.................. সেই বিটিভি আর এই বিটিভি........................

লিখেছেন লিখেছেন বিবেকবান ১৬ অক্টোবর, ২০১৫, ০৯:৪৫:৪৮ রাত

............. বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিটিভি(বাংলাদেশ টেলিভিশন) একটি অক্ষয় এবং ধ্রুব তারার নাম।এদেশের সমাজ,সংস্কৃতি এবং রাষ্ট্র ব্যবস্থার চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠতো বিটিভি-এর নাটক,সামাজিক সিনেমা,শিক্ষামূলক অনুষ্ঠান,স্বাস্থ্য বিষয়ক এবং গণসচেতনামূলক নানা অনুষ্ঠানের মাধ্যমে।এর মধ্যে ইত্যাদি,নাটক,বির্তকমূলক অনুষ্ঠান,ম্যাগাজিন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্তম,শিশুদের মিনা,সিসিমপুর ছিল বিশেষ ভাবে উল্লেখ করার মত।আমাদের শৈশব কেটেছে বিটিভি এর সাথে ফলে তুলনা করে দেখলে বর্তমান বিটিভি বিহীন প্রজন্মের চেয়ে আমাদের প্রজন্ম তুলনামূলকভাবে তেমনভাবে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার নয়।

...............কিছু দিন আগে পত্রিকায় একটা জোক পড়েছিলাম সেটা ছিল এমন যে জিজ্ঞাসা করা হচ্ছে বিটিভি তুমি কার।বিটিভি উত্তর দিয়েছিল যখন যে সরকার থকে তার।বর্তমানে বিটিভি দেখলে মনে হয় সরকারের প্রচারযন্ত্র পরিণত হয়েছে এটি সাম্প্রতিক সময় প্রায় সকল সরকারই করেছে।এখন আসুন এর মাধ্যমে কি সরকার নাকি জনগণ উপকৃত হয়েছে নাকি উভয়ই ক্ষতিগ্রস্থ হয়েছে.........

১।বিটিভি এখন আর কেউ তেমনভাবে দেখে না ফলে সরকারে যে প্রচার তা আর সফল হচ্ছে না মধ্যখান থেকে এ দেশের মানুষ বিটিভি থেকে দূরে সরে গেল...

২।বিটিভি ছিল এ দেশের সাংস্কৃতিক রক্ষণব্যূহের অন্যতম রক্ষক যার ধ্বংসের ফলে এ দেশের শ্রোতারা বা দর্শকরা এখন স্টার জলসা,স্টার প্লাসসহ বিদেশী কুকুরের পেছনে ছুটছে...

৩।দেশীয় সংস্কৃতির প্রতিনিধিত্বকারী বিটিভির অকাল মৃত্যুর ফলে সামাজিক যে অনুষ্ঠান তা দেখা থেকে এদেশের তরুণ,যুবকসহ সকল বয়সের মানুষ বঞ্চিত হচ্ছে...

৪।মনে আছে বিটিভির বির্তকমূলক অনুষ্ঠান দেখেই বির্তকের প্রতি ভালবাসা ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যাযে বির্তক করা ও ভূমিকা পালন। এছাড়া কুইক কুইজ,বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান,নানা ধরনের ম্যাগাজিন তো ছিল যা আমাদের এ দেশ মাটি মানুষের সাথে পরিচয় করিয়ে দিত। অনুষ্ঠান দেখার সময় মা প্রায় বলতো খোকা তুই কবে আভাবে বির্তকে,কুইজে অংশগ্রহণ করবি...

৫।পারিবারিক পরিবেশে বসে পরিবার নিয়ে যে সামাজিক অনুষ্ঠান দেখার সুযোগ সেটি থেকে বর্তমান প্রজন্ম বঞ্চিত ফলে পারিবারিক যে বন্ধন তা ধীরে ধীরে দূর্বল হয়ে যাচ্ছে......

৬।বিটিভি এর অভাবে আজ এদেশের সাংস্কৃতিক জগতে এক ধরনের বন্ধত্ব চলছে ফলে এটি আমাদের দেশ ও সমাজের জন্য হুমকি স্বরুপ...

৭। বর্তমান যে যৌন সুড়সুড়ি সেটি বিটিভিতে ছিল না যা এখন অনুষ্ঠানগুলো অংশ হয়ে গেছে। ফলে আগের মৌনতা এখন যৌনতায় পরিণত হয়েছে......

.................. বিটিভি তার আগের যে জায়গায় না থাকায় অনেকে বেশ খুশি হয়।কিন্তু আপনি কি ভেবে দেখছেন কিভাবে বিটিভির এই অকাল মৃত্যুর কারণে বিদেশী চ্যানেলগুলো আমাদের সামজিক যে প্রতিরক্ষাব্যূহ তা ভেদ করে আমাদের মন মগজকে দখল করে নিচ্ছে।আমরা আজ যে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে মানসিকভাবে সাংস্কৃতিক গোলামীতে পরিণত হচ্ছি তার অন্যতম প্রধান কারণ বিটিভি কে ক্ষুদ্য স্বার্থে ব্যবহার। দেশীয় সাংস্কৃতির রক্ষণে নিয়োজিত বিটিভি অচল করার মাধ্যেমেই তো বিদেশী চ্যানেলগুলো আমাদের সাংস্কৃতিক বাতায়নকে অতিক্রম করে আমাদের মগজে পচন ধরিয়েছে। তাইতো শিশুদের কাছে মিনার চেয়ে ডরিমন বেশী প্রিয় হচ্ছে,যুবকদের কাছে এ দেশের সামাজিক সিনেমা নয় উড(হলিউড,বলিউড) বেশী প্রিয় হচ্ছে,নারীদের কাছে এ দেশের নাটক নয় জলসা বেশী প্রিয় হচ্ছে..এসব দেখে মনে হয় আমরা নিজের সংস্কৃতিকে পরির্চচা করতে ব্যর্থ হচ্ছি এবং ক্ষুদ্য স্বার্থের কাছে জনগনের বৃহত্তর স্বার্থ পরাজিত হচ্ছে।দাও ফিরিয়ে সেই বিটিভি লও এই বিদেশী কুকুর(চ্যানেলগুলো)............

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345947
১৭ অক্টোবর ২০১৫ রাত ০১:২৪
শেখের পোলা লিখেছেন : বিটিভি এখনও বেঁচে আছে। ওর কথা ভুলেই গিয়ে ছিলাম। দেশে গেলেও দেখি ডিস চ্যানেল চলে৷ ওরে কেউ খোঁজেইনা৷
345987
১৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিটিভি আগে ছিল বিরক্তিকর। এখন মহা বিরক্তিকর!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File