জলপাই ও ৪টা কাঁচামরিচ
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ২৮ নভেম্বর, ২০১৪, ০৮:৫১:৪৮ রাত
তোমায় আমি জলপাইয়ের ভর্তা খাওয়াবো,
একটু চিনি থাকবে একটু টক থাকবে,
থাকবে ৪টা কাঁচামরিচ ।।
চলে এসো এ প্রাঙ্গণে ,
দো-চালা টিনের নিচে ।
বেশি কিছু দিতে হবেনা,
শুধু জলপাই মুখে চোখ বন্ধ করে একটু টক টক শব্দ কোরো ।
আমি অনন্তকাল চেয়ে থাকবো তোমার দিকে জলপাই পেয়ালা হাতে ।
শুধু একবার এসো তোমায় আমি জলপাই ভর্তা খাওয়াব ।
শুধু একবার এসো ,একবার, একবারই তো
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন