বই রিভিউঃ কাঁদো প্রিয় দেশ

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৪২:৩০ রাত



বইঃ কাঁদো প্রিয় দেশ

লেখকঃ অন্নদাশঙ্কর রায়

প্রকাশনীঃ অন্বেষা

মুদ্রিত মুল্‌যঃ ২০০ টাকা

.

[বইটি প্রথম প্রকাশিত হয়েছিলো পশ্চিমবঙ্গে, সম্ভবত ১৯৭৬ সালে, বাংলাদেশে ২০১০-এ]

.

.

.

শেখ মুজিবুর রহমান সাহেব স্বপরিবারে খুন হয়েছেন, এই খবরটি শুনে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন অন্নদাশঙ্কর, ভরা জলসায়... খবরদাতাকে জাপটে ধরেছিলেন তাই রক্ষা। বঙ্গবন্ধুর ট্রাজেডিকে 'মহানায়কনিপাত' আখ্‌যা দিয়েছেন তিনি। রচনা করেছেন সেই বিখ্‌যাত কবিতা-

.

"যতদিন রবে পদ্মা মেঘনা

গৌরী যমুনা বহমান

ততদিন রবে কীর্তি তোমার

শেখ মুজিবর রহমান।"

.

.

পঁচাত্তরের হত্‌যাকাণ্ডের সমসাময়িক বারোটি রচনা দিয়ে সাজানো বইটি, তার ভেতর পাঁচটি চিঠি - যা তিনি লিখেছিলেন এই বঙ্গের বুদ্ধিজীবী বন্ধুদের - বাকিগুলো প্রবন্ধ। তাতে তুলে ধরেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চ্‌যালেঞ্জগুলো, তার মোকাবেলায় শেখ মুজিবের কর্মপন্থা। সমালোচনা করেছেন তাঁর কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্তকে (অত্‌যন্ত নরম ভাষায়), মুসলিম শেখ মুজিবকে করেছেন কটাক্ষ। লাহোরে মুসলিম নেতাদের বৈঠকে যাওয়াকে একদমই মেনে নিতে পারেন নি তিনি।

.

লেখক আমাদের বাঙালিত্ত্বের জয়গান করেছেন, কিন্তু আমাদের অস্তিত্বের একটি বড় অংশ যে আমরা মুসলমান, তা জায়গায় জায়গায় ধুয়েছেন আচ্ছামত! শেখ মুজিব সেক্‌যুলার রাষ্ট্র গঠন করবে এমনটাই স্বপ্ন দেখতেন অন্নদাশঙ্কর। বাকশালের সমালোচনা করেছেন, তৎকালীন পঙ্গু বিচার বিভাগ আর বোবা সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, শুধরে নিতে বারংবার বিভিন্ন মাধ্‌যমে পরামর্শ দিয়েছেন।

.

গান্ধীজীর কথা অনেকবার এসেছে প্রসঙ্গক্রমে, উঠে এসেছে ভারতভাগের ইতিহাসের অনেক পেছনের গল্প। পাকিস্তানীদের সাথে আমাদের সম্পর্ক বনাম ভারতীয় বাঙালীদের সাথে আমাদের সম্পর্কের বিচার করেছেন...

.

আশ্চর্য হলাম, মিশরের মুসলিম ব্রাদারহুডকে তিনি পাকিস্তানিদের চাইতেও বড় শত্রু মনে করেন! কারণ, তারা নাকি বাংলাদেশে সেক্‌যুলারিজম প্রতিষ্ঠা করতে দেবে না। আরব বিশ্বের ল্‌যাজ ধরে বাংলাদেশ আবার কখন মুসলিম দেশে পরিণত হয়ে যায়, তিনি এই নিয়ে বিশাল আক্ষেপ আর ভয় প্রকাশ করেছেন।

.

ক্‌যু পরবর্তিতে 'জয় বাংলা' কিভাবে 'বাংলাদেশ জিন্দাবাদ'-এ পরিণত হল সে গল্প বলেছেন সংক্ষেপে।

.

দুই বাংলার মেলবন্ধন করার চেষ্টা করেছেন শিল্প-সাহিত্‌যে। দুই সমাজের ইন্টেলেকচ্‌যুকাল শ্রেণির ঐক্‌যকমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পারেন নি। তার কারণগুলো বলে গিয়েছেন একে একে।

.

শেষে বলবো, বঙ্গবন্ধুর সময়কার বাংলাদেশকে একজন কলকাতাকেন্দ্রীক বাঙ্গালী বুদ্ধিজীবির চোখে দেখবার জন্‌য বইটি অতি উত্তম! এ বইটি পড়ার পর এম আর আখতার মুকুলের 'কলকাতা কেন্দ্রীক বুদ্ধিজীবী' বইটি পড়ার লিস্টে রাখতে বাধ্‌য হলাম!

বিষয়: বিবিধ

১৫৬২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359277
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:৪৯
কাহাফ লিখেছেন : ধন্যবাদ ও দুয়া আপনার জন্যে মুহতারাম!
সংগ্রহ করে পড়ার ইচ্ছে রইল!
আজকের টাইপগুলোও কালকাতা টাইপ লাগছে!!
১২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫৮
297916
অবাক মুসাফীর লিখেছেন : তেনারা কলকাতাটাইপ হয়েছেন, সেটাতে খুব বেশি আশ্চর্য হবার কিছু নাই বোধ হয়। বাংলার মুসলমানেরও সহ্‌যক্ষমতা কিছু কম না...
.
.
সবই ঠিক ছিলো, কিন্তু মুহতারাম শব্দটা আমার সাথে যায় না, আমি নিতান্তই বাচ্চা-কাচ্চা মানুষ...!
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:৪৮
297970
কাহাফ লিখেছেন : তেনাদের আসলী সুরেই বলি- 'আপনা কো বাচ্চা আদমী জাহের কারনা, আপ কা বাড়াপ্পন হ্যায় ইয়ার.......!'
359279
১২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:২৪
শেখের পোলা লিখেছেন : উনি হয়ত জানতেন ইন্দীরাজীর বাংলাকে ভারতের সাথে যোগ করার অদম্য ইচ্ছা৷ তাই আক্ষেপ করেই মনের কথা উগরে দিয়েছেন৷
১২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৬
297918
অবাক মুসাফীর লিখেছেন : হতি পারে...
359288
১২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার মতামত কিন্তু পরবর্তিতে বেশ পরিবর্তিত হয়েছিল। শেষ জিবনে লিখা আত্মজিবনি মূলক "জিবন-যৌবন" বইতে ভারত বিভক্তির প্রকৃত কারন এবং একে মেনে নিয়েছিলেন। এটাও লিখেছিলেন যে বাংলার মুসলিম বাঙ্গালি ও মুসুলমান উভয়ই রয়ে গেছে।
১২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১০
297919
অবাক মুসাফীর লিখেছেন : তালি তো ওই বইটাও পড়তি হয়!
.
.
বাংলা একাডেমির নতুন বানানরীতি এক্কেবারে জঘন্‌য...
359302
১২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : সময় করে বইটা পড়ে নেব। জাযাকাল্লাহু খাইর।
১২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪০
297927
অবাক মুসাফীর লিখেছেন : আচ্ছা...
359557
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : পোস্ট এবং মন্তব্যগুলো পড়ে বেশ উপকৃত হলাম।
ধন্যবাদ ভাইয়া বইটির রিভিউ দেয়ার জন্য; এবং আমাকে লিংক দেয়ার জন্য।
জাযাকুমুল্লাহ! জাউয়াযাকাল্লাহ। Happy
359558
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪১
আওণ রাহ'বার লিখেছেন : কবিতা যেটা লিখেছেন চারলাইন; কিন্তু এ চারটি লাইন ও তো অমর হয়ে রইলো!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File