একটি ব্লগ, কর্তৃপক্ষ ও ব্লগারদের করনীয়

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৬:২৩ সন্ধ্যা



আমাদের ব্লগ, টুডে ব্লগ নাম দিয়ে যার পদচারণা শুরু। আমাদের ব্লগ বললাম এ জন্য যে এই ব্লগটাকে আমি ও আমরা অনেকেই খুব মহব্বত করি। এই সাইটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ব্লগার ও ভিজিটরদের আনাগোনা বাড়তে দেখলে খুশি হই, আনন্দিত হই। আর সংখ্যাটা কম হতে দেখলে কষ্ট পাই, বুকে একটু চিন চিন করে। যদিও যাত্রার শুরু থেকেই টুডে নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করছে। টুডে থেকে টুমরো হয়েছে, টুমরো থেকে মনিটর। আবার বি ডি মনিটর,কতকিছু। তবুও আল্লাহর শুকরিয়া যে টুডে বারবার নাম পাল্টিয়েও তার যাত্রা অব্যাহত রাখতে পেরেছে। এজন্য নিশ্চয় কর্তৃপক্ষ সাধুবাদ পাওয়ার দাবিদার। কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পঁচিশ কুটি বাংলা ভাষাভাষির এই ব্লগ। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলেও সত্য যে এত বাংলা ভাষাভাষির এই ব্লগে একই সময়ে এক সাথে ভিজিটর ও ব্লগারদের সংখ্যা শতের উপরে অনলাইনে দেখা যায় না। যাত্রাকালীন সময়ের থেকেও যেন সংখ্যাটা বৃদ্ধির পরিবর্তে এখন দিন দিন কমে যাচ্ছে। যা আমাদের সকলের জন্য নিশ্চয় শুধু বেদনার নয়, গ্লানীরও। আর এই জন্য আমরা ব্লগার,কর্তৃপক্ষ সকলেই দায়ি।

একটা ব্লগকে সতেজ- প্রাণবন্ত রাখা, ব্লগের প্রাণ ব্লগারদের ধরে রাখা, ব্লগে নিয়মিত করা, লেখার মান বৃদ্ধিতে সহায়তা করা, ভিজিটর বাড়ানো ইত্যাদি কর্ম সম্পাদনের জন্য কর্তৃপক্ষের ভুমিকা ও দুরদর্শিতা অপরিসীম, যা অনেকাংশে অনুপস্হিত বলে প্রতিয়মান হচ্ছে। সপ্তাহর পর সপ্তাহ অতিক্রম হয় কোন পোস্ট স্টিকি হয় না ! এই ব্লগে কি স্টিকি হওয়ার মত মান সম্মত কোন লেখা কেও পোস্ট করে না ? নাকি এটা কর্তৃপক্ষের উদাসীনতা। ভেবে দেখা দরকার। আমিতো মনে করি অনেক ভালো ভালো লেখক এই ব্লগে বিচরণ করেছেন, অনেকে এখনো করছেন। তাদের অনেক উন্নত মান সম্পন্ন লেখাও মাঝে মধ্যে পড়েছি এবং এখনো পড়ি। সঠিক মূল্যায়নের অভাবে অনেকেই এখন আর ব্লগে আসছেন না বা নিয়মিত হচ্ছেন না।

পরামর্শ :

১ )ব্লগারদের ধরে রাখা ও নিয়মিত করা এবং লেখার মান উন্নত করতে সহায়তার জন্য প্রত্যেক ব্লগারের অপেক্ষাকৃত ভালো লেখাটি স্টিকি করা দরকার।

২ ) প্রতি সপ্তাহে অন্তত তিনটি পোস্ট স্টিকি করা দরকার।

৩) একসাথে একাধিক পোস্টও স্টিকি করা যায়।

৪ ) স্টিকি পোস্ট অন্তত দুইদিন স্হায়ী হওয়া দরকার।

৫ ) ভালো লেখাগুলোতে সম্পাদকের পক্ষ থেকে মাঝে মধ্যে মন্তব্য করা দরকার। পারলে নোটিশ দিয়েও লেখার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া যায়।

৬ ) ফিডব্যাকের জবাব দেয়া দরকার।

৭ ) ব্লগের সমস্যাগুলো তড়িৎ সমাধানের উদ্যোগ নেয়া দরকার।

৮ ) ব্লগটাকে আরো বেশি গতিশীল ও পরিচিত করা যায় কিভাবে তার পরিকল্পনা নেয়া দরকার।


কর্তৃপক্ষের পাশাপাশি আমাদেরও কিছু করনীয় আছে বলে আমি মনে করি।

প্রথমত, আমরা যারা লেখালেখি করছি তাদেরকে নিয়মিত হওয়া দরকার।

- যারা নিয়মিত আছি তারা অনিয়মিতদের নিয়মিত করতে এবং যারা দীর্ঘদিন থেকে অনুপস্হিত তাদেরকে যেভাবেই সম্ভব ব্লগে ধরে নিয়ে আসার চেষ্টা করা দরকার।

- যথাসম্ভব অন্যের পোস্টে বেশি বেশি পজিটিভ মন্তব্য করা দরকার। এতে করে সকলেই ব্লগে হাজির থেকে লিখতে অনুপ্রেরণা পাবে।

- নিজের পোস্টের পাশাপাশি অন্যের ভালো লেখাগুলো আপনা থেকে ফেসবুকে শেয়ার করে লেখককে উৎসাহিত করতে পারি।

দ্বিতীয়ত, নতুন নতুন ব্লগার তৈরী করা দরকার।

- অনেকেই ফেসবুকে লেখালেখি করেন । নিজেদের পরিচিতজনদের ব্লগে লেখার প্রতি আহবান করা যায়। এক্ষেত্রে নিজ উদ্যোগে তাদেরকে ব্লগে একাউন্ট খুলে দেয়া যেতে পারে।

- কিভাবে লেখালেখি করতে হয় তাও শিখানো যেতে পারে।

- একটা বিষয় নির্ধারণ করে দিয়ে নতুনদেরকে লেখায় একটিভ করা যেতে পারে।

তৃতীয়ত, ব্লগের ভিজিটর বাড়ানোর দায়িত্ব ব্লগারদের নিতে হবে।

- যারা অনলাইনে পড়াশুনা করেন তাদেরকে এই ব্লগের সাথে পরিচয় করিয়ে দেয়া দরকার।

- পরিচিতজনদেরকে ব্লগ পরিচিত করিয়ে দিয়ে পড়ার প্রতি উৎসাহিত করা দরকার।

পরিশেষে

সকল প্রকার ধর্ম বিদ্ধেষী লেখা পরিহার করা দরকার। যারা লিখে তাদের ব্যাপারে তড়িৎ ব্যবস্হা নেয়া দরকার।


আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ৬৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339445
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
নাবিক লিখেছেন : পরামর্শগুলোর সাথে সম্পূর্ণ সহমত পোষন করছি।
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩৯
280906
প্যারিস থেকে আমি লিখেছেন : তাহলেতো নিশ্চয় পরামর্শগুলোর আমল করা শুরু করবেন। টার্গেট করি এই মাসে অন্তত তিনজনকে ব্লগার বানাবো এবং দশজন ভিজিটর।ধন্যবাদ
339446
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত সবগুলি পরামর্শের সাথে। কর্তৃপক্ষের সাথে ব্লগারদেরও এই বিষয়ে উদ্যোগি হওয়া প্রয়োজন। বিশেষ করে ব্লগার ও পাঠক বৃদ্ধি করার চেষ্টা করা উচিত।
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
280907
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষ করবে, আমাদের কাজ আমরা শুরু করি।টার্গেট নেই চলতি মাসের। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
339451
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার প্রতিটি পরামর্শের সাথে একমত। জানিনা সম্পাদক মহোদয়ের কাজের চাপে ব্লগ দায়সারা গোছের হয়ে যাচ্ছে কিনা।

বহুদিন ধরে খেয়াল করে দেখলাম। ম্যাগাজিনে অন্যান্য ব্লগ ও নির্বাচিত ব্লগ নামে দুটো অপশন আছে। অন্যান্য ব্লগের অপশনে মোটামুটি নতুন নতুন বিষয় যোগ হতে থাকে। এতে বুঝা যায় কর্তৃপক্ষ অন্যান্য ব্লগের প্রতি সজাগ ও নজর রাখেন। তবে নিজেদের নির্বাচিত ব্লগ অপশন টিকে নিজেরাই নির্বাসনে পাঠিয়েছেন। বহু দিন ধরে কোন নির্বাচিত পোষ্ট নাই।

যাক, সব বিষয়ে নজর রাখা দরকার। যদিও বর্তমানে ব্লগটি খুড়িয়ে খুড়িয়ে চলছে তবে সামনে এমন একটা দিন আসবে, যারা এই ব্লগের সাথে জড়িত ছিল তারা ব্লগার হিসেবে গর্ব করতে পারবে। তাই সবার প্রচেষ্টা থাকা উচিত।

আপনাকে আবারো ধন্যবাদ। ভাল থাকুন।
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
280908
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনীমুলক মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগটাকে বাচিয়ে রাখার জন্য আপনারা সিনিয়র ব্লগারদের উদ্যোগী গতে অনুরুধ করছি। বিশেষ করে আপনার পরিচিত অনেক ব্লগারই এখন আর আগের মত ব্লগে আসছেন না। তাদেরকে আবার সরব করতে আপনারা সচেষ্ট হোন।
339456
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
প্রক্সিমা লিখেছেন : আলহামদুলিল্লাহ ।সব সেরাটাই আমাদের কিন্তু ব্লগটাকে যে কেন সেরা হিসেবে পেলাম না ।আফসোস থেকে গেলো ।আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এখনো জেগে উঠে আমাদের টুডে ব্লগ ও সেরা অবস্থানে যাবে ইনসা আল্লাহ।
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৪
280909
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের পাশাপাশি আমাদেরও জাগতে হবে। আসুন, এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি আগের মত নিয়মিত না তাকে নিয়মিত করি,৩ জন নতুন ব্লগার বানাই এবং ১০ জন ভিজিটর।ধন্যবাদ
339457
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
অনেক পথ বাকি লিখেছেন : সবাই ব্যস্ত,, আপনাকেও তো ঠিকমত পাওয়া যায় না খালি বড় বড় কথা না? Time Out Time Out Time Out
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০২
280810
প্যারিস থেকে আমি লিখেছেন : কথাটা পুরো সত্য নয়,আংশিক সত্য। গত অক্টোবরের ১৪ তারিখ থেকে চলতি বছরের মে মাসের ২৭ তারিখ পর্যন্ত আমি সম্পূর্ণই অনুপস্হিত ছিলাম,আমার জীবনে অনিবার্য দুর্ঘটনা ঘটে যাওয়ার কারনে। নতুবা ব্লগে একাউন্ট করার পর থেকে নিয়মিতই আছি।
হা,নিয়মিত বলতে যদি প্রতিদিন একটা লেখা পোস্ট করা বুঝান তাহলে আমি অনিয়মিত। আর যদি ব্লগে উপস্হিত ও অন্যের লেখা পড়া বুঝান তাহলে আমি শতভাগ উপস্হিত। প্রতিদিনই আমি দু'চারটা মন্তব্য করে থাকি অন্যান্ন পোস্টে। সম্ভবত এই ব্লগে মন্তব্য দেয়ার ক্ষেত্রে আমার সংখ্যাটা কেও ছাড়িয়ে যেতে পারবেনা । ৬২৫৪ টি মন্তব্য আমি ইতিমধ্যে করেছি। আর পেয়েছি ৫ হাজারের কম। বিধায়.....। Crying Crying Crying
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪২
280846
অনেক পথ বাকি লিখেছেন : মাশাআল্লাহ,, জাজাকআল্লাহ,, আপনাদের মত ব্লগার পেয়ে টুডে ব্লগ আসলেই ধন্য। আপনারা ব্লগ নিয়ে এতকিছু ভাবেন সেটা শুনে সত্যি মনটা আনন্দে ভরে গেলো। আমার মত অভাগারা তো কিছু লিখতে পারি না,, দুচারজনের লেখা পড়ি মাঝে মাঝে দু একটা মন্তব্য করেই ক্ষান্ত Sad
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৩
280911
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনিতো খারাপ লেখেন না, আপনার পাতায় দেখে আসলাম। অতএব লিখতে থাকুন, আমরা সাথে থাকবো।
339458
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : পরামর্শে সহমত৷ আসুন প্রত্যেকেই সচেষ্ট হই৷ধন্যবাদ৷
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৫
280912
প্যারিস থেকে আমি লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগটাকে বাচিয়ে রাখার জন্য আপনারা সিনিয়র ব্লগারদের উদ্যোগী হতে অনুরুধ করছি। বিশেষ করে আপনার পরিচিত অনেক ব্লগারই এখন আর আগের মত ব্লগে আসছেন না। তাদেরকে আবার সরব করতে আপনারা সচেষ্ট হোন।
339460
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
এ,এস,ওসমান লিখেছেন : আপনার সাথে সহমত জানাই।তবে ব্লগের কর্তৃপক্ষ আপনার সাথে সহ্মত জানায় নাকি সেটাই হলো কথা............ Yawn
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪১
280968
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষ করবে, আমাদের কাজ আমরা শুরু করি।টার্গেট নেই চলতি মাসের। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
339463
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৯
আবু জান্নাত লিখেছেন : আপনার সকল পরামর্শের সাথে সহমত।
তবে আমার মনে হয়, ব্লগ কর্তৃপক্ষ ডোমেইন পরিবর্তন করতে করতেই কাহিল। স্টিকি করার এত সময় আছে নাকি! Hot Hot Hot
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪১
280969
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষ করবে, আমাদের কাজ আমরা শুরু করি।টার্গেট নেই চলতি মাসের। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
339465
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৮
দুষ্টু পোলা লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : আপনার সকল পরামর্শের সাথে সহমত।
তবে আমার মনে হয়, ব্লগ কর্তৃপক্ষ ডোমেইন পরিবর্তন করতে করতেই কাহিল। স্টিকি করার এত সময় আছে নাকি!
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪১
280970
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষ করবে, আমাদের কাজ আমরা শুরু করি।টার্গেট নেই চলতি মাসের। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
১০
339468
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৩
আফরা লিখেছেন : পরামর্শে সহমত৷ আসুন প্রত্যেকেই সচেষ্ট হই৷ধন্যবাদ৷
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪২
280971
প্যারিস থেকে আমি লিখেছেন : কাজ আমরা শুরু করি।টার্গেট নেই চলতি মাসের। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৩
280972
আফরা লিখেছেন : ভাইয়া আপনার ঘরের ব্লগারকে তো দেখছি না !!!
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৮
280981
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিতো তাকে স্বক্রীয় করার কাজ শুরু করেছি এবং ইতমধ্যে কথা বলেছি। ইনশা আল্লাহ আমি সফল হব।
১১
339474
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : টুডে ব্লগ সম্পাদকের দোষ দিয়ে কি লাভ হবে??? আমরা দেখি টুডে সম্পাদকের চেয়ে টুডে ব্লগের ব্লগারদের দোষ অনেক অংশে বেশি!!!

টুডে ব্লগে ব্লগিং করতে আসে শুধু নিজের পোস্টটা মানুষকে পড়ানোর জন্য!!! অন্যের লেখা গুলো পড়ার কোন ইচ্ছে টুডে ব্লগের ব্লগারদের মাঝে অনুপুস্থিতি....!!!

ঘুরেফিরেই যে কজন মন্তব্যকারী তারাই... বাকিরা নিজের ব্লগ পোস্টে মন্তব্য পাওয়ার জন্য হাহাকার করে....!! আর জবাব দেয়, আবার কেউ মন্তব্যের জবাবই দেয়না!!!

নিজেকে ব্লগার পরিচয় দিতে পছন্দ করে অথচ ব্লগিংয়ের মূল অংশই হল মন্তব্য প্রতি মন্তব্য..... তা থেকে বিরত থাকে।


নিয়মিত মন্তব্যকারী হিসেবে " হতভাগা* রিদওয়ান কবির সবুজ* ছাড়া বাকিরা অনিয়মিত নতুনদের মাঝে নাবিক* বাকিরা পোস্ট দিতেই বেশি পছন্দ করে....।

এই ব্লগ সাইটটাকে আপন মনে করি বলেই সামান্য উদ্যোগ নিয়েছি..... আমরা ক*জন কিন্তু ব্লগারদের সাড়া নেই বললেই চলে......!

এই সুস্থধারার প্লাটফর্মটাকে বাঁচিয়ে রাখতে হলে ব্লগারদের এগিয়ে আসতে হবে.... হবে.... হবে.....।

আপনার লেখাটির মূল্যায়ন সম্পাদক মোহদয় করলেই খুব বেশি খুশি হব।
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৫
280973
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার দিকনির্দেশনামুলক মন্তব্যের জন্য ধন্যবাদ। আমিও এই বিষয়টা ফিল করি, আমরা অনেকেই আছি যারা অন্যের পোস্টে মন্তব্য করিনা।

আপনাদের উদ্যোগ প্রসংশার দাবিদার।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৯
281029
আবু জান্নাত লিখেছেন : আপনি হয়তো সেরা মন্তব্যকারী অপশন থেকে কথাটি বলেছেন, আমি ব্যক্তিগত ভাবে মানে সর্বোচ্চ ৪টি কোন মাসে ১ বা ২টি পোষ্ট করি। মন্তব্যের ব্যাপারে বললো এমন কোন দিন নেই যে, আমি অন্তত দৈনিক ১৫ থেকে ২০টি পোষ্টে মন্তব্য করিনি।
তবুও গঠনমূলক সমালোচনার জন্য শুকরিয়া। @ সেরা ব্লগ নির্বাচক।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩১
281614
সেরা ব্লগ নির্বাচক লিখেছেন : আপনার জন্য শুভকামনা থাকলো আপনার বিষয়টি আমাদের নজরে আছে ধন্যবাদ @আবু জান্নাত
১২
339477
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০১
হতভাগা লিখেছেন : আপনার পরামর্শ গুলোর সাথে একমত ।

গত দুইমাস ধরে যে সেরা পোস্ট নির্বাচন করা হচ্ছে দিন ধরে সেটা ভাল লেগেছে ।

সেরা ব্লগ(আমার কাছে সেটা পোস্ট) এর পাশাপাশি কমেন্ট অব দ্যা উইক - এরকম কিছু একটা করা উচিত ।

সপ্তাহের সর্বোচ্চ মন্তব্যকারীর যে অপশনটা চালু হয়েছিল সেটা এখন প্রায়শই হ্যাংক হয়ে যায় । এবং কিছু কিছু ব্লগার কুইক কমেন্ট ব্যবহার করে এটার খুব মিস উইজ করে যাচ্ছে ।

কিছু কিছু ব্লগার আছে তাদের নাম দেখা গেলেও তারা কোন কিছুতে নেই - জুলিয়া , রবার্ট । আরও কেউ কেউ আছে যে পোস্ট করলেও কমেন্ট এর জবাব দেয় না বা অন্য কারও পোস্টে কমেন্ট করে না - ইগলের চোখ ।

এদেরকে জড়তা দূর করে এগিয়ে আসতে হবে ।

ব্লগে ভিজিটর সামুতেও কমে গেছে । সামু থেকে বিডির একটা ভাল সুবিধা এই যে সামুতে পোস্টের পর পোস্ট কমেন্ট থাকে না । বিডিতে সেটা খুবই কম ।

ব্যস্ততা সবারই কম বেশী আছে । তবুও এক আধটু সময় বের করাই যায় ব্লগিং এর জন্য ।

নিজের অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করলে অনেক কিছু জানা ও বোঝাও যায় ।
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫০
280975
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া আপনার দিকনির্দেশনামুলক মন্তব্যের জন্য। যে বিষয়গুলোর উল্লেখ করলেন তা সত্যিই দুঃখজনক। আমরা যারা নিয়মিত আছি তাদেরকে আরেকটু সচেষ্ট হওয়া দরকার। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
১৩
339483
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৮
নৈশ শিকারী লিখেছেন : আপনার সাথে সহমত, ভালো লাগলো ধন্যবাদ!
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫২
280977
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিই যদি একমত হন তাহলে আসুন প্রথমে নিজেরা নিয়মিত হই । তারপর এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
১৪
339487
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দরদ মাখানো পোষ্টটি পড়ে ভাল লাগল, আমাদের প্রত্যেকের কমবেশী আলসেমী আছে ।
তবে মডারেশানের আরো আন্তরিক হওয়া জরুরী মনে করি ।
ফেসবুকে আমাদের ফ্রেন্ডলিস্টে অনেক ভাল মানের লেখক বন্ধু আছে । তাদেরকে ব্লগে নিয়ে আসা উচিত । প্রয়োজনে ব্লগে আমরা একাউন্ট করিয়ে দিয়ে হলেও উনাদেরকে ব্লগার বানিয়ে দিতে পারলে ব্লগিং জগৎটা আরো সমৃদ্ধশালী হবে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ । Good Luck Rose Rose
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫৮
280997
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনারা সিনিয়র ব্লগার হিসাবে আরো বেশি সচেষ্ট হওয়ার অনুরোধ করছি।
আপনার সমসাময়িকদেরকে আপনি নিয়মিত করার উদ্যোগ নেয়ার অনুরোধ করছি।
সিবিএফ কেও ভুমিকা রাখার আহবান করছি।
১৫
339490
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার পরামর্শগুলোর সাথে সম্পূর্ণ সহমত পোষন করে । কর্তৃপক্ষকে একটু নজর দেওয়ার অনুরুধ জানাচ্ছি
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫৯
280998
প্যারিস থেকে আমি লিখেছেন : কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষ করবে, আমাদের কাজ আমরা শুরু করি।টার্গেট নেই চলতি মাসের। পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
১৬
339505
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার উপস্থিত কথা গুলো আমারা প্রায় প্রতিদিন ভাবি কিন্তু বলিনা! কিছুদিন আগে হয়তো অনেকে বলেছে কিন্তু সমাধান নামের যন্ত্রটা অকার্যকর হয়ে পড়ে আছে.....!

ব্লগারেরা অনেকেই অলস সময় গুলো ফেসবুকেই দিচ্ছে!!!

ফেসবুকে এই ধরনের Happy Winking ইমু ব্যবহার করে সময় পার করে দেয়। কিন্তু এই ব্লগ প্লাটফর্মটির দিকে নজর নেই.....।

যেদিন পোস্ট দেয়ার চিন্তা সেই দিনই কয়েকটি মন্তব্য...! পোস্ট দিয়ে মন্তব্য পেলে প্রতি মন্তব্য....ব্যাস।

এত দায়িত্বহীন হলে সুস্থ সমাজ বিনির্মাণে আমরা অবদান রাখতে পারব? না পারবনা...!!

ক*দিন আগে অধিকার আদায়ে ব্লগারদের ভূমিকা শিরোনাম জেদ্দাতে অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানের উদ্যোগত্তা ছিলো কয়েকজন ব্লগার।

তাদের চিন্তা চেতনা ছিলো সমাজকে কিছু দেয়া সমাজকে কিছু দিতে চাইলে প্রথমে দরকার শক্ত প্লাটফর্ম, প্লাটফর্ম তৈরী করতে হলে পরিশ্রম করা জরুরি।

পরিশ্রমী ব্লগার ছাড়া অধিকার আদায় করে নেয়া কোন ভাবে সম্ভব হবেনা।

সহব্লগারদের প্ররিশ্রমী হবার আহবান জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৩
280999
প্যারিস থেকে আমি লিখেছেন : অন্তত আমরা কয়েকজন যদি স্বক্রীয় হই তবে সমাধান আসবে বলে বিশ্বাস করি।

আপনার সুন্দর পরামর্শমুলক মন্তব্যের অসংখ্য ধন্যবাদ।
১৭
339525
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৫০
কাহাফ লিখেছেন :
দরদী পরামর্শমুলক উপস্হাপনায় সহমত পোষণ করে জাযাকাল্লাহ জানাচ্ছি!
ব্লগ কে বিকশিত করতে ব্লগারদের প্রাণবন্ত উপস্হিতি জরুরী,যা একেবারেই কম হচ্ছে!
সময়-সুযোগ মিলিয়ে সবাই এ ব্যাপারে দৃষ্টি দিবেন-এই প্রত্যাশা!!
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৪
281000
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিই যদি একমত হন তাহলে আসুন প্রথমে নিজেরা নিয়মিত হই । তারপর এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৩
281003
কাহাফ লিখেছেন : সত্যিই একমত আমি! ইনশা আল্লাহ পরিচিত কয়েকজন ব্লগার ভাই কে নিয়মিত হতে অনুরুধ জানাব আমি!
১৮
339527
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৮
জ্ঞানের কথা লিখেছেন : এত কষ্ট করার কি দরকার! চলছে চলুক!
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৯
281001
প্যারিস থেকে আমি লিখেছেন : এটাতো কোন জ্ঞানের কথা হলোনা। মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ
১৯
339528
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাইয়া ভাবিকে ব্লগার বানিয়েছেন? তাকে সবার আগে ব্লগ সম্পর্কে বুঝিয়ে তাড়াতাড়ি ব্লগে নিয়ে আসুন! যেন আপনারা পরিবার বর্গ টুডে ব্লগকে মাতিয়ে রাখতে পারেন। আর আমরা আপনাদের সাথে সঙ্গ দেব সকল লেখার। অনেক ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৩
281002
প্যারিস থেকে আমি লিখেছেন : সে ইতিমধ্যে একটা একাউন্ট করেছে। কিছুদিন পোস্টও দিয়েছিলো। এখন ৬ মাস বয়েসী একটা সন্তানের জন্য ওদিকে ব্যস্ত থাকতে হয়। তবুও বলেছি......। তার নিক মুমতাহিনা তাজরি। এখন হয়তো এই নিক পরিবর্তন করে উম্মে ফাহমি হতে পারে। আমাদের সন্তানের নাম আলম ফাহমি।
২০
339529
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২০
কাব্যগাথা লিখেছেন : খুবই চমত্কার সাজেশন |কর্তৃপক্ষ ভেবে দেখতেই পারেন সাজেশনগুলো |
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৪
281004
প্যারিস থেকে আমি লিখেছেন : যদি একমত হন তাহলে আসুন প্রথমে নিজেরা নিয়মিত হই । তারপর এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
২১
339530
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২৪
তবুওআশাবা্দী লিখেছেন : খুবই গঠনুলক একগুচ্ছ সাজেশন ব্লগটাকে আরো সুন্দর করে সাজাবার|অনেক ধন্যবাদ|
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৪
281005
প্যারিস থেকে আমি লিখেছেন : যদি একমত হন তাহলে আসুন প্রথমে নিজেরা নিয়মিত হই । তারপর এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
২২
339541
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২২
পাকিস্তানি চাচা লিখেছেন : সময় উপযোগী পোস্ট জাজাকাল্লাহু খাইরান।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৫
281006
প্যারিস থেকে আমি লিখেছেন : যদি একমত হন তাহলে আসুন প্রথমে নিজেরা নিয়মিত হই । তারপর এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
281036
পাকিস্তানি চাচা লিখেছেন : আমি নিজে নিয়মিত কিন্তু আমার কাছে কেন জানি মতামত দিতে ভালো লাগে না।
আমি ব্যাক্তিগত ভাবে কয়েক জন ব্লগার এবং ভিজিটর বানিয়েছি কিন্তু তারা নিয়মিত না।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
281086
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার একটা কমেন্টস অন্যের লেখার প্রতি উৎসাহ হবে।
২৩
339601
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০০
শহর ইয়ার লিখেছেন : টুডে ব্লগ শুরুর পর থেকে একই গেট-আপে আছে। কোন পরিবর্তন নেই। ব্লগের অঙ্গসজ্জায় নিয়মিত পরিবর্তন আনা জরুরী। ষ্টিকি পোষ্টে এডমিনের অনীহা দৃষ্টিকটু রকমভাবে পরিলক্ষিত হয়। অনেক জ্ঞানগর্ভ লেখা কোন রকমের মূল্যায়ন ছাড়াই অন্যলেখার ভিড়ে হারিয়ে যায়, এডমিনের দৃষ্টি পড়ে না তাতে। আপনার এই লেখাটিই যেমন ষ্টিকি হওয়া দরকার ছিল।

আর প্রতিটি লেখায় যেসব মন্তব্য আসে সেগুলো ব্লগারের অর্জন, ব্লগের নয়। অতীতে বিনা নোটিশে ব্লগ কতৃপক্ষ আমাদের লেখা থেকে মন্তব্য সরিয়ে ফেলে অত্যন্ত নীতিবিগর্হিত কাজ করেছেন, যেকারণে এই ব্লগে লেখার কোন অনুপ্রেরনা পাই না। টেকনিক্যাল কারনে যদি মন্তব্য মুছে ফেলতেই হয়, সেটা ঘোষনা দিয়েই করা উচিত ছিল,যাতে সেগুলো সরিয়ে নেয়ার সুযোগ থাকত।

এটা ঠিক যে এই ব্লগের উপর সরকারের নিয়মিত খড়গ পড়ছে, যাতে ব্লগ কতৃপক্ষকে থাকতে হচ্ছে দৌড়ের উপর। তারপরেও বলতে হয়, এই ব্লগের একটি নির্দিষ্ট সংখ্যক পাঠক আছে যেটা অন্য ব্লগের নেই। এখন ব্লগের এডমিন একটু সচেতন ও কৌশলী হলেই আবারও এই ব্লগকে জমজমাট করা সম্ভব। আপনাকে ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৭
281007
প্যারিস থেকে আমি লিখেছেন : আসুন না আমরা একটু নড়ে ছড়ে বসে দেখি ব্লগটাকে আগের মত প্রাণবন্ত করা যায় কি না।ধন্যবাদ সমস্যা ও সম্ভাবনা উল্লেখমুলক মন্তব্যের জন্য।
২৪
339605
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম । চমৎকার দিক নির্দেশনা! জাযাকাল্লাহু খাইর!
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৫
280995
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। মুহতারামা, আপনি ব্লগে নিয়মিত হবেন এটা আমার পক্ষ থেকে সবিনয় অনুরোধ।

আপনার শততম পোস্টটি পড়ে এসেছি, খুবই ভালোলাগা একটি পোস্ট।
২৫
339698
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : মোবারকবাদ জানুন,অনেক চমৎকার পরামর্শ মূলক পোস্টের জন্য।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
281087
প্যারিস থেকে আমি লিখেছেন : যদি একমত হন তাহলে আসুন প্রথমে নিজেরা নিয়মিত হই । তারপর এই মাসে পরিচিত একজন ব্লগার যিনি ব্লগে আগের মত আসেন না তাকে স্বক্রীয় করি, অন্তত ৩ জন নতুন ব্লগার ও ১০ জন ভিজিটর বানাই। ধন্যবাদ
২৬
339981
০৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার পরামর্শগুলি খুব কাজের। চমৎকার পরামর্শগুলি মডারেটর আমলে নিবেন আশা করি।
০৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
281387
প্যারিস থেকে আমি লিখেছেন : সম্ভবত মডারেটর আমল করা শুরু করছেন। আমরাও আরেকটু নড়েচড়ে বসি। তাহলে ব্লগটা আবার সরব হয়ে উঠবে।
২৭
347978
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুবই সুন্দর পরামর্শগুলো। ব্লগার, কর্তৃপক্ষ ও লেখক-পাঠক সবার জন্য উপকারে আসবে আশা করি।
লেখককে ধন্যবাদ...
০২ নভেম্বর ২০১৫ রাত ০৪:০১
289042
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File