শব্দের সাথে খেলাধূলা :- অ্যাম্বিগ্রাম...!! [কিঞ্চিত ছবিব্লগ]

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১৬ অক্টোবর, ২০১৫, ০৯:৫৯:৫০ রাত

এই রোজার ঈদ থেকে কোরবাণীর ঈদের কিছুদিন পর পর্যন্ত বিশেষ এক ভ্রমময় জগতে সময় কাটিয়েছি। সেই জগতের সব কিছু কেমন যেন উল্টো! সবকিছুই আপনাকে ধাঁধিয়ে রাখবে কিছুক্ষণ।

ঈদের দু‘দিন পর গোষ্ঠির সবাই গেল আমার সদ্য বিবাহিত মামার নব্য শশুর বাড়ি। তারা উড়াধুড়া টাইপ বড়লোক, উড়াধুড়া টাইপ বড়লোক আমার পছন্দ না। আমি বাসায় থেকে গেলাম, পুরা বাড়িতে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। কি করা যায়? সারা দিন একা একা কাটাতে হবে…। পুরো ঘর আঁধার করে রবীন্দ্র চালিয়ে দিলাম! আর ঘরের ভেতর পায়চারি করতে করতে দেশ-বিদেশ-ভূত-ভবিষ্যৎ-দ্বীন-দুনিয়া নিয়ে ভাবতে লাগলাম!! বুঝলাম, এ কাজ আমার না, মুরুব্বীদের, ওটা তাদের অধিকারেই থাকলো। অন্যদিকে প্রোডাক্টিভিটির চোথা গিলেছি নতুন। হেলায় সময় নষ্ট করা যাবে না- ‘সময়ঃ বড্ডং কমৎ’! রিডিং লিস্ট চেক করে ড্যান ব্রাউনের ‘এ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’ নিয়ে বসে গেলাম। কিছুদূর এগোতেই হোঁচট খেলাম এই ছবিটা দেখে।



ওমা! এ কি! এটা কি শুধুই ছবি না কোনো শব্দ? শব্দ যদি হবে, এমন কেন তবে? সোজাসুজি লিখলেই তো হত! ছবিটার রহস্য বুঝতে বেশি বেগ পেতে হল না, লেখক মহাশয় নিজেই ব্যাখ্যা করলেন। এই ছবিটাতে লেখা আছে ‘Illuminati’… কিন্তু লেখাটা পড়া যাবে দুই ভাবে। সোজাসুজি তো পড়া যাচ্ছেই, আবার ১৮০ ডিগ্রি উল্টালেও সেই একই শব্দ পড়া যাবে! আবার বলি, ১৮০ ডিগ্রি রোটেট করলে আপনি হুবহু সেই লেখাই দেখতে পাবেন। এ ধরণের শব্দকে বলে অ্যাম্বিগ্রাম!!

.

এবার একটু অভিধানে চোখ বোলানো যাক। অভিধান আমাদের বলছে, ‘অ্যাম্বি’ শব্দের অর্থ উভয় আর ‘গ্রাম’ শব্দের অর্থ শব্দ। দুয়ে মিলে দাড়ায় উভয়-শব্দ। সেটাকে আমরা একটু মোডিফাইড করে বললাম, 'কোনো শব্দকে যদি এভাবে লেখা যায় যে, সোজা করে এবং উল্টো করে উভয়ভাবেই পড়া যায়, তবে তা হবে অ্যাম্বিগ্রাম।

.

[তত্ত্ব শেষ। এতক্ষণেও যারা বুঝেন নাই, তাদের কাছে ক্ষ্যামা চাই। যারা বুঝেছেন, তাদের জন্য নিচের ছবিগুলো]

.

ড্যান ব্রাউনের angels and demons বইটি অ্যাম্বিগ্রামকে বিশ্ববাসীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এর ইতিহাস বহু পুরোনো হলেও এ যাবৎ তা লোকচক্ষুর অগোচরেই ছিলো। বইটিতে ব্যবহৃত অ্যাম্বিগ্রামগুলো এঁকেছেন জন ল্যাংডন। সেগুলোকে অসাধারন বললেও কম হয়ে যায় বৈকি!



Angels and Demons



Earth-Air-Fire-Water

.

.

¤অ্যাম্বিগ্রামে হাতে খড়ি¤

.

Angels and Demons বইটি ঘোর লাগিয়ে দিলো। থ্রিলার এর থেকে ভালো হতেই পারে না! আর ড্যান ব্রাউন মানে তো ইতিহাস-ধর্ম-বিজ্ঞানের একটা কমপ্লিট প্যাকেজ। পুরো মাখন!!

.

যাই হোক, বইটি আমার কাছে গুরুত্বপূর্ণ অন্য কারণে। অন্য অনেকের মত এই বইটির মাধ্যমে আমি পরিচিত হলাম অ্যাম্বিগ্রামের সাথে। আমার চিন্তার জগতের অনেকটা জায়গা দখল করে নিলো সে। ভাবলাম, অ্যাম্বিগ্রাম আঁকা কি এতোই কঠিন! করেই দেখা যাক। নিজের নামের একটা অ্যাম্বিগ্রাম করে ফেললাম ঝটপট!



ফুয়াদ

.

এটাই আমার করা প্রথম (পাঠযোগ্য) ফ্রি-হ্যাণ্ড অ্যাম্বিগ্রাম! এতো সহজে করতে পারবো ভাবিনি, করতে সময় লেগেছিলো ৩০ সেকেণ্ডেরও কম!

.

সেই শুরু। তারপর থেকে কিছুদিন কাছের মানুষ, প্রিয় লেখকদের নামের অ্যাম্বিগ্রাম করা শুরু করলাম। আমার ফেসবুক আইডিতে অ্যালবাম করে রাখলাম সব। কয়েকজনের অনুরোধও পেলাম। বেশ যাচ্ছিলো দিনগুলো শব্দের সাথে খেলা করে।



মেঘ-সুকুমার-রাত্রি-রাফাদ-তানজিল-নদী



সত্‌যজিত

.

একদিন মনে হল, ব্যাকগ্রাউন্ড কালারফুল করলে ব্যাপারটা আরো আকর্ষনীয় হবে। ব্যাস, আমার করা অ্যাম্বিগ্রামের ২.০ ভার্সন বের হল।



আয়াতুল্লাহ বুখারী



নুসরাত জাহান



সুমাইয়া তাসনিম



শাকির আহমদ

.

.

আমার করা অ্যাম্বিগ্রামগুলো দেখে কয়েকজন বললেন ক্যালিগ্রাফি করা শুরু করো। ভয়ে ভয়ে করলাম। যার একটা নমুনা আপনাদের দেখিয়েছিলাম। এখানে আরেকটা…



বিসমিল্লাহির রহমানীর রাহীম

.

.

ভবিষ্যতে ক্যালিগ্রাফি ‍আর অ্যাম্বিগ্রাম নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে। আপাতত কিছুদিন এসব থেকে দূরে খেকে লেখাপড়ায় মনোযোগ দেওয়া জরুরী… বার বার ঢেলে দিতে কার ভালো লাগে? Sad

বিষয়: বিবিধ

২৫৫০ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345936
১৬ অক্টোবর ২০১৫ রাত ১১:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

কাঁটিয়েছি শব্দে চন্দ্রবিন্দর আবির্ভাব কোন অভিধান থেকে নেয়া? Loser

বেশিরভাগ মানুষ এমনিতেই দুই জোড়া চোখ নিয়ে চলাফেরা করে , আর আ্যম্বিগ্রাম বোঝার জন্য লাগবে তিন জোড়া! MOney Eyes

যাই হোক বিষয়টা ইন্টারেস্টিং! উড়াধুরা বড়লোকের ডেফিনেশন জাতি জানতে চায়!
Time Out
১৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৩
287079
অবাক মুসাফীর লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম... যে অভিধানে 'চন্দ্রবিন্দর' শব্দটা আছে, সে অভিধান থেকে একটি 'চন্দ্রবিন্দ' ধার নেওয়া হয়েছে... Rolling on the Floor Rolling on the Floor একটু পর শোধ করে দিবো ইনশা আল্লাহ...

উড়াধুড়া টাইপ বড়লোক মানে উড়াধুড়া টাইপ বড়লোক, এর কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই, ব্‌যাক্তি বিশেষে অর্থনৈতিক স্ট্‌যাটাস এবং সামাজিক গণ্ডির উপর ভিত্তি করে তা পরিবর্তনশীল...
১৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৫
287080
সাদিয়া মুকিম লিখেছেন : আ্যম্বিগ্রাম কৌশলে মুহূর্তেই শিরোনাম বদলে গেলো Tongue
১৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৪২
287081
অবাক মুসাফীর লিখেছেন : এতে আমার কোনো হাত নেই... সব মিডিয়ার কারসাজি...! Tongue
345945
১৭ অক্টোবর ২০১৫ রাত ০১:১৫
শেখের পোলা লিখেছেন : মুসাফীরের কাজে অবাক না হয়ে পারলাম না৷ ঠিকই বলেছেন, বার বার ঢেলে দিলে কি চলে! ধন্যবাদ৷
১৭ অক্টোবর ২০১৫ রাত ০১:২৮
287083
অবাক মুসাফীর লিখেছেন : ধন্‌যবাদ চাচা...! Big Grin পরেরবার ইনশাআল্লাহ ঢালবো না... Big Grin Big Grin
345962
১৭ অক্টোবর ২০১৫ রাত ০৪:২৫
কাহাফ লিখেছেন : এ বিষয়ে নিশ্চুপ থাকাই শ্রেয়,
যেহেতু কোনই ধারণা নেই আমার!!
Praying Praying Praying
১৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৭
287100
অবাক মুসাফীর লিখেছেন : আপনাদের ধারণা দেওয়ার জন্‌যই তো লেখা... পড়েন নাই?? Time Out
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৫
287214
কাহাফ লিখেছেন : এখন কিছু টা হলেই একটু আগের অবস্হা বুঝিয়েছি!!
পড়েছি ভাই,তাই তো সামান্য ধারণা হল...!!Winking Winking Winking
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৮
287237
অবাক মুসাফীর লিখেছেন : ও আচ্ছা... Congratulations...
345988
১৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি যেমন "এঞ্জেলস এন্ড ডেমনস" পরে টাসকি খাইসেন তেমন আমি খাইলাম এই ছবি গুলি দেখে!! বাংলায় এত সুন্দর এম্বিগ্রাম হতে পারে ভা্বি নাই কখনও। বাংলা অক্ষরে ক্যালিওগ্রাফি দেখেছি। একটা নতুন শিল্প প্রতিষ্ঠা করলেন আপনি।

নিজের নামটা এম্বিগ্রাম এ দেখার ইচ্ছা হচ্ছে!!!!
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৩
287115
অবাক মুসাফীর লিখেছেন : এখন অনেকেই বাংলায় অ্যাম্বিগ্রাম করে... অনেক আগের থেকেই...! আপনার পুরো নামটা করা বেশ কঠিন... ৫:৩:৩... কতটুকু করবো??
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৯
287238
অবাক মুসাফীর লিখেছেন : ভাইয়া... বললে সুবিধা হইতো... আপনার ডাকনাম কি??
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
287301
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নামের শেষ অংশ!!!!
346004
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩০
আবু জান্নাত লিখেছেন : অসাধারণ, এক্সিলেন্ট। নতুন দেখলাম এমন প্রতিভা।

নিজের নামটা এম্বিগ্রাম এ দেখার ইচ্ছা হচ্ছে!!!!

১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৫
287116
অবাক মুসাফীর লিখেছেন : Happy পাবেন ইনশা আল্লাহ...!
346020
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুবহান আল্লাহ !!!

পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৫
287140
অবাক মুসাফীর লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইয়া...
346039
১৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৪৬
রাইয়ান লিখেছেন : অসাধারণ .... সুন্দর লেখা...অনেক ধন্যবাদ ।
১৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
287171
অবাক মুসাফীর লিখেছেন : হে হে... Rolling on the Floor Rolling on the Floor
346139
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫১
লজিকাল ভাইছা লিখেছেন : আপনার সৃজনশীল কর্ম দেখে আমি টাস্কি খাইলাম ।
কোন বিষয়ে আগ্রহ তৈরি হওয়াই বড় কথা। কোন বিষয়ের প্রতি প্রচণ্ড আগ্রহ, ভালবাসা থাকলে সে বিষয়ে সৃজনশীল কিছু করা সম্ভব, যদিও তা অন্যের কাছে বিস্ময়কর ।
আপনার হাতের যাদু দেখালেন, তাই অনেক ধন্যবাদ ।
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৫
287246
অবাক মুসাফীর লিখেছেন : Aye aye ভাইছা ভাইয়া...! Happy
346291
১৯ অক্টোবর ২০১৫ সকাল ০৬:২২
নাবিক লিখেছেন : চমৎকার
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫১
287408
অবাক মুসাফীর লিখেছেন : সবার পোস্টে আপনি প্রথমে কমেন্ট করেন... আমার পোস্টে শেষে কেন?? Time Out Time Out Time Out
১০
346428
১৯ অক্টোবর ২০১৫ রাত ১০:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : আল্লাহ্‌ আপনার ধৈর্য এবং মেধা কে আরও বাড়িয়ে দিন। Good Luck Applause Rose
২০ অক্টোবর ২০১৫ রাত ১২:১২
287534
অবাক মুসাফীর লিখেছেন : আমীন... আমীন...!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File