নতুন বছরে

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৬:৩৯ রাত

চল আরেকটি দিনের শুরু করি,

ছোট একটা ঘাসের সাথে,

ছোট্ট এক পিচ্চির সাথে ।

হো হো করে হাসব;মনে হবে এইমাত্র জন্মালাম ।

সকল পাপ ধুয়ে মুছে এই মাত্র হাঁটা শিখলাম আমরা।

কোন হতাশাগ্রস্থ যদি এসে বলে "এ জীবন ভাল লাগে আপনার?"

তোমার হাতটা ধরে তাকিয়ে থেকে তোমার দিকে, একবাক্যে বলে দিব "জীবনতো একটাই" ।

কচুরিপাতার উপর শিশিরকে আটকে রেখে সারাটাক্ষণ দেখব ।

তুমি আর আমি ।

প্রথম যেদিনটায় আমরা দু'জনে দুই না হয়ে এক হয়েছিলাম;

নতুন দিনের সেদিনে এক ব্যাগ রক্ত ডোনেট করে ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা করব,

তুমি যেন হাসিতে সুখে থাকো অনাবিল ।

এভাবেই তুমি আর আমি হাটবো আগামীর পথে ।

তবে,

চলো আর দেরি কেন ?

নতুন স্বপ্ন বুনে এগিয়ে যাই আমাদের গন্তব্যে ।

এই ক্ষণে এই নতুন বছরে ।।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298379
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File