তুমি আমি ও অনুভূতি
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৯:৫৫:৩৫ রাত
মুখ নির্গত প্রথম সিগারেট ধোঁয়ার অনুভূতিতে তুমি,
খুক খুক কেশে ওঠায় আমার ভেতরে তোমার দাপাদাপি ।
স্ট্রীট ল্যাম্পের হলুদ আলোয় তোমার অনুভূতি,
রাত বিরাতে সংসদের সামনে বসে তোমার সে চাহনি,
এ সকলই আমার অনুভূতি ।
অনুভূতিগুলো আজ বড়ই সেয়ানা,
মানেনা কোন মানা ।
বারে বারে জেগে ওঠে ডুবোচর এর মত,
জ্বালায়,পোড়ায়,অস্থির করে আমায় ।
আমি হতাশাগ্রস্থ,
আমি নেশাগ্রস্থ,
আমি উন্মাদ,
আমি উশ্ছৃঙ্খল,
আমি তিক্ত রিক্ত,
আমি ঘরপোড়া বিবাগী,
আমি অনুভূতিতে পোড়া এক রোগী ।।
**********
পুনশ্চ: সন্ধ্যা থেকেই মাথাটা কেমন জানি ঘুরান্টি দিতেছে । কি জানি কি লেখলাম । এটা পড়ার পর কারো মাথা ঘুরান্টি দিলে নিজ গুণে ক্ষমা করবেন । প্লিজ লাগে
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন