''বিলাইয়ের ৩ জাত।''
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২৮ নভেম্বর, ২০১৪, ০৮:৫৭:১০ রাত
জাত ১ :- এদের কাজ হল ঘরের থেকে বের হয়ে শুধু ''নারায়ে তাকবীর'' শ্লোগান দেয়া আর ইসলামি আন্দোলনের নামে লুডু-ছক্কা খেলা। আমি নিজে ইসলাম বিশারদ নই, তবে এটুকু বলতে পারি, তারা যেসব কাজ করছে তা দিয়ে আর যাই হোক ইসলামী সমাজ ব্যাবস্থা কায়েম সম্ভব না। সম্প্রতি তাদেরকে একটা রোগ মহামারী আকারে গ্রাস করছে। তা হল নামাজের সময় হলে নিজেদের ঘরে দুই জন থাকলেই ইকামাত দেয়া শুরু করেন, মসজিদে নামাজ শেষ হোক বা না হোক।
ভায়েরা ''আকী'মুস সালাত'' বলে বলে মুখে ফেনা তুলে ফেললেও নিজেদের কানে কি দিয়ে রাখেন আল্লাহই মালুম। মসজিদের পথ প্রায় ভুলতে বসেছেন তারা। কেউ একজন বলেছিলেন,
''যতদিন না পর্যন্ত ফজরের নামাজে মসজিদের মুসাল্লী সংখ্যা জুম্মায় দিনগুলোর সমান না হবে, তত দিন সেই সমাজে ইসলামী শরীয়াহ কায়েম সম্ভব না।''
জাত ২ :- এদের মূল উদ্দেশ্য যে কি তা আজও আমার কাছে অজানা। এরা সারাদিন ফেসবুকসহ ভার্চুয়াল দুনিয়ার ঘুরাঘুরি করে, অলীক জনপ্রিয়তার আশায় বিশাল বিশাল ইসলামী পোস্ট দেয়। অথচ আমি ব্যাক্তিগত জীবনে এমন অনেকের সাথে মিশেছি, যাদের কেউ কেউ সরাসরি আমাকে সিগারেট অফার করেছে, যারা অন্য আইডি দিয়ে লুতুপুতু চ্যাটিং করে বা বাস্তব জীবনে একসাথে ৫-৭ টা রিলেশন করে। তাহাদের নাম উল্লেখ করিতে পারিলে আমি অতিশয় আনন্দিত হইতাম, কিন্তু করিলাম না। তাহাদের ভালো তাহারা না বুঝিলে আমার ঠ্যাকা পড়ে নাই।
জাত ৩ :- এদের নিয়ে বেশী কিছু বলার নাই। এদের কমবেশী সবাই চেনে, বাংলাদেশে অনেক পপুলার। এদের গায়ের রং সাদা, কালো, বাদামী প্রভৃতি হয়ে থাকে। এদের ৪টি পা, দু'টি (অতি সুন্দর) চোখ এবং একটি লেজ আছে। এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সমাজের উপকার করে। এদের বংশগতি যথেষ্ট ভালো, তাই জাদুঘরে রাখার কোনো প্রয়োজন আপাতত নেই। তবে উপরের দুই দলের জন্য ভাবা যেতে পারে.........
এতদ্বারা যা বলতে চাই তা হল, গলা ফাটাইয়া বা হাজার লাইক খাওয়া পোস্ট দিয়া কোনো লাভ নাই, যদি নিজেই ঠিক না হওয়া যায়। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। আর নিজে ঠিক না হয়ে দুনিয়া উল্টায়ে ফেললেও নিজের কোনো ফায়দা নেই। আমাদের জন্যই সমাজ ... সমাজের জন্য আমরা না। আমরা বদলালে সমাজ এমনিতেই বদলাবে।
আমার এই লেখা তাদের জন্য, যারা নিজেদের পাপী ভাবতে ভালোবাসেন। নিষ্পাপ ফেরেস্তাদের জন্য নয়।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার বিশ্লেষণের সাথে একমত না হয়ে পারলাম না!
আমি ওর প্রতিটা উপস্হাপনা-লেখায় রিপোর্ট করি!
শেয়ার হবে বলে ওর স্বীয় ব্লগে মন্তব্য-প্রতিমন্তব্য করাও ছেড়ে দিয়েছি এবং সবাই কে এ ব্যাপারে আহবান জানাই!
আর কী করণীয়......???
ওই খবিসটা তো যুক্তির ধার ধারে না!
মালাউনের বীজ মনে হয় আমার!
মন্তব্য করতে লগইন করুন