ধর্মীয় ফ্যাশনঃ কলিকালের ভণ্ডামি
লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:২৫ রাত
বাংলাদেশের টিভি নাটকে এসব চরিত্র দেখা যায় না, মানে নাটকে ধর্ম পুরাই অনুপস্থিত। সেখানে সব পশ্চিমা আর আধুনিক খোলামেলা পোশাক এর জয়জয়কার। টিভিতে জায়গা না পেয়ে এরা উঠে পড়েছে র্যাম্পে, আই মিন ফ্যাশন বিড়াল হাঁটাহাঁটিতে।
১। ১ম ছবিটা দুর্দান্ত। র্যাম্পে দাঁড়িয়ে হাতে লম্বা নখ আর নেইলপালিশ, ঠোঁটে লিপস্টিক নিয়ে বেহেশতি মুনাজাত ............। কবুল না হয়েই যায় না
২। বিড়াল হাঁটাহাঁটিতে কয় ওয়াক্ত নামাজ মিস হয়েছে খবর নাই, জায়নামাজ নিয়ে শো অফ !!
৩। পারফেক্ট রাজনৈতিক নেতার মূর্তি (নির্বাচনের আগে)
৪। আপু, পাজামা টাইট ফিট আর গোড়ালির উপর...... ঠিক করেন.........।
নারীকে উন্মুক্ত করে আর পণ্য বানিয়ে শুরু হয়েছিল অনেক আগে, এখন যুক্ত হল ধর্ম নিয়ে ব্যবসা। মাষ্টার মাইন্ড যেই হোক, তারিফ না করে পারা যাচ্ছে না। What an Idea Sir ji !!
ব্যাকগ্রাউন্ডে আবার মদিনার মিনার আর আল্লাহু ও লেখা। এই চূড়ান্ত ভণ্ডামির শেষ কোথায়?
( Amber Lifestyle Show, 29 Aug'15 )
বিষয়: বিবিধ
২২৮৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারাম কে হালালাইজড করার শয়তানী চমৎকার ফর্মোলা!
আর কত কী দেখতে হবে......!!!
আমার পীরসাহেবইতো মুরিদদের থেকে ব্যাবসা করতেছে! দুইটাইতো ব্যবাসা!!
ওটা চললে এটা চলবে না কেন?
মন্তব্য করতে লগইন করুন