দশটি সম্পদ যা আমরা অপচয় করে থাকি

লিখেছেন লিখেছেন মধ্যমপন্থী ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৪:৫৭ রাত

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

السلام عليكم ورحمة الله و بركاته

[মূল পয়েন্টগুলো হাফিজ ইবনুল কায়্যিম(রহ.)-এঁর (৬৯১-৭৫১ হিজরী) রচনা থেকে]:

১. আমাদের জ্ঞান

জ্ঞান অনুযায়ী কাজ না করে এর অপচয় করা হয়ে থাকে।

যেমন ধরুন, আপনি জানেন যে, ধূমপান ক্ষতিকর, কিন্তু আপনি সিগারেট খেয়েই চলেছেন। এই ক্ষেত্রে, আপনি আপনার [ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কিত] জ্ঞানের অপচয় করলেন।

২. আমাদের কর্ম

বিশ্বস্ততা ছাড়া সম্পাদিত কর্ম অপচয় হয়ে থাকে।

যেমন ধরুন আপনি সালাত আদায় করলেন। আপনি রুকু-সেজদা সবই করলেন, কিন্তু সে সব বিশ্বস্ততা সহকারে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত ছিল না – হয়তো কেবলই লোক দেখানো ছিল। এক্ষেত্রে আপনার ঐ কর্ম (অর্থাৎ সালাত/নামায) অপচয় হলো।

৩. আমাদের সম্পদ

আমাদের সস্পদ অপচয় হয়, যখন তা আমাদের জন্য কোন ”আজর” বা প্রতিদান বয়ে আনে না। আমরা যখন লোক দেখানো কাজে বা সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়াতে সম্পদ ব্যয় করি, তখন তা সত্যিকার অর্থে আমাদের জন্য দুনিয়ার বা আখিরাতের কোন মঙ্গল বয়ে আনে না।

যেমন ধরুন, আপনার ড্রয়িং দেখে অন্যেরা impressed হবে, এই চিন্তায় আপনি তা সুসজ্জিত করতে প্রচুর ব্যয় করলেন, হয়তোবা হারাম উপার্জনের আশ্রয়ও নিলেন। এই ক্ষেত্রে আপনার সম্পদ শুধু অপচয়ই হলো এবং আপনার জন্য ক্ষতিই বয়ে আনলো। আপনি অপরের জন্য আপনার শ্রমলব্ধ (অথবা চরিত্র বিক্রয়লব্ধ) সম্পদ ব্যয় করলেন, যা থেকে কোন প্রতিদান আসবে না। এর পরিবর্তে আপনি যদি আপনার বৃদ্ধ বাবা-মা বা এমনকি স্ত্রীকেও প্রয়োজনীয় কিছু কিনে দিতেন, তাতেও এই জগতে এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবার আশা থাকতো।

৪. আমাদের অন্তরসমূহ

আমাদের অন্তরসমূহের অপচয় হয়, যখন তাতে আল্লাহর ভালোবাসা থাকে না এবং আল্লাহর সাথে সাক্ষাতের কোন বাসনা থাকে না – না থাকে প্রশান্তি বা পরিতৃপ্তির কোন বোধ। তার পরিবর্তে আমাদের অন্তরসমূহ অন্য কিছু বা অন্য কারো ভালোবাসা দ্বারা পূর্ণ থাকে।

আমাদের নাগরিক জীবনের সমকালীন অস্থিরচিত্ততা, অর্থহীনতা ও হতাশা দেখলেই সহজে আঁচ করা যায় ইবনুল কায়্যিম(রহ.) কি বোঝাতে চাইছেন। আমাদের অন্তর জুড়ে থাকে নিজ নিজ petty-god বা demigod: কারো জন্য তা ম্যাডোনা, কারো জন্য মাইকেল জ্যাকসন, কারো জন্য তা শোয়েব আক্তার, আবার কারো জন্য হয়তো জুহী চাওলা। আর তার সাথে থাকে অর্থহীন, পরিণতিহীন নিস্ফল বাসনা। কেউ ভোর ২ টার সময় somewhereinblogএ লগ ইন করলে বুঝবেন আমি কি বোঝাতে চাইছি।

৫. আমাদের শরীরসমূহ

আমরা আমাদের শরীরসমূহ অপচয় করে থাকি, কারণ সেগুলো আল্লাহর ইবাদতে বা কাজে নিয়োজিত হয় না।

৬.আমাদের ভালোবাসা

আমাদের ভালোবাসা [ও আবেগ] অপচয় হয়, কারণ তা আল্লাহর জন্য নিবেদিত হয় না বরং অন্য কিছু বা অন্য কারো দিকে তা ধাবিত হয়।

৭.আমাদের সময়

সঠিকভাবে ব্যবহার না করার কারণে সময়ের অপচয় হয়ে থাকে। অতীতে কৃত অপকর্মের তিপূরণ করতে আমরা সময় ব্যয় না করে সময়ের অপচয় করে থাকি।

৮.আমাদের মেধা

আমাদের মেধার অপচয় হয় যখন তা এমন কাজে ব্যবহৃত হয়, যা আমাদের জন্য মঙ্গলময় নয় বরং যা সমাজ বা ব্যক্তির জন্য ক্ষতিকর। যে মেধা চিন্তা বা বিশ্লেষণ করে না বরং রিপুর তাড়নার কাছে নিজেকে সঁপে দেয়, তা অপচয় বা বাজে খরচ হয়ে যায়।

৯. আমাদের সেবা

আমাদের সেবা অপচয় হয়, যখন তা এমন কারো পিছনে ব্যয় হয় যে কিনা আমাদের আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে না অথবা দুনিয়ার কোন কাজেও আসে না।

১০.আমাদের যিকির

আমাদের যিকির অপচয় হয় যখন তা আমাদের অন্তরকে প্রভাবিত করে না।

উদাহরণস্বরূপ ”লা ইলাহা ইল্লাল্লাহ” যিকির করতে করতে অনেকে শেষ পর্যন্ত কেবল ”ইল্লাল্লাহ” ”ইল্লাল্লাহ” বলতে থাকেন। যার অর্থ হচ্ছে ”আল্লাহ্ ছাড়া” ”আল্লাহ্ ছাড়া”। অন্তরকে প্রভাবিত করে না বলেই এমন অর্থহীন যিকির করা সম্ভব হয়।

-লিখেছেন শায়খ এনামুল হক

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339479
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
280925
মধ্যমপন্থী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
339486
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৮
সাদা লিখেছেন : চমতকার কথা।প্রতিটি খুবই মুল্যবান।
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৪
281216
মধ্যমপন্থী লিখেছেন : ধন্যবাদ
339495
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : কাজের পোষ্ট। ধন্যবাদ Rose Rose Rose
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৪
281217
মধ্যমপন্থী লিখেছেন : ধন্যবাদ
339504
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর গবেষণা ও মনে করিয়ে দেয়ার মত পোস্ট পোস্টটি মনযোগ দিয়ে পড়লে চিন্তা তৈরি হতে বাধ্য। ধন্যবাদ।
339813
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩২
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ ,সুন্দর বলেছেন । জাজাকাল্লাহু খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File