অ্যাম্বিগ্রাম নেবে অ্যাম্বিগ্রাম...! হরেক নামের অ্যাম্বিগ্রাম আছে...! অ্যাম্বিগ্রাম নেবে অ্যাম্বিগ্রাম...! (উপহার ব্লগ!!)
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২০ অক্টোবর, ২০১৫, ১০:৪০:৪৫ রাত
আজ কথা কম, উপহার বেশি...! বেশি কথা বলার মত সময়ও নাই... ছোট্ট একটা কথা হলো, যদি কারো সামান্যতমও ভালো লেগে থাকে, তাহলে ধন্যবাদ দিতে যাবেন না... আপনাদের পাইনসা ধন্যবাদ পেতে আমার ভাল্লাগে না...!
.
.
সবুজ
.
রিদওয়ান কবীর সবুজ ভাইয়া উনার নামের অ্যাম্বিগ্রাম চেয়েছিলেন... পুরা নামটা করতে পারি নাই, ভাইয়ার ডাকনামটা সবুজের মধ্যে...
আফরা
.
উনি নিজেরে এই ব্লগের সব চাইতে ছোট মনে করেন। উনার জেনে রাখা উচিত, উনার চাইতেও ছোট্ট পিচ্চিপাচ্চারা এই ব্লগে ঘোরাঘুরি করে... আমি আন্দাজে বলছি না, আমার কাছে তথ্য আছে...!
সাদিয়া
.
উনি বলেছিলেন, আমার অ্যাম্বিগ্রাম পড়তে নাকি তিন জোড়া চোখ লাগে...! :-o আমি প্রায় নিশ্চিত, উনি এটা একবারেই পড়তে পারবেন... নিজের নাম তো...!
রাইয়ান
.
উনার পোস্টের ভাষা খুবই শক্তিশালী...
(আমার খালাতো ভাইয়ের নামও রাইয়ান, কাজ কমে গেলো... )
রাহবার
.
দুষ্টু ভাইয়া, আপনার পুরা নামটা করতে পারি নাই, 'ও' আমি পারি না... হ্যারি ভাইয়া কোথায়?? আপনাদের দখলদারিত্বের কমেন্টনীতি খুব মিস করি...
আবু জান্নাত
.
ভাইয়া, আপনারটা এইখানে থাকলো... পড়া যাচ্ছে??
আবু হামজা
.
উনি এই ব্লগে নতুন। নামটা পছন্দ হলো, করে ফেললাম...!
নাবিক
.
আপনার নামটা সর্বোচ্চ কমেন্টকারীর লিস্টে বহুদুন ধরে দেখা যাচ্ছে... এই নিন, আপনার পুরষ্কার...!
মামুন
.
এইটা কিন্তু দুই জনের...! মামুন ভাইয়া আমার দেশী লোক... ব্লগে বেশ কিছুদিন যাবৎ অনুপস্থিত... কেউ কি উনাকে একটু খোঁচা দিতে পারেন?? আর দিল মোহাম্মাদ মামুন ভাইয়া থুক্কু স্যারেরও কিন্তু এইটাই...!
কাহাফ
.
ভাইয়া, আপনার নামটা কিন্তু আমার খুব পছন্দের...!
.
.
.
আজ আপাতত এই কয়টাই, যদি কেউ ইন্টারেস্টেড হোন সামান্যতম, তবে প্লিজ আসল নামটা বলবেন, উড়াধুড়া টাইপ ছদ্মনাম করতে পারবো না কিন্তু...!
.
সবার জন্য উপহার আনতে পারি নাই... এজন্য আমি দুঃখিত না... ধারাবাহিক পোস্টে বাকিদেরটা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ...!
বিষয়: বিবিধ
২২১৮ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক অভিনন্দন।
ভাইয়া প্লিজ! আমার নাম আরো এক মড়েলে চাই, যদি সম্ভব হয়।
খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ
আর দুটো দিয়ে কি করবেন শুনি?? একটা বুকে আরেকটা পিটে ঝুলাবেন??
বি.দ্রঃ আমি আপনার ধব্যবাদ নিলাম না, ওই জিনিসটা বেশি ফরমাল লাগে আমার কাছে...
এবার হলো তো!
হ্যাঁ ভাই পিঠের জন্য আরো একটা চাই।
.
বাকিটা ঠিক আছে...
ধন্যবাদ নিবেন না মানে?? গিলিয়ে দেবো-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...
ওয়াও! মাশা আল্লাহ! চমৎকার ! বিমোহিত হলুম!
ডেস্কটপে ঝুলিয়ে রাখলুম নাম
বুঝলাম... সবই ঠিক ছিলো, শেষের দুটো শব্দ ছাড়া...!
হরিষে বিষাদ যাকে বলে...
এক সময়ের সবচেয়ে 'প্রিয় ও মধুময় একটা নাম'ও পেলাম,যা ভূলতে চাই আমি!
মনে করিয়ে রাখলেন!
'জাযাকাল্লাহু তা'আলা খাইরাল জাযা-ই ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ,আমিন ছুম্মা আমিন'
ভালো লাগলো
আন্টি আপনার জন্য
ডিজাইনের আইডিয়াটা কি-উট...!! ;-)
আপনার জুরিখ কত্তে পারবো না... আসল নাম দিয়ে লাইনে দাড়ান...
আমারটি কোরলাম ভাইয়া
ভাইয়া আপনারটি নিন
আমি উড়াধুড়াটাইপ ছদ্মনাম দিতে মানা করছিলাম... আপনি উড়াধুড়ার আব্বাহুজুর দিলেন...
আপনি তো বেশ নিয়মিতই... আমি অন্য এক মামুন ভাইয়ের কথা বলছিলাম... উনার নাম শুধু 'মামুন'... এই যে তাঁর ছবি...
অ্যাম্বিগ্রামের পেছনের কথা জানতে আমার পরশু আগের পোস্টটা পড়েন... আর কোনো চিপাচাপার মধ্যে দিয়ে আপনার আসল নামটা বলে ফেলেন... I will try my best...! Insha Allah...
Thank you .
মন্তব্য করতে লগইন করুন