সম্পর্কের মূল্য
লিখেছেন লিখেছেন কালের খেয়া ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৭:৫৬ রাত
যেকোন সম্পর্কের মূল্য দুইজনেরই দেয়া উচিত।
একজনের সাথে আরেকজনের A-Z সব মিলবেনা এটাই
স্বাভাবিক মানিয়ে নিতে হবে,,যথেষ্ট সম্মানের
সাথে। মানিয়ে নেয়ার ইচ্ছা বা ক্ষমতা না থাকলে
তুমি/আপনি কারো প্রিয় হবার অধিকারই রাখেন
নাহ.... আমার সাথে তুমার/আপনার যে বিষয়ের মত
মিলে যায় তখন সেটা সম্পর্কের সুন্দর দিক হতে
পারে বা কোন্সিডেনস । কিন্তু যে ব্যাপার গুলোয়
আমরা সম্পূর্ন আলাদা চিন্তা রাখি, তখন কে কাকে
কতটুকু সম্মানদেই সেটাই সম্পর্কের ভ্যালু ঠিক করে
এটাই একটা পিউর সম্পর্কের সুন্দরতম দিক যদি সম্মান
করতে নাই পারেন অন্যের মত সহ্য করতে নাই পারেন
তাইলে আপনার এতদিনের সব
"মায়া,ভালবাসা"মিথ্যা লোকদেখানো।
।
।
রাগ,অভিমান ভুলবুঝাবুঝি হতেই পারে দুজনের
মাঝে। আপনি যদি বড় হোন "এইদুজনের" মাঝে সব ঠিক
করার দায়িত্ব আপনার, সেটা একটু শক্তভাবে হলেও
আফটার অল রাগ মানুষ তাদের উপ্রেই করে যাদের খুব
কাছের মনেকরে,...... রাগটা বেশিদিন থাকতে
দিতে নেই নইলে তা বিরক্তি তে পৌছে যায়... রাগ
যায় বিরক্তি কিন্তু দুর করা যায় না। অত্যন্ত আমি
পারিনা.....
বিষয়: বিবিধ
৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন