বাংলা অ্যাম্বিগ্রামের সহজ পাঠঃ তোমরা যারা অ্যাম্বিগ্রামিস্ট হতে চাও...!
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১৬ এপ্রিল, ২০১৬, ১১:৪৪:২৬ রাত
কইফিয়াতঃ আমি নিজেই অ্যাম্বিগ্রামের জগতে কোনো হনু নই, অ্যাম্বিগ্রাম করছি এক বছরও হয় নাই। তারপরও বেশ কিছু লোক আমার ফেবু পোস্টগুলোর যন্ত্রণায় জিজ্ঞেস করেন, 'অ্যাম্বিগ্রাম ক্যামনে করে?' কেউ আমার আরেক ধাপ আগায়ে জিজ্ঞেস করেন, 'আমারে অ্যাম্বিগ্রাম করা শিখাবেন?!' বিলক্ষ্মণ!! তো যারা আমার মত নাদানের শিষ্যত্ব গ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন, তাদের জন্যই এই পোস্ট...
.
.
আমি নিজে কারো কাছ থেকে অ্যাম্বিগ্রাম করা শিখি নাই, তাই ক্যামনে শেখাইতে হয়, আমি জানি না। আর আমার বিশ্বাস, যারা অ্যাম্বিগ্রাম করেন, তারা প্রত্যেকেই নিজে নিজে চেষ্টা করে সফল হয়েছেন। এইটাই অ্যাম্বিগ্রামের সবচে' বড় ব্যাপার, 'অ্যাম্বিগ্রাম কেউ কাউরে শিখাইতে পারে না...!' তারমানে কি দাড়ালো? অ্যাম্বিগ্রাম করতে গেলে সেই লেভেলের জিনিয়াস হইতে হবে? কোনো দৈবক্ষমতাপ্রাপ্ত হইতে হবে?
.
আসলে সব বাজে কথা, অ্যাম্বিগ্রাম করা আসলে তেমন কিছুই না! শুধু এট্টু ইচ্ছে থাকলেই চোখ ধাঁধানো সব অ্যাম্বিগ্রাম করা যায়... বিশ্বাস না হলে কিচ্ছু করার নাই, কথাটা আসলেই সত্যি...
.
আমার একটা কথা বলতে খুব ভাল্লাগে, কবি নীধেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন,'কেউ কেউ কবি না, সবাই-ই কবি।' আমি বলি,'কেউ কেউ অ্যাম্বিগ্রামিস্ট না, সবাই-ই অ্যাম্বিগ্রামিস্ট!' তো এই 'সবাই' কারা? যারা এট্টু চেষ্টা করবে, তারাই... আমার কাজ তাদের চেষ্টাটা একটু শুরু করায় দেওয়া...
.
অ্যাম্বিগ্রাম-এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, ব্যাকরণ নাই। শেষমেশ অ্যাম্বিগ্রামের শর্ত পূরণ করলেই হল। যাইহোক, আমি যেভাবে অ্যাম্বিগ্রাম করি, সেই ধাপগুলো সংক্ষেপে বলার চেষ্টা করবো। যদি কারো উপকার হয়, যদি একজনও অ্যাম্বিগ্রামিস্ট বলে নিজেকে দাবী করতে পারে, তাইলেই সার্থকতা...!
.
.
ভূমিকা শেষ। এইবার কাজ শুরু।
.
ধাপ ১ - শব্দ নির্বাচন। বিখ্যাত ইসলামী সংগীত শিল্পী 'মারুফ আল্লাম' ভাইয়ের নামটার প্রতি আমার একটু দূর্বলতা আছে, কারণ এই নামটা প্রায় পারফেক্ট প্রাকৃতিক অ্যাম্বিগ্রাম...!
.
.
ধাপ ২ - উল্টায় লেখা। যদি শব্দ একটা হয়, তাইলে একবার সোজা লিখে তার নিচেই উল্টায় লিখতে হবে। দুইটা হইলে একটার নিচে অন্যটা উলটা লিখতে হবে।
.
.
ধাপ ৩ - ভাগ করা। কোন বর্ণের সাথে কোন বর্ণের মিক্সিং হবে, টা ভাগ করে ফেলা...
.
.
ধাপ ৪ - মিক্সিং!! এই ব্যাপারটায় নিজের সেনস ব্যাবহার ছাড়া উপায় নাই। প্রথম দিকে হয়তো একটু নড়বড়ে হবে, কিন্তু কিছুদিন পার হলেই আইডিয়া ডেভেলাপ করতে থাকবে... এই ব্যাপারে নিশ্চিত থেকে প্র্যাকটিস চালায় যান...
.
.
ধাপ ৫ - একীভূত করা! সবগুলারে একসাথে কইরা কলেজ করা। ব্যাস কাজ শেষ...!
.
.
এইবার পরিবেশন...
.
.
.
টিপ্স #১ - রোটেশনাল অ্যাম্বিগ্রাম হইলো সবচাইতে প্রচলিত আর ফাঁকিবাজি অ্যাম্বিগ্রাম! অর্ধেকটা করে উল্টায়ে কলেজ করলেই হয়ে যায়।
.
টিপ্স #২ - কোনো অক্ষরের সাথে কোন অক্ষর মিলে কেমন হবে, সেই সম্পর্কে প্রাথমিক আইডিয়া পেতে ফেসবুক সহ বিভিন্ন ব্লগে দেওয়া অ্যাম্বিগ্রাম সংক্রান্ত পোস্টগুলো একবার করে চোখ বুলানো যাইতে পারে... যত বেশি নমুনা অ্যাম্বিগ্রাম দেখা হবে, অ্যাম্বিগ্রাম প্রাক্টিস করার সময় ততই পানি পানি লাগবে ব্যাপারটা। কয়েকটা ফেবু অ্যালবামের লিঙ্ক দেওয়া গেলো...
https://mobile.facebook.com/mohammad.morsalin/albums/142024852474542/
https://mobile.facebook.com/almostsaad/albums/682773588450144/
https://mobile.facebook.com/nihrion/albums/822537484472357/
https://mobile.facebook.com/burning.fuad/albums/1730084500552572/
https://mobile.facebook.com/burning.fuad/albums/1781449012082787/
.
.
তত্ত্বকথা বহুত হল, এখন ফাউ ফাউ বসে না থেকে প্রাকটিস শুরু করে দেন। দেখা যাক, কে এই তিনটা H.W. করে সবার আগে খাতা জমা দিতে পারে...!
.
.
.
বি.দ্র. - নিজে নতুন কিছু করার মত আনন্দ আর কোনো কিছুতেই নেই, তবু যদি কেউ কোথাও একান্তই বেঁধে যান, তবে জানাতে পারেন। ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো...
HAPPY AMBIGRAMING...
HAVE FUN...!
বিষয়: বিবিধ
২০৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন