শব্দের সাথে খেলাধূলা :- অ্যাম্বিগ্রাম...!! [কিঞ্চিত ছবিব্লগ]
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১৬ অক্টোবর, ২০১৫, ০৯:৫৯:৫০ রাত
এই রোজার ঈদ থেকে কোরবাণীর ঈদের কিছুদিন পর পর্যন্ত বিশেষ এক ভ্রমময় জগতে সময় কাটিয়েছি। সেই জগতের সব কিছু কেমন যেন উল্টো! সবকিছুই আপনাকে ধাঁধিয়ে রাখবে কিছুক্ষণ।
ঈদের দু‘দিন পর গোষ্ঠির সবাই গেল আমার সদ্য বিবাহিত মামার নব্য শশুর বাড়ি। তারা উড়াধুড়া টাইপ বড়লোক, উড়াধুড়া টাইপ বড়লোক আমার পছন্দ না। আমি বাসায় থেকে গেলাম, পুরা বাড়িতে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। কি করা যায়? সারা দিন একা একা কাটাতে হবে…। পুরো ঘর আঁধার করে রবীন্দ্র চালিয়ে দিলাম! আর ঘরের ভেতর পায়চারি করতে করতে দেশ-বিদেশ-ভূত-ভবিষ্যৎ-দ্বীন-দুনিয়া নিয়ে ভাবতে লাগলাম!! বুঝলাম, এ কাজ আমার না, মুরুব্বীদের, ওটা তাদের অধিকারেই থাকলো। অন্যদিকে প্রোডাক্টিভিটির চোথা গিলেছি নতুন। হেলায় সময় নষ্ট করা যাবে না- ‘সময়ঃ বড্ডং কমৎ’! রিডিং লিস্ট চেক করে ড্যান ব্রাউনের ‘এ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’ নিয়ে বসে গেলাম। কিছুদূর এগোতেই হোঁচট খেলাম এই ছবিটা দেখে।
ওমা! এ কি! এটা কি শুধুই ছবি না কোনো শব্দ? শব্দ যদি হবে, এমন কেন তবে? সোজাসুজি লিখলেই তো হত! ছবিটার রহস্য বুঝতে বেশি বেগ পেতে হল না, লেখক মহাশয় নিজেই ব্যাখ্যা করলেন। এই ছবিটাতে লেখা আছে ‘Illuminati’… কিন্তু লেখাটা পড়া যাবে দুই ভাবে। সোজাসুজি তো পড়া যাচ্ছেই, আবার ১৮০ ডিগ্রি উল্টালেও সেই একই শব্দ পড়া যাবে! আবার বলি, ১৮০ ডিগ্রি রোটেট করলে আপনি হুবহু সেই লেখাই দেখতে পাবেন। এ ধরণের শব্দকে বলে অ্যাম্বিগ্রাম!!
.
এবার একটু অভিধানে চোখ বোলানো যাক। অভিধান আমাদের বলছে, ‘অ্যাম্বি’ শব্দের অর্থ উভয় আর ‘গ্রাম’ শব্দের অর্থ শব্দ। দুয়ে মিলে দাড়ায় উভয়-শব্দ। সেটাকে আমরা একটু মোডিফাইড করে বললাম, 'কোনো শব্দকে যদি এভাবে লেখা যায় যে, সোজা করে এবং উল্টো করে উভয়ভাবেই পড়া যায়, তবে তা হবে অ্যাম্বিগ্রাম।
.
[তত্ত্ব শেষ। এতক্ষণেও যারা বুঝেন নাই, তাদের কাছে ক্ষ্যামা চাই। যারা বুঝেছেন, তাদের জন্য নিচের ছবিগুলো]
.
ড্যান ব্রাউনের angels and demons বইটি অ্যাম্বিগ্রামকে বিশ্ববাসীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এর ইতিহাস বহু পুরোনো হলেও এ যাবৎ তা লোকচক্ষুর অগোচরেই ছিলো। বইটিতে ব্যবহৃত অ্যাম্বিগ্রামগুলো এঁকেছেন জন ল্যাংডন। সেগুলোকে অসাধারন বললেও কম হয়ে যায় বৈকি!
Angels and Demons
Earth-Air-Fire-Water
.
.
¤অ্যাম্বিগ্রামে হাতে খড়ি¤
.
Angels and Demons বইটি ঘোর লাগিয়ে দিলো। থ্রিলার এর থেকে ভালো হতেই পারে না! আর ড্যান ব্রাউন মানে তো ইতিহাস-ধর্ম-বিজ্ঞানের একটা কমপ্লিট প্যাকেজ। পুরো মাখন!!
.
যাই হোক, বইটি আমার কাছে গুরুত্বপূর্ণ অন্য কারণে। অন্য অনেকের মত এই বইটির মাধ্যমে আমি পরিচিত হলাম অ্যাম্বিগ্রামের সাথে। আমার চিন্তার জগতের অনেকটা জায়গা দখল করে নিলো সে। ভাবলাম, অ্যাম্বিগ্রাম আঁকা কি এতোই কঠিন! করেই দেখা যাক। নিজের নামের একটা অ্যাম্বিগ্রাম করে ফেললাম ঝটপট!
ফুয়াদ
.
এটাই আমার করা প্রথম (পাঠযোগ্য) ফ্রি-হ্যাণ্ড অ্যাম্বিগ্রাম! এতো সহজে করতে পারবো ভাবিনি, করতে সময় লেগেছিলো ৩০ সেকেণ্ডেরও কম!
.
সেই শুরু। তারপর থেকে কিছুদিন কাছের মানুষ, প্রিয় লেখকদের নামের অ্যাম্বিগ্রাম করা শুরু করলাম। আমার ফেসবুক আইডিতে অ্যালবাম করে রাখলাম সব। কয়েকজনের অনুরোধও পেলাম। বেশ যাচ্ছিলো দিনগুলো শব্দের সাথে খেলা করে।
মেঘ-সুকুমার-রাত্রি-রাফাদ-তানজিল-নদী
সত্যজিত
.
একদিন মনে হল, ব্যাকগ্রাউন্ড কালারফুল করলে ব্যাপারটা আরো আকর্ষনীয় হবে। ব্যাস, আমার করা অ্যাম্বিগ্রামের ২.০ ভার্সন বের হল।
আয়াতুল্লাহ বুখারী
নুসরাত জাহান
সুমাইয়া তাসনিম
শাকির আহমদ
.
.
আমার করা অ্যাম্বিগ্রামগুলো দেখে কয়েকজন বললেন ক্যালিগ্রাফি করা শুরু করো। ভয়ে ভয়ে করলাম। যার একটা নমুনা আপনাদের দেখিয়েছিলাম। এখানে আরেকটা…
বিসমিল্লাহির রহমানীর রাহীম
.
.
ভবিষ্যতে ক্যালিগ্রাফি আর অ্যাম্বিগ্রাম নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে। আপাতত কিছুদিন এসব থেকে দূরে খেকে লেখাপড়ায় মনোযোগ দেওয়া জরুরী… বার বার ঢেলে দিতে কার ভালো লাগে?
বিষয়: বিবিধ
২৫৫০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাঁটিয়েছি শব্দে চন্দ্রবিন্দর আবির্ভাব কোন অভিধান থেকে নেয়া?
বেশিরভাগ মানুষ এমনিতেই দুই জোড়া চোখ নিয়ে চলাফেরা করে , আর আ্যম্বিগ্রাম বোঝার জন্য লাগবে তিন জোড়া!
যাই হোক বিষয়টা ইন্টারেস্টিং! উড়াধুরা বড়লোকের ডেফিনেশন জাতি জানতে চায়!
উড়াধুড়া টাইপ বড়লোক মানে উড়াধুড়া টাইপ বড়লোক, এর কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই, ব্যাক্তি বিশেষে অর্থনৈতিক স্ট্যাটাস এবং সামাজিক গণ্ডির উপর ভিত্তি করে তা পরিবর্তনশীল...
যেহেতু কোনই ধারণা নেই আমার!!
পড়েছি ভাই,তাই তো সামান্য ধারণা হল...!!
নিজের নামটা এম্বিগ্রাম এ দেখার ইচ্ছা হচ্ছে!!!!
নিজের নামটা এম্বিগ্রাম এ দেখার ইচ্ছা হচ্ছে!!!!
সুবহান আল্লাহ !!!
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
কোন বিষয়ে আগ্রহ তৈরি হওয়াই বড় কথা। কোন বিষয়ের প্রতি প্রচণ্ড আগ্রহ, ভালবাসা থাকলে সে বিষয়ে সৃজনশীল কিছু করা সম্ভব, যদিও তা অন্যের কাছে বিস্ময়কর ।
আপনার হাতের যাদু দেখালেন, তাই অনেক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন