সাড়ে তিন হাত ঘরের এপার্টমেন্ট
লিখেছেন লিখেছেন আতিক খান ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩১:৫১ রাত
মসজিদ হতে বেরিয়ে হাঁটছি। পিছন হতে একজন ভদ্রলোককে পরিচিত মনে হল। একটু দ্রুত পা চালিয়ে ধরলাম।
- শরিফ ভাই, আস সালাম ওয়ালাইকুম। আমাদের পাড়ায় কবে আসছেন? আপনার ফ্ল্যাট তো মনে হয় রেডি। অনেক ইনটেরিওর এর কাজ ও হয়েছে মনে হয়।
অনেক কষ্ট করে হাসলেন। ভদ্রলোক দুবাইয়ে ব্যবসা করেন।৫৫-৫৬ হবে বয়স। দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন।
- ফ্ল্যাট রেডি হয়েছে ২ মাস আগে। এই ফ্ল্যাটে উঠা আর না উঠা এখন এক কথা আমার জন্য।
- কেন ভাইয়া, কোন সমস্যা?
- জানো, প্রায় ১০ বছর ধরে টাকা জমিয়েছিলাম এই ফ্ল্যাটটার জন্য। এরপর ৩ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই এপার্টমেন্ট। ২ মাস ধরে ১৭ লাখ টাকার ইনটেরিওর, ৩ টা এসি, সেগুন কাঠের সব আলমিরা আর লেকার করা কিচেন কেবিনেট। এখন সব আগ্রহ হারিয়ে ফেলেছি।
- বুঝলাম না।
- আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, অন্যটা ১৫ ভাগ কাজ করছে। ডায়ালিসিস করে চলছি। বড়জোর ৬ থেকে ১২ মাস হয়ত চলবে এভাবে.........।
- এত শখ করে বানালেন যখন উঠে আসেন, চিকিৎসা চলুক.........।
- ভাই, অবাক হয়ে ভাবি এই ঘরটার জন্য জীবন দিয়ে দিলাম। কয়মাস পরেই যে ঘরে যাব তার জন্য কিছুই ভাবি নাই। কোন সঞ্চয় নাই। ভেবেছিলাম অন্তত ৭০-৮০ বছর বাঁচব। নাতি নাতনিদের সাথে খেলব। একটা ছোট্ট ঘরে গিয়ে কয়'শ কিংবা হাজার বছর শুয়ে থাকতে হবে তার কোন ইনটেরিওর করলাম না। এসি লাগালাম না। এখন হাতে সময় নাই। মাফ চেয়ে কুল পাচ্ছি না। অল্পতেই চোখে পানি আসে।
একটা সময় একদম আসত না। আসি, আমার জন্য দোয়া করিও।
উনার কথা শুনে একটা হার্টবিট মিস করলাম। আমাদের সাথেও কি অদ্ভুত মিল!!
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা যে বিষয়টা সবসময় ভুলে যাই যে মৃত্য অপেক্ষায় আছে।
আল্লাহ মুমিন না করে আমাদের কবরে নিও না।
আমিন
মডু মামাদের নিকট আবেদন পোস্টটি স্টিকি করুন, অনেকের হৃদয়ে দোলা দিয়ে যাবে পোস্টটি।
ভাল বলেছেন, ধন্যবাদ হাসেম ভাই।
শরীফ সাহেবের এই বোধদ্বয় যাতে আমাদের সময় থাকতেই আসে, মহান প্রভূ তুমি আমাদের প্রতি রহম করো।
তবে এই ব্যাটা ঘড়টার একটা অংশ দ্বীনি কাজে ব্যাবহার করলে বহুত ফায়দা হপে.....
ভাল উপদেশ, সদকায় জারিয়া করতে পারে। তবে ওর ছেলে মেয়েদের অনুমতি লাগবে।
ভাইয়া সম্ভব হলে আপনার ফেবু আইডিটা দেন
মন্তব্য করতে লগইন করুন