সাকিব এর শাস্তিঃ পাপন গংদের প্রহসন আর নাটক
লিখেছেন লিখেছেন আতিক খান ২৬ আগস্ট, ২০১৪, ০৭:৩০:৪৭ সন্ধ্যা
নিউজটা এতক্ষনে সবাই নিশ্চয়ই জেনে গেছে,
- সাকিবের শাস্তি কমানো হয়েছে
- জিম্বাবুয়ে সিরিজ হতে জাতীয় দলে খেলতে পারবে
- বিপিএলসহ ঘরোয়া লীগে খেলতে পারবে
- বিদেশী লীগে নিষিদ্ধ থাকছে ১৮ মাস
প্রশ্ন,
১। এই মিটিংটা ২৬ তারিখ হল কেন?
- এই বুদ্ধিটা নির্ঘাত পাপনের। বিসিবি (পাপন আর গং) দেখতে চাইছিল বাংলাদেশ ৩ টা একদিনের ম্যাচে কেমন করে। শোচনীয় পরাজয় দেখে মুখ রক্ষা করতে তাদের আর উপায় ছিল না। সদিচ্ছা থাকলে ক্রিকেটপ্রেমী দেশবাসি আর মিডিয়ার চাপে ঈদের পরেই কমানো হত। তবে কতটুকু কমত সেটা আমার ধারনা টাইগারদের পারফর্মেন্সেই নির্ধারিত হল। একটা ঝুলে থাকা শাস্তি মুল্যায়ন করতে না হলে ১ মাস সময় কেন নিল বিসিবি? এখন নিজেদের বমি নিজেরা গিলে খেতে হল দলের হযবরল অবস্থা বুঝতে পেরে আরও সমালোচনা আর চাপের হাত থেকে রক্ষা পেতে। বিসিবি সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত হতে চাইছিল দলের অবস্থা মুল্যায়ন করে।
২। সাকিবের আগের শাস্তি কি যথাযথ ছিল?
- এবারের বোর্ড সভার সিদ্ধান্ততেই এটা পরিষ্কার যে তারা তাদের ভুল বুঝতে পেরেছে বা সবাই মিলে তাদের ভুলটা বুঝে নিতে বাধ্য করেছে। একটা বোর্ড মিটিং এ সর্বসন্মতিক্রমে একটা সিদ্ধান্ত পাশ হল। আবার কিছুদিন পর সবাই তাদের ভুল বুঝতে পারল এবং আবার সর্বসন্মতিক্রমে নতুন সিদ্ধান্ত হল শাস্তি কমিয়ে দিয়ে - বেশ মজার না? যদি আগের শাস্তি যথাযথ না হয়ে থাকে, তার দায় কেউ নিবে? আমাদের দেশে প্লেয়ারদের ক্যারিয়ার, ইমেজ এগুলো কয়েকজনের হাতের ইশারায় চলে। এজন্যই আরও সাকিব এদেশে তৈরি হচ্ছে না। সাকিবের এত বড় শাস্তি যে দিয়েছিল, তার প্রভাব কি অন্য প্লেয়ারদের মধ্যে পড়ে নাই? আরেকটা চোখ রাখছি, সাকিবের বউয়ের ইভটিজিং এর মামলায় কি হবে বা হচ্ছে তার উপর। সেখানে হয়ত সাকিবকে নতি স্বীকার করতে হয়েছে।
৩। বিদেশী লীগে ১৮ মাস নিষেধাজ্ঞা কেন রয়ে গেল?
- সাকিব ঘরোয়া লীগ, বিপিএল আর জাতীয় দলে খেলতে পারবে। ওকে ইতিমধ্যে সিপিএল খেলতে দেয়া হয় নাই। বড়জোর মোট ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা রাখলেই চলত। সিপিএল খেলার মৌখিক অনুমতি দেয়া আকরাম খানের কিছু হল না কেন? আর সাকিব ও ক্যারিবিয়ান যায়নি, লন্ডন হতে ফেরত এসেছে শুনা মাত্র। তারপর ও ১৮ মাস বহাল। বিদেশী লীগে ভালো খেললে কি দেশের ব্র্যানডিং হয় না? দেশের ইমেজ উজ্জ্বল হয়না? বিদেশে খেলার অভিজ্ঞতা কি প্লেয়ারদের কাজে লাগে না? ক্যারিবিয়ান পিচগুলোতে খেললে সাকিবের যে অভিজ্ঞতা হত সেটা কি অন্যদের কাজে লাগত না? দেশে এই মুহূর্তে আর ১ জন প্লেয়ার আছে যে বিদেশী লীগে খেলার সুযোগ পাবে? উত্তর হল নেই। তাহলে অর্থ এটাই দাঁড়াচ্ছে, মূল উদ্দেশ্য সাকিবের বিদেশী লীগে খেলে কোটি টাকা উপার্জন (হালাল টাকা) অনেকের ঈর্ষার কারন হচ্ছে। এটা দুঃখজনক হলেও সত্যি।
সাকিব তুমি ভাগ্যবান, যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে জঘন্য খেলছে। আর তোমার জন্য পরামর্শ হল,
- পত্রিকায় কলাম লিখা ছেড়ে দাও। তোমার কথার ৫০ রকম অর্থ বের করার মানুষ এখানে অজস্র।
- মিডিয়াতে সাক্ষাৎকার দেয়াও একই কারনে ছেড়ে দাও।
- সাংবাদিকদের থেকেই একশ হাত দূরে থাকো।
আর বিসিবি ছাড়াও তোমার শত্রুর / ঈর্ষাকারীর অভাব নেই। আশা করি চোখ কান খোলা রাখবে।
শুরু হোক নতুন করে পথ চলা।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন