অ্যাম্বিগ্রাম নেবে অ্যাম্বিগ্রাম...! হরেক নামের অ্যাম্বিগ্রাম আছে...! অ্যাম্বিগ্রাম নেবে অ্যাম্বিগ্রাম...! (উপহার ব্লগ!!)

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২০ অক্টোবর, ২০১৫, ১০:৪০:৪৫ রাত

আজ কথা কম, উপহার বেশি...! বেশি কথা বলার মত সময়ও নাই... ছোট্ট একটা কথা হলো, যদি কারো সামান্‌যতমও ভালো লেগে থাকে, তাহলে ধন্‌যবাদ দিতে যাবেন না... আপনাদের পাইনসা ধন্‌যবাদ পেতে আমার ভাল্লাগে না...! Sad

.

.



সবুজ

.

রিদওয়ান কবীর সবুজ ভাইয়া উনার নামের অ্যাম্বিগ্রাম চেয়েছিলেন... পুরা নামটা করতে পারি নাই, ভাইয়ার ডাকনামটা সবুজের মধ্‌যে... Winking



আফরা

.

উনি নিজেরে এই ব্লগের সব চাইতে ছোট মনে করেন। উনার জেনে রাখা উচিত, উনার চাইতেও ছোট্ট পিচ্চিপাচ্চারা এই ব্লগে ঘোরাঘুরি করে... আমি আন্দাজে বলছি না, আমার কাছে তথ্‌য আছে...! Tongue



সাদিয়া

.

উনি বলেছিলেন, আমার অ্যাম্বিগ্রাম পড়তে নাকি তিন জোড়া চোখ লাগে...! :-o আমি প্রায় নিশ্চিত, উনি এটা একবারেই পড়তে পারবেন... নিজের নাম তো...!



রাইয়ান

.

উনার পোস্টের ভাষা খুবই শক্তিশালী...

(আমার খালাতো ভাইয়ের নামও রাইয়ান, কাজ কমে গেলো... Tongue )



রাহবার

.

দুষ্টু ভাইয়া, আপনার পুরা নামটা করতে পারি নাই, 'ও' আমি পারি না... হ্‌যারি ভাইয়া কোথায়?? আপনাদের দখলদারিত্বের কমেন্টনীতি খুব মিস করি... Sad



আবু জান্নাত

.

ভাইয়া, আপনারটা এইখানে থাকলো... পড়া যাচ্ছে??



আবু হামজা

.

উনি এই ব্লগে নতুন। নামটা পছন্দ হলো, করে ফেললাম...!



নাবিক

.

আপনার নামটা সর্বোচ্চ কমেন্টকারীর লিস্টে বহুদুন ধরে দেখা যাচ্ছে... এই নিন, আপনার পুরষ্কার...!



মামুন

.

এইটা কিন্তু দুই জনের...! মামুন ভাইয়া আমার দেশী লোক... ব্লগে বেশ কিছুদিন যাবৎ অনুপস্থিত... কেউ কি উনাকে একটু খোঁচা দিতে পারেন?? আর দিল মোহাম্মাদ মামুন ভাইয়া থুক্কু স্‌যারেরও কিন্তু এইটাই...!



কাহাফ

.

ভাইয়া, আপনার নামটা কিন্তু আমার খুব পছন্দের...!

.

.

.

আজ আপাতত এই কয়টাই, যদি কেউ ইন্টারেস্টেড হোন সামান্‌যতম, তবে প্লিজ আসল নামটা বলবেন, উড়াধুড়া টাইপ ছদ্মনাম করতে পারবো না কিন্তু...!

.

সবার জন্‌য উপহার আনতে পারি নাই... এজন্‌য আমি দুঃখিত না... ধারাবাহিক পোস্টে বাকিদেরটা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ...!

বিষয়: বিবিধ

২২১৮ বার পঠিত, ৬২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346587
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:১০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া।
অনেক অনেক অভিনন্দন।

ভাইয়া প্লিজ! আমার নাম আরো এক মড়েলে চাই, যদি সম্ভব হয়।




খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:১১
287667
আবু জান্নাত লিখেছেন : সত্যিই আপনি অবাক করা মানুষ। মনে থাকে যেন আমার চাওয়া......
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:১৭
287668
অবাক মুসাফীর লিখেছেন : আমি আমার গুরু সত্‌যজিৎ-এর নামেও দুটো অ্যাম্বিগ্রাম করিনি... আপনার নামে করতে যাবো কেনো?? Tongue

আর দুটো দিয়ে কি করবেন শুনি?? একটা বুকে আরেকটা পিটে ঝুলাবেন?? Rolling on the Floor Rolling on the Floor

বি.দ্রঃ আমি আপনার ধব্‌যবাদ নিলাম না, ওই জিনিসটা বেশি ফরমাল লাগে আমার কাছে... Sad
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:২৫
287670
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ নয়, শুকরিয়া।
এবার হলো তো!

হ্যাঁ ভাই পিঠের জন্য আরো একটা চাই।

২০ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৭
287674
অবাক মুসাফীর লিখেছেন : আশায় বুক বেঁধে লাভ নেই ভাইয়া, আমি পারবো না... Big Grin
২১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৮
287763
আবু জান্নাত লিখেছেন : Crying Crying Crying Crying Crying
346588
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:১২
আফরা লিখেছেন : আমার টা আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া । আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ভাইয়া ।
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:২০
287669
অবাক মুসাফীর লিখেছেন : আমি আপনার ধব্‌যবাদ নিলাম না, ওই জিনিসটা বেশি ফরমাল লাগে আমার কাছে... Sad
.
বাকিটা ঠিক আছে... Happy
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৫
287789
আফরা লিখেছেন : ঠিক আছে ভাইয়া আপনি যখন ধন্যবাদ নিবেন না তাই আপনার জন্য
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৮
287803
অবাক মুসাফীর লিখেছেন : Yaah! Big Grin
346590
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ধন্যবাদ নিবেন না মানে?? গিলিয়ে দেবো-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...

২০ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৮
287675
অবাক মুসাফীর লিখেছেন : বমি কি আপনার গায়ে করবো?? :-o
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২০
287792
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদের সাথে "জাযাকাল্লাহ"র "বমিপ্রতিষেধক" দিয়েছি তো!! বমি হবেনা!!
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৭
287802
অবাক মুসাফীর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
346597
২০ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গরু গোস্ত দিলাম ধন্যবাদ এর বদলে!!
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:০২
287676
অবাক মুসাফীর লিখেছেন : হে হে... এইটা গ্রহণ করলুম...!
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:১২
287678
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গ্রহন করার জন্য.......... ধন্যবাদ!!
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:১৬
287680
অবাক মুসাফীর লিখেছেন : I hate u...! >_<
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:৫৩
287694
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গোস্ত খাওয়ার পর!!!
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:০১
287697
অবাক মুসাফীর লিখেছেন : হুম...! :3
346605
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:০৮
শেখের পোলা লিখেছেন : প্রায় সব কটাই ফাটাফাটি হয়ে সত্যই মুসাফির অবাক করে দিয়েছে৷ Rose Time Out যেটা পছন্দ নিবেন৷
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:১৩
287702
অবাক মুসাফীর লিখেছেন : আপনার টা ছদ্মনাম, তাই বাদ পড়ছে... আসল নাম দিলে একটা ট্রাই মারতে পারি... Winking
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩১
287704
শেখের পোলা লিখেছেন : শেখ আব্দুস সামাদ৷
346608
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:২১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

ওয়াও! মাশা আল্লাহ! চমৎকার ! বিমোহিত হলুম!

ডেস্কটপে ঝুলিয়ে রাখলুম নাম Day Dreaming


২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩০
287703
অবাক মুসাফীর লিখেছেন : রাতের খাওয়া হয়ে গেছে... একটা আস্ত গরু খাবার পর কি পেটে আর জায়গা থাকে?? Tongue
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৭
287705
সাদিয়া মুকিম লিখেছেন : আগামী কালকের জন্য হিমাগারে রাখো Happy
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৩
287706
অবাক মুসাফীর লিখেছেন : হু...
346619
২১ অক্টোবর ২০১৫ রাত ০২:২৬
রাইয়ান লিখেছেন : আরে ! কি আশ্চর্য ! আপনি আমাকেও মনে রেখেছেন ! এত্ত সুন্দর করে লিখলেন নামটা , আমি মুগ্ধিত !!! ধন্যবাদ , ধন্যবাদ !!! Happy)
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৬
287801
অবাক মুসাফীর লিখেছেন : মুগ্ধিত...! Big Grin

বুঝলাম... সবই ঠিক ছিলো, শেষের দুটো শব্দ ছাড়া...! Time Out
346624
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০৭
কাহাফ লিখেছেন : ধন্যবাদ দেবো না আমি!
হরিষে বিষাদ যাকে বলে...
এক সময়ের সবচেয়ে 'প্রিয় ও মধুময় একটা নাম'ও পেলাম,যা ভূলতে চাই আমি!
মনে করিয়ে রাখলেন!

'জাযাকাল্লাহু তা'আলা খাইরাল জাযা-ই ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ,আমিন ছুম্মা আমিন'
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৩
287800
অবাক মুসাফীর লিখেছেন : আমীন... আমীন...!!!
346626
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৩৪
বৃত্তের বাইরে লিখেছেন : আধুনিক ফেরিওয়ালা হাতে ঘড়ি, মোবাইল না থাকলে ক্যামনে হয়! কারো ধন্যবাদ যেহেতু নিচ্ছেন না তাই ফিবোনাচি গিফট =) Rolling on the Floor




ভালো লাগলো Good Luck
২১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৮
287749
ছালসাবিল লিখেছেন :




Love Struck আন্টি Day Dreaming আপনার জন্য Tongue Tongue Big Grin Big Grin Bee Eat Eat
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫০
287780
অবাক মুসাফীর লিখেছেন : আমার মুপাইল কই?? খালি খাপ তো...! :'( :'( Sad

ডিজাইনের আইডিয়াটা কি-উট...!! ;-)
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০২
287788
অবাক মুসাফীর লিখেছেন : উপরে কি লিখলেন ওইটা ছালছাবিল ভাইয়া?? Time Out Time Out Time Out
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৫
287804
ছালসাবিল লিখেছেন : Smug আপনি বুঝবেন না Smug আমার আপপপপুআন্টি ঠিক বুঝবেন Love Struck Tongue
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৪
287811
অবাক মুসাফীর লিখেছেন : ধরে ফেলেছি... কিন্তু এটা কি উনার নাম?? এটা তো একটা শহরের নাম...!!
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
287834
ছালসাবিল লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Unlucky Smug Tongue
২২ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৯
287889
বৃত্তের বাইরে লিখেছেন : ব্যাকগ্রাউন্ডে ফুল, পাতা কই?
২২ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৫
287956
অবাক মুসাফীর লিখেছেন : ফাঁকি মেরেছি...! ডিজাইন টাই তো আসল...!!

আপনার জুরিখ কত্তে পারবো না... আসল নাম দিয়ে লাইনে দাড়ান... Winking
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:২০
288063
বৃত্তের বাইরে লিখেছেন : ও সরি আমি ছালসাবিল কে বলছিলাম লতা,পাতা দেয়নি কেন? আমি আমার ব্লগীয় নাম, প্রপ্রিক নিয়ে সন্তুষ্ট।Happy
১০
346627
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৬:১৭
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : আপনি অনেক প্রতিভার অধিকারী, এত সুন্দর এম্বিগ্রাম ক'জনে পারে? শুকরান!!!
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪০
287799
অবাক মুসাফীর লিখেছেন : তাই নাকি?? শুকরান...!!!
১১
346637
২১ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৪
ছালসাবিল লিখেছেন :




Smug Smug আমারটি কোরলাম ভাইয়া Day Dreaming Bee Bee Big Grin Day Dreaming Cook Eat Eat
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৯
287786
অবাক মুসাফীর লিখেছেন : কিছু একটা তো হইলো... কিন্তু অ্যাম্বিগ্রাম হইলো কই??
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০১
287787
অবাক মুসাফীর লিখেছেন : উপরে কি লিখলেন ওইটা ছালছাবিল ভাইয়া??
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৬
287805
ছালসাবিল লিখেছেন : Rolling Eyes ঐচে Smug phbbbbt
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৯
287806
ছালসাবিল লিখেছেন :

Time Out Time Out Time Out ভাইয়া আপনারটি নিন Day Dreaming Unlucky Tongue Smug Smug Big Grin Big Grin
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৫
287812
অবাক মুসাফীর লিখেছেন : হায় হায়... আপনার জন্‌য দেখি আমার আইডেন্টিটি ক্রাইসিস হবে...! Time Out Time Out
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
287832
ছালসাবিল লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Unlucky Smug Tongue
১২
346656
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৩
দ্য স্লেভ লিখেছেন : রাহবারেরটা দারুন হয়েছে। তা আমারটা কই ? দ্য স্লেভ না হয়ে পুটির বাপ এর এম্গ্রিাম আরো দারুন হবে Happy
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৪
287784
আফরা লিখেছেন : কেন আমারটা সুন্দর হয় নাই ?
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৮
287798
অবাক মুসাফীর লিখেছেন : ফাঁকিবাজ ভাইয়াটা কই?? Time Out Time Out

আমি উড়াধুড়াটাইপ ছদ্মনাম দিতে মানা করছিলাম... আপনি উড়াধুড়ার আব্বাহুজুর দিলেন... Time Out Time Out Time Out
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
287831
সাদিয়া মুকিম লিখেছেন : আপনারা দুইজন এলাকাতো ভাই Happy
২১ অক্টোবর ২০১৫ রাত ০৯:১২
287869
দ্য স্লেভ লিখেছেন : @আফরা আপনারটাও সুন্দর হয়েছে। অবাক মুসাফির ভাই...পুটির বাপ আর পুটির মা, এই দুইটা এম্বিগ্রাম হলে দারুন হত ...আশাকরি আগামী পর্বের সময় এটা পাব। Happy...
১৩
346665
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আসলে অফিসের ডিউটি+টিউশনি দুইটা নিয়ে খুব ভিজি থাকতে হয়। তারপর ও যতটুকু সময় পাই, তা ব্লগে দেওয়ার চেষ্টা করি। আপনার লিখাটা খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৪
287810
অবাক মুসাফীর লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম... আলহামদুলিল্লাহ...
আপনি তো বেশ নিয়মিতই... আমি অন্‌য এক মামুন ভাইয়ের কথা বলছিলাম... উনার নাম শুধু 'মামুন'... এই যে তাঁর ছবি...

১৪
346756
২১ অক্টোবর ২০১৫ রাত ১১:৩১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "উড়াধুড়া টাইপ ছদ্মনাম করতে পারবো না কিন্তু" তাহলে আমার কি হবে?? যাইহোক বেশ ভাল আইডিয়া আপনার।
২১ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৩
287880
অবাক মুসাফীর লিখেছেন : ভাইয়া! এইটা কি বললেন...! আমার আইডিয়া...! অ্যাম্বিগ্রাম জিনিসটা আমার আইডিয়া হইলে আমি এদ্দিনে সৃষ্টি সুখের উল্লাসে মইরাই যাইতাম...!

অ্যাম্বিগ্রামের পেছনের কথা জানতে আমার পরশু আগের পোস্টটা পড়েন... আর কোনো চিপাচাপার মধ্‌যে দিয়ে আপনার আসল নামটা বলে ফেলেন... I will try my best...! Insha Allah...
২২ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৪
287916
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি বুঝতে ভুল করেছেন আমি আইডিয়া বলতে বুঝিয়েছি আপনি বেশ কয়েকজনের নামের অ্যাম্বিগ্রাম করেছেন এটা বেশ মজার একটা কাজ তবে যথার্থ কোন শব্দ মাথায় আসছিল না তাই আইডিয়া লিখেছি। আমি গত ৪ বছর যাবত নানান ছদ্মনাম ব্যবহার করে ব্লগিং করে আসছি তাই নিজের পরিচয় তো প্রকাশ করা যাবেনা ভাইয়া। যাইহোক বলেছেন এতেই অনেক। Happy
২২ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৬
287957
অবাক মুসাফীর লিখেছেন : Got it...
১৫
347902
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫১
পিপীলিকা লিখেছেন : Assalam . Can i have an Ambigram in the name of " তুহিন " please .
Thank you .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File