সুখবরঃ বইমেলাতে আসছে ১ম বই "অক্ষর"
লিখেছেন লিখেছেন আতিক খান ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৭:১৪ রাত
লেখালেখিতে উৎসাহ দেয়ার জন্য স্ত্রী, মা আর টুডে ব্লগ / ফেসবুকের বন্ধু বান্ধবের কাছে অশেষ কৃতজ্ঞতা।
টুডে ব্লগের বিশিষ্ট ব্লগার এবং পাঠকসমাজকে অসংখ্য ধন্যবাদ লেখালেখিতে বিভিন্ন সময় মূল্যবান মতামত দিয়ে লেখনিকে সমৃদ্ধ করার জন্য।
আগামি ১২ই ডিসেম্বর প্রকাশনা উৎসবের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ১ম প্রচেষ্টা হিসেবে প্রকাশিত হবে "অক্ষর" - এক ৭০০ পৃষ্ঠার অনুগ্রন্থ সংকলন। ৩৬ জন নতুন লেখকের বই নিয়ে সংকলন গ্রন্থ। বইটি বইমেলাকে উপলক্ষ্য করে প্রকাশিত হলেও প্রকাশনা উৎসবের পরও পাওয়া যাবে। এই ৩৬ জনের একজন হবার পিছনে টুডে ব্লগের অবদানকে আন্তরিকতার সাথে স্মরণ করছি।
আপনারা দোয়া এবং শুভেচ্ছা নিয়ে সাথে থাকবেন আশা করি। অগ্রিম ধন্যবাদ।
বই সম্পর্কিত তথ্যঃ
এই সময়ের ৩৬ জন তুখোড় লিখিয়ের অসাধারণ সব লেখা নিয়ে অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ উপলক্ষে অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে প্রায় ৭০০ পৃষ্ঠার এক ব্যতিক্রমী অণুগ্রন্থ সংকলন ‘অক্ষর’। মায়মুনা লীনা সম্পাদিত এ সংকলনটি প্রকাশ করছে সিঁড়ি প্রকাশন।
এতে গদ্য লিখেছেন : অপরাহ্ণ সুসমিতো, অভীক দত্ত, আতিক খান, আবদুর রাজ্জাক শিপন, ইমন চৌধুরী, ঝুমুর রায়, তানভীর শাহরিয়ার রিমন, তারেক অণু, তন্ময় দে, ফারহান দাউদ, মাইনুল এইচ সিরাজী, মাসুম আহমদ, মাসুদ সজীব, মাহমুদা আজরা পুতুল, মোহাম্মদ আরিফুল হক, রীতা রায় মিঠু, রোকেয়া লিটা , শামা আরজু , শিরীন সুলতানা সমপা, শোয়েব আমান, সামিও রহমান, সুমন সুপান্থ, সুশান্ত পাল, হাসান মোরশেদ ও মায়মুনা লীনা। যে গদ্যগুলো কখনো গল্প হয়ে, কখনো স্মৃতিকথা বা ভ্রমণ কথা কখনোবা একটি ছোট প্রবন্ধের আকারে হৃদয় ছুঁয়ে যাওয়া বা চেতনায় আঘাত করার মতো অসম শক্তিধর এক একটি লেখা হয়ে ফুটে উঠেছে।
এবং পদ্য লিখেছেন: অপূর্ব সোহাগ, আদিল আবীর, ঈশান মাহমুদ, জাবেদ এ ইমন, জিনাত জোয়ার্দার রিপা, নাজমা নাজু, রকিবুল ইসলাম মুকুল, র. ইসলাম শিমুল, লোপামুদ্রা মহাজন, সজল ছত্রী এবং ইংরেজি কবিতা লিখেছেন সৈয়দ মুনতাসির মামুন। এছাড়াও রয়েছে নাজমুল পাপ্পুর গ্রামবাংলা নির্ভর অপূর্ব সব আলোকচিত্র।
সবমিলিয়ে রকমারি স্বাদের পরিপক্ক লেখায় সমৃদ্ধ এক মলাটের অসামান্য গ্রন্থ ‘অক্ষর’ আশাকরি পাঠকদের মন জয় করবে।
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়ে আমার বইটি পাঠিয়ে দেবেন ঠিকানা মত ।
তা না হলে অপারেশন হাতুড়ি হবে কিন্তু।
আর পোষ্ট স্টিকি হলে বেশি মানুষ জানতে পারবে।
আর কোন কস দেখিতে না চাই
বই না পেলে আপনার কোন রক্ষা নাই
বই চাই ইইইইইই চাই
বইটি সম্পর্কে কিছু ডিটেইল দিলে ভাল হয়। যেমন লেখকদের নাম কি ধরনের রচনা,দাম ইত্যাদি।
অভিনন্দন ও শুভেচ্ছা রইল!
বইটির বহুল প্রচার ও স্বার্থক সাফল্য কামনা করছি!!!
ইয়ে আমার বইটি পাঠিয়ে দেবেন ঠিকানা মত ।
তা না হলে অপারেশন তেলাপোকা চালাবো কিন্তু।
মন্তব্য করতে লগইন করুন