শুকরিয়া সন্ধাতারা আপু। আল্লাহ আপনার দোয়া কবুল করুন। ইনশাআল্লাহ দাওয়াত পাবেন।
২৩ জুলাই ২০১৪ দুপুর ০২:২৩
192164
সন্ধাতারা লিখেছেন : Jajakalla sabbir vhaiya.
247082
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:১২
আফরা লিখেছেন : ভাল কাজে একে অপরকে হিংসা বা প্রতিযোগীতা করা যায় ।আপনাদের এই মহতী কাজের কথা শুনে খুবই ভাল লাগছে আবার মনে খুবই হিংসা হচ্ছে আমি কবে এরকম কিছু করতে পারব ।

আল্লাহ আপনাকে ও খালামনিকে এর উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।আমীন
২২ জুলাই ২০১৪ রাত ১০:০৬
192022
সন্ধাতারা লিখেছেন : ঠিকই বলেছো আফ্রাম্নি। ভালো কাজে প্রতিযোগিতা বা হিংসা মহান রাব্বুল আলামীন খুবই পছন্দ করেন। তোমার মূল্যবান মনকাড়া মন্তব্য ও প্রাণভরা দোয়া যেন মহান রাব্বুল আলামীন কবুল করে নেন। সেইসাথে তোমার জন্য অনিঃশেষ দোয়া রইলো যেন দয়াময় তোমার মনের সুপ্ত মহৎ নিয়্যতকে কবুল করে নেন। খালাম্মাসহ তোমার পরিবারের সকলের জন্য ছালাম রইলো। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক। Good Luck Good Luck Good Luck
২৩ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৬
192134
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আফরা আপুমনি, ক্যামন আছো? আপাতত আমাদের কাজে শরীক থাকো। অবশ্যই আল্লাহ আপনাকে সে তাওফিক দান করবেন।
২৩ জুলাই ২০১৪ দুপুর ০২:২৪
192166
সন্ধাতারা লিখেছেন : Amin in doua of aframoni.
247115
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:১৮
হামজা লিখেছেন : মাশাআল্লাহ, ফুল যেখানেই থাকে সৌরভ ছড়ায়, প্রশংসা আল্লাহর জন্য যিনি এই ব্লগে আপনার মত ফুল উপহার দিয়েছেন।

জাজাকিল্লাহ খাইর
২২ জুলাই ২০১৪ রাত ১০:১৩
192025
সন্ধাতারা লিখেছেন : আপনি আসলেই অনেক ভালো মনের মানুষ। না দেখেও অনুভব করতে পারি। আপনি যে বিশেষণে আমাকে বিশেষায়িত করেছেন তার ন্যুনতম যোগ্যতাও আমার নেই। তবে দোয়া করবেন যেন আপনার উপলব্ধির গুণগুলো আল্লাহ্‌ পাক আমাকে অর্জন করার তৌফিক দান করেন। আপনার জন্যও একই প্রার্থনা রইলো। বারাকাল্লাহু ফিক। Good Luck Good Luck Good Luck
247265
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ অনেক ভালো কাজ ,,তবে আপু আপনার সেই বাগান ও বাগানের শিশু ফুলের ফটো দিলে দেখতে পেতাম।
মহান আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করুন আমিন ,,আপনার প্রচেষ্টায় যেন বাগানের ফুল সমাজে মিষ্টি বাতাস চড়িয়ে দেয়,,আমিন
২২ জুলাই ২০১৪ রাত ১০:১৮
192026
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শাহীন ভাইয়া। আপনার মূল্যবান মনকাড়া মন্তব্য, প্রেরণা ও হৃদয়স্পর্শী দোয়া যেন মহান রাব্বুল আলামীন কবুল করে নেন। আগামীতে আপনার ইচ্ছা পূরণের বাসনা রইলো। সেইসাথে আপনিসহ পরিবারের সকলের জন্য ছালাম ও অনিঃশেষ দোয়া রইলো। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক।Good Luck Good Luck Good Luck
247289
২২ জুলাই ২০১৪ রাত ০৮:০৫
ভিশু লিখেছেন : ১২ বছর আগে থেকে?! মাশাআল্লাহ, You all are more & more nearer to pleasure, gladness & satisfactions of Al-Mighty & Jannah than me.!!!...Rolling Eyes আড়াই বছর আগে এসেছিলেন নাকি?! বেশ তো! আপনার আম্মুকে, অন্যান্যদের প্রতি সালাম! দোয়া করবেন, এই জান্নাতী ক্যারাভানের সাথে যেন চিরটাকাল ভীষণভাবে জড়িয়ে-মেখে থাকতে পারি! জাযাকাল্লাহ!
২২ জুলাই ২০১৪ রাত ১০:৪৭
192040
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভিশু ভাইয়া। আপনার মন্তব্যটি পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েছি। মনের অজান্তেই বার বছর পূর্বের স্মৃতিতে ফিরে গিয়েছি। জ্বি ১২ বছর থেকে। তখন শুধু আমার সাথে ছিল বুকভরা স্বপ্ন আর মানসিক বল। আর্থিক সঙ্গতির কথা কেন জানি সেভাবে ভাবিনি। আমার পরিবারের দু’একজনের আশঙ্কা ছিল যে এটা বেশীদিন চলবে না। কিন্তু আমি বরাবরই আল্লাহ্‌র প্রতি আস্থাবান ছিলাম। আমার বিশ্বাস ছিল যে মহামহিম প্রভু আমার এ সৎ নিয়্যতটুকু অবশ্যই পূর্ণ করবেন।
আমরা কেহই জানিনা আল্লাহ্‌ পাক কাকে কীভাবে পুরুস্কৃত কিংবা ধিকৃত করবেন। আপনার অন্তরের অনুতাপ-অনুশোচনা মহান রবের প্রতি আপনার অধিক ভীতি ও মানবীয় গুণের বহিঃপ্রকাশ। আমরা সবাই সবার জন্য মহান রাব্বুল আলামীন দরবারে মিনতি জানাই তিনি যেন আমাদের সকলকেই উত্তম প্রতিদান দেন। আমরা সকলেই যেন একই জান্নাতী সুদৃশ্য ক্যারাভানে অনন্তকাল থাকতে পারি।
জ্বী ভাইয়া আড়াই বছর পূর্বে বেড়াতে গিয়েছিলাম দেশে। আপনার জন্য দাওয়াত রইলো আমার ছোট্ট কুটীরে। কখনও ইংল্যান্ডে আসলে আমাকে জানাতে ভুলবেন না যেন। ছোট্ট দাবী রইলো আপনার কাছে। আপনি কোথায় আছেন? আপনিসহ পরিবারের সকলের জন্য ছালাম ও অনিঃশেষ দোয়া রইলো। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক। Good Luck Good Luck Good Luck
২২ জুলাই ২০১৪ রাত ১১:২৮
192061
ভিশু লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম! এগিয়ে চলুন...Loser
সাবিক্বু ইলা মাগফিরাতুম্‌ মিররাব্বিকুম ইলাল জান্নাহ... > > > Praying Good Luck Happy Rose
২২ জুলাই ২০১৪ রাত ১১:৩৮
192066
সন্ধাতারা লিখেছেন : শুকরান। বারাকাল্লাহু ফিক। আমার প্রশ্নের কিন্তু এখনো উত্তর মিলেনি ভাইয়া?Good Luck Applause Good Luck
১০
247392
২২ জুলাই ২০১৪ রাত ১১:২০
বৃত্তের বাইরে লিখেছেন : কিছুদিন আগে হালাকাতে শুনলাম দাওয়াহ, দ্বীন আর দানের ব্যাপারে অন্যকে হিংসা করা যায়। আমার এমন জান্নাতি ফুলদের সাথে কাজ করতে এমনিতেই ভালো লাগে। আপনার কথা শুনে আফসোস এবং হিংসা দুটোই বেড়ে গেল শ্রদ্ধেয়া আপু। দোয়া করবেন এমন উদ্যোগ যেন আমরাও নিতে পারি। আপনার এবং খালাম্মার নেক ও আন্তরিক প্রচেষ্টায় আল্লাহ বরকত দিন। স্বপ্নের কলিরা হয়ে উঠুক এক একটি উজ্জ্বল নক্ষত্র Star দোয়া এবং শুভকামনা রইলো Rose Love Struck Good Luck Praying
২২ জুলাই ২০১৪ রাত ১১:৩৩
192062
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম বৃত্ত আপু। আপনি ঠিকই বলেছেন যে দাওয়াহ, দ্বীন, আর দানের ব্যাপারে প্রতিযোগিতা বা হিংসা করা মহান রাব্বুল আলামীন খুবই পছন্দ করেন। আপনার অনুতাপ, অনুশোচনা আর আফসোস যেন মহান রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হয়। মর্মস্পর্শী মন্তব্য ও দোয়ায় আমার আত্মাটা শান্তিতে ভরে গেল। আপনার জন্য প্রাণভরে দোয়া করি মহিমাময় যেন আপনার মনের সুপ্ত মহৎ নিয়্যতকে কবুল করে নেন। আপনার পরিবারের সকলের জন্য ছালাম রইলো। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক। Good Luck Good Luck Applause Good Luck Good Luck
১১
247611
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:২৯
বিনীত তারেকুল ইসলাম লিখেছেন : আপনি সুন্দর লেখেন, জানতাম না। আপনার সুন্দর ও ইতিবাচক কর্মগুলোই আপনাকে মহিমান্বিত করে। আপনার কর্মের ফিরিস্ত জেনে অন্তত অন্যান্যরা তা করতে উৎসাহ পাবে আশা করি। সকল প্রশংসা আল্লাহর জন্য, তাই তাঁকে স্মরণে রেখেই বলছি, আপনার কর্মই আপনাকে তুলে ধরবে সবার কাছে। করছেন বলেই তো ফিরিস্তি দিতে পারছেন, না করলে কি পারতেন দিতে? দোয়া রইল আপনার জন্য।
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:৫৪
192262
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম। অনেক ধন্যবাদ আমার বিডি আঙিনায় পদার্পণের জন্য। আপনার মন্তব্য ও দোয়া পাথেয় হয়ে থাক। শুভকামনা রইলো। ঈদ মোবারক।Good Luck Good Luck Good Luck
১২
247612
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
বিনীত তারেকুল ইসলাম লিখেছেন : আপনি এত সুন্দর লেখেন, জানতাম না। আপনার সুন্দর ও ইতিবাচক কর্মগুলোই আপনাকে মহিমান্বিত করে। আপনার কর্মের ফিরিস্ত জেনে অন্তত অন্যান্যরা তা করতে উৎসাহ পাবে আশা করি। সকল প্রশংসা আল্লাহর জন্য, তাই তাঁকে স্মরণে রেখেই বলছি, আপনার কর্মই আপনাকে তুলে ধরবে সবার কাছে। করছেন বলেই তো ফিরিস্তি দিতে পারছেন, না করলে কি পারতেন দিতে? দোয়া রইল আপনার জন্য।
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:৫৫
192263
সন্ধাতারা লিখেছেন : মনে হয় ভুল করে দু’বার ক্লিক করেছেন।Good Luck Good Luck Good Luck
১৩
247688
২৪ জুলাই ২০১৪ রাত ০১:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনাকে এ মহৎ কর্মটির জন্য যাজায়ে খায়ের দান করুন। এমন সুন্দর উদ্দ্যোগটি থেকে শিক্ষা নিয়ে আরো অনেকে এগিয়ে আসবেন- ইনশা আল্লাহ্।
১৯ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৭
229071
সন্ধাতারা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : Thanks a million lokman vhaiya for your nice encouragement and inspiration. May Allah accept our good deeds and give us more more strength to continue serving people till death. Jajakalla khair. Ramjanul kareem. Eid Mubarak.
১৪
248061
২৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৭
হতভাগা লিখেছেন : চিন্তা ছিল আপনার আর তা বাস্তবায়ন করছে আপনার আম্মা । তাও আপনি জীবিত থাকতে ! এসব তো সাধারনত স্বপ্ন দেখে বাবা মায়েরা এবং তাদের অবর্তমানে ছেলে মেয়েরা পূরণ করে। আপনি কি পারতেন না মায়ের সাথে এটা করতে ?

আপনার কি দেশে থেকে মায়ের সাথে এই কাজ করার ইচ্ছা ও সামর্থ্য ছিল ? আপনি বছরান্তর এখানে বেড়াতে আসতেন আর ফোনে , স্কাইপেতে খবর রাখতেন , কিসে আপনাকে বাঁধা দিয়েছিল যেটা আপনারই স্বপ্ন ছিল সেটা মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূরণ করা হতে ?

'' তাই অতি ক্ষুদ্র পরিসরে গ্রামের শিক্ষা ও মায়া-মমতা বঞ্চিত মহিলা শিশুদের জন্য গড়ে তুলি আমার প্রাণের কানন। ''

০ শুধু বঞ্চিত মহিলা শিশুদের প্রতি খেয়াল করলেই কি হবে ? জান্নাতি পাখি কি শুধু তারাই হতে পারে ?
এতিম তো ছেলে শিশুরাও হয় !
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:০২
229072
সন্ধাতারা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : I do appreciate your valuable comment with good thought but considering my situation and ability I am doing so. There are so many important things which should be done like orphan, old people etc. but my existing environment does not allow it to do. It would be beautiful if I could perform all activities in my presence but again it is not possible as I am not in my country due to some good valuable reasons. Jajakallah
১৫
285376
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩২
নাছির আলী লিখেছেন : আস সালামু আলাইকুম আপুজ্বী।আপনার এই মনোমুগ্ব্দকর হৃদয় জুড়ানো লিখা পড়ে অনেক হৃদয়বান লোকের আগ্রহ জাগবে মহান কর্মটির প্রতি।আপনার এই ভাল কাজ আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।আপনার আম্মাকে হায়াতে ত্যায়েবা দান করুন । আমিন
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:০৪
229073
সন্ধাতারা লিখেছেন : Chumma Amin for your touchy dua vaiya.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File