ধিকৃত অধিকার

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ১৬ এপ্রিল, ২০১৫, ১০:৩৬:৩৭ রাত

কতটা ভয়ংকর আমি/ আমরা,

কতটা ভয়ংকর এ সমাজ

কতটা অসহায় তুমি ।

কতটা দুর্বল তুমি হাজারো দানবের মাঝে ।

তোমার ভয়ে কাতর চোখ আমাকে সাহস যোগায়,

আমি গাল চাটতে চাটতে এগিয়ে যাই তোমার দিকে

আমি যে বীর ।

আমার মনে বারবার আসে দুর্বলের উপর সবলের আক্রমণ এ যে আমারই অধিকার ।

ধিকৃত অধিকার ।

মুহুর্তেই আমি ভুলে যাই তুমি যে আমার বোনেরই স্বরুপ ,

সেও যে এসেছে এই মেলায় ।

তার সামনে কি নেই আমার মতই কোন এক দানব?

আমি থমকে দাঁড়াই,

ধিক আমাকে,

কুৎসিত আমার বিবেক মনুষ্যত্ব ।

আমার স্নায়ু অবশ হয়ে যায়,

আমাকে মাড়ায় তোমার স্যান্ডেল ।।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315362
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘুমানো ভাষায় একটি নিরব প্রতিবাদ! ভালো লাগলো ধন্যবাদ।
১৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
256529
তাবিজ বাবা লিখেছেন : অসংখ্য ধন্যবাদ
316538
২৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫১
তানজিমুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File