কারো মৃত্যু ও নাড়া দেয় না আজকাল, বাঙালি কি হুজুগে নাকি রোবট??
লিখেছেন লিখেছেন আতিক খান ০২ ডিসেম্বর, ২০১৪, ১০:২৩:৪৫ সকাল
গত পরশু এক উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠানে শিল্পী কাইউম চৌধুরী মঞ্চে মৃত্যুবরণ করলেও শো থামেনি। সবাই এরপর ও গান শুনেছে, হাততালি দিয়েছে, সঙ্গীত বোদ্ধার মত মাথা নাড়িয়েছে।
এদেশে পিঁপড়ার মত মানুষ মরে। রানা প্লাজা ধ্বস, পদ্মায় লঞ্চ ডুবি, সাগরে ট্রলার ডুবি কি বাস ট্রাক সংঘর্ষ - কিছুই আমাদের স্পর্শ করে না।
মানুষ মানুষের জন্য।আর বাকি সবকিছুই মানুষের প্রয়োজনে। আমরা হুজুগে জাতি। অনেক কিছুতেই অন্য জাতি হতে পিছিয়ে আছি। পিছিয়ে থাকা সমস্যা না, শিখতে না চাওয়াটা হল সমস্যা। একজন ক্রিকেটার অস্ট্রেলিয়ান ফিলিপ হিউজ ক্রিকেট মাঠেই বলের আঘাতে অকালে মারা গেলেন। এই মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে পুরো বিশ্বকে। সবাই যার যার মত শ্রদ্ধা, সন্মান প্রদর্শনে ব্যস্ত। কিন্তু এগুলো কি আমাদের চরিত্রে আছে, সংস্কৃতিতে আছে নাকি মননে?
ওদের কেউ মারা যায়নি, তবু একজন ক্রিকেটারের মৃত্যুতে ভ্রাতৃত্ব বোধ হতে মাত্র ১ টা টেস্ট ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট টিমটা সমগ্র বিশ্বকে দেখিয়ে দিল, কতভাবে চাইলে মানুষ মানুষের প্রতি সন্মান, শ্রদ্ধা প্রদর্শন করতে পারে।
- ব্র্যান্ডন ম্যাককালাম আর কেন উইলিয়ামসন তাদের সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি উদযাপন করেনি। ম্যাককালাম তার চতুর্থ দ্রুততম ডবল সেঞ্চুরি উৎসর্গ করেছে ফিলিপ হিউজকে
- ২ ইনিংস মিলিয়ে ২০ উইকেট নিলেও ১ বার ও সেভাবে উদযাপন করতে দেখা যায়নি
- জার্সিতে ফিলিপ হিউজ এর শর্ট ফর্ম "P.H" লিখে খেলতে নেমেছে
- শুরুতে নীরবতা পালন আর কালো আর্ম ব্যান্ড পড়ে খেলতে নেমেছে
- সবার ব্যাট টুপি দিয়ে ঢেকে সারিবদ্ধ ভাবে সাজানো ছিল হিউজের টুপি আর ব্যাটের মত
- ১ ইনিংস আর ৮০ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনার পর ও উল্লাস করতে দেখা যায়নি।
আর সবচেয়ে বিস্ময়কর ছিল,
- ২য় ইনিংসে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বোলিং এর সময় বাউন্সার করেনি, যে ধরনের বলে মারা গেছে হিউজ।
ওরা এমনকি টেস্টটা খেলতেও চায়নি। ২য়দিন না খেলে শোক পালন ও করেছে। নিউজিল্যান্ড দলটা তাদের আচরন দিয়েই বিশ্বের সবার হৃদয় জয় করেছে।
আমরা নীরবতা পালন আর কালো আর্ম ব্যান্ড পড়ে খেলতে নেমেছিলাম। ব্যাট আর টুপিও সাজিয়েছিলাম হিউজের সন্মানে। কিন্তু এর পরই সারাদিন জোর ভলিউমে "ঢাকার পোলা" জাতীয় গান বাজিয়ে, নেচে, গেয়ে আর উদযাপন করে আমাদের শোকের দৌড় সবাইকে বুঝিয়ে দিয়েছি।
সৌজন্যবোধ, মানবিকতা, শ্রদ্ধা - সন্মান প্রদর্শন সবকিছুতেই জাতি হিসেবে আমাদের অনেক দূর যেতে হবে, গন্তব্য অনেক অনেক দূর .....................।।
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'একজন মরেছে তাই বলে পুরো অনুষ্ঠান বন্ধ করতে হবে......!!! বাংগালীর চেতনা কী এতই ঠুনকো!!!
৭১এর শোক পালনই শেষ হয়নি! নতুন কোন শোকের আবহে সুখের চেতনা কে হারাতে চাই না!!!
মন্তব্য করতে লগইন করুন