একটি ব্লগ, কর্তৃপক্ষ ও ব্লগারদের করনীয়
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৬:২৩ সন্ধ্যা
আমাদের ব্লগ, টুডে ব্লগ নাম দিয়ে যার পদচারণা শুরু। আমাদের ব্লগ বললাম এ জন্য যে এই ব্লগটাকে আমি ও আমরা অনেকেই খুব মহব্বত করি। এই সাইটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ব্লগার ও ভিজিটরদের আনাগোনা বাড়তে দেখলে খুশি হই, আনন্দিত হই। আর সংখ্যাটা কম হতে দেখলে কষ্ট পাই, বুকে একটু চিন চিন করে। যদিও যাত্রার শুরু থেকেই টুডে নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করছে। টুডে থেকে টুমরো হয়েছে, টুমরো থেকে মনিটর। আবার বি ডি মনিটর,কতকিছু। তবুও আল্লাহর শুকরিয়া যে টুডে বারবার নাম পাল্টিয়েও তার যাত্রা অব্যাহত রাখতে পেরেছে। এজন্য নিশ্চয় কর্তৃপক্ষ সাধুবাদ পাওয়ার দাবিদার। কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।
বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পঁচিশ কুটি বাংলা ভাষাভাষির এই ব্লগ। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলেও সত্য যে এত বাংলা ভাষাভাষির এই ব্লগে একই সময়ে এক সাথে ভিজিটর ও ব্লগারদের সংখ্যা শতের উপরে অনলাইনে দেখা যায় না। যাত্রাকালীন সময়ের থেকেও যেন সংখ্যাটা বৃদ্ধির পরিবর্তে এখন দিন দিন কমে যাচ্ছে। যা আমাদের সকলের জন্য নিশ্চয় শুধু বেদনার নয়, গ্লানীরও। আর এই জন্য আমরা ব্লগার,কর্তৃপক্ষ সকলেই দায়ি।
একটা ব্লগকে সতেজ- প্রাণবন্ত রাখা, ব্লগের প্রাণ ব্লগারদের ধরে রাখা, ব্লগে নিয়মিত করা, লেখার মান বৃদ্ধিতে সহায়তা করা, ভিজিটর বাড়ানো ইত্যাদি কর্ম সম্পাদনের জন্য কর্তৃপক্ষের ভুমিকা ও দুরদর্শিতা অপরিসীম, যা অনেকাংশে অনুপস্হিত বলে প্রতিয়মান হচ্ছে। সপ্তাহর পর সপ্তাহ অতিক্রম হয় কোন পোস্ট স্টিকি হয় না ! এই ব্লগে কি স্টিকি হওয়ার মত মান সম্মত কোন লেখা কেও পোস্ট করে না ? নাকি এটা কর্তৃপক্ষের উদাসীনতা। ভেবে দেখা দরকার। আমিতো মনে করি অনেক ভালো ভালো লেখক এই ব্লগে বিচরণ করেছেন, অনেকে এখনো করছেন। তাদের অনেক উন্নত মান সম্পন্ন লেখাও মাঝে মধ্যে পড়েছি এবং এখনো পড়ি। সঠিক মূল্যায়নের অভাবে অনেকেই এখন আর ব্লগে আসছেন না বা নিয়মিত হচ্ছেন না।
পরামর্শ :
১ )ব্লগারদের ধরে রাখা ও নিয়মিত করা এবং লেখার মান উন্নত করতে সহায়তার জন্য প্রত্যেক ব্লগারের অপেক্ষাকৃত ভালো লেখাটি স্টিকি করা দরকার।
২ ) প্রতি সপ্তাহে অন্তত তিনটি পোস্ট স্টিকি করা দরকার।
৩) একসাথে একাধিক পোস্টও স্টিকি করা যায়।
৪ ) স্টিকি পোস্ট অন্তত দুইদিন স্হায়ী হওয়া দরকার।
৫ ) ভালো লেখাগুলোতে সম্পাদকের পক্ষ থেকে মাঝে মধ্যে মন্তব্য করা দরকার। পারলে নোটিশ দিয়েও লেখার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া যায়।
৬ ) ফিডব্যাকের জবাব দেয়া দরকার।
৭ ) ব্লগের সমস্যাগুলো তড়িৎ সমাধানের উদ্যোগ নেয়া দরকার।
৮ ) ব্লগটাকে আরো বেশি গতিশীল ও পরিচিত করা যায় কিভাবে তার পরিকল্পনা নেয়া দরকার।
কর্তৃপক্ষের পাশাপাশি আমাদেরও কিছু করনীয় আছে বলে আমি মনে করি।
প্রথমত, আমরা যারা লেখালেখি করছি তাদেরকে নিয়মিত হওয়া দরকার।
- যারা নিয়মিত আছি তারা অনিয়মিতদের নিয়মিত করতে এবং যারা দীর্ঘদিন থেকে অনুপস্হিত তাদেরকে যেভাবেই সম্ভব ব্লগে ধরে নিয়ে আসার চেষ্টা করা দরকার।
- যথাসম্ভব অন্যের পোস্টে বেশি বেশি পজিটিভ মন্তব্য করা দরকার। এতে করে সকলেই ব্লগে হাজির থেকে লিখতে অনুপ্রেরণা পাবে।
- নিজের পোস্টের পাশাপাশি অন্যের ভালো লেখাগুলো আপনা থেকে ফেসবুকে শেয়ার করে লেখককে উৎসাহিত করতে পারি।
দ্বিতীয়ত, নতুন নতুন ব্লগার তৈরী করা দরকার।
- অনেকেই ফেসবুকে লেখালেখি করেন । নিজেদের পরিচিতজনদের ব্লগে লেখার প্রতি আহবান করা যায়। এক্ষেত্রে নিজ উদ্যোগে তাদেরকে ব্লগে একাউন্ট খুলে দেয়া যেতে পারে।
- কিভাবে লেখালেখি করতে হয় তাও শিখানো যেতে পারে।
- একটা বিষয় নির্ধারণ করে দিয়ে নতুনদেরকে লেখায় একটিভ করা যেতে পারে।
তৃতীয়ত, ব্লগের ভিজিটর বাড়ানোর দায়িত্ব ব্লগারদের নিতে হবে।
- যারা অনলাইনে পড়াশুনা করেন তাদেরকে এই ব্লগের সাথে পরিচয় করিয়ে দেয়া দরকার।
- পরিচিতজনদেরকে ব্লগ পরিচিত করিয়ে দিয়ে পড়ার প্রতি উৎসাহিত করা দরকার।
পরিশেষে
সকল প্রকার ধর্ম বিদ্ধেষী লেখা পরিহার করা দরকার। যারা লিখে তাদের ব্যাপারে তড়িৎ ব্যবস্হা নেয়া দরকার।
আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বহুদিন ধরে খেয়াল করে দেখলাম। ম্যাগাজিনে অন্যান্য ব্লগ ও নির্বাচিত ব্লগ নামে দুটো অপশন আছে। অন্যান্য ব্লগের অপশনে মোটামুটি নতুন নতুন বিষয় যোগ হতে থাকে। এতে বুঝা যায় কর্তৃপক্ষ অন্যান্য ব্লগের প্রতি সজাগ ও নজর রাখেন। তবে নিজেদের নির্বাচিত ব্লগ অপশন টিকে নিজেরাই নির্বাসনে পাঠিয়েছেন। বহু দিন ধরে কোন নির্বাচিত পোষ্ট নাই।
যাক, সব বিষয়ে নজর রাখা দরকার। যদিও বর্তমানে ব্লগটি খুড়িয়ে খুড়িয়ে চলছে তবে সামনে এমন একটা দিন আসবে, যারা এই ব্লগের সাথে জড়িত ছিল তারা ব্লগার হিসেবে গর্ব করতে পারবে। তাই সবার প্রচেষ্টা থাকা উচিত।
আপনাকে আবারো ধন্যবাদ। ভাল থাকুন।
হা,নিয়মিত বলতে যদি প্রতিদিন একটা লেখা পোস্ট করা বুঝান তাহলে আমি অনিয়মিত। আর যদি ব্লগে উপস্হিত ও অন্যের লেখা পড়া বুঝান তাহলে আমি শতভাগ উপস্হিত। প্রতিদিনই আমি দু'চারটা মন্তব্য করে থাকি অন্যান্ন পোস্টে। সম্ভবত এই ব্লগে মন্তব্য দেয়ার ক্ষেত্রে আমার সংখ্যাটা কেও ছাড়িয়ে যেতে পারবেনা । ৬২৫৪ টি মন্তব্য আমি ইতিমধ্যে করেছি। আর পেয়েছি ৫ হাজারের কম। বিধায়.....।
তবে আমার মনে হয়, ব্লগ কর্তৃপক্ষ ডোমেইন পরিবর্তন করতে করতেই কাহিল। স্টিকি করার এত সময় আছে নাকি!
তবে আমার মনে হয়, ব্লগ কর্তৃপক্ষ ডোমেইন পরিবর্তন করতে করতেই কাহিল। স্টিকি করার এত সময় আছে নাকি!
টুডে ব্লগে ব্লগিং করতে আসে শুধু নিজের পোস্টটা মানুষকে পড়ানোর জন্য!!! অন্যের লেখা গুলো পড়ার কোন ইচ্ছে টুডে ব্লগের ব্লগারদের মাঝে অনুপুস্থিতি....!!!
ঘুরেফিরেই যে কজন মন্তব্যকারী তারাই... বাকিরা নিজের ব্লগ পোস্টে মন্তব্য পাওয়ার জন্য হাহাকার করে....!! আর জবাব দেয়, আবার কেউ মন্তব্যের জবাবই দেয়না!!!
নিজেকে ব্লগার পরিচয় দিতে পছন্দ করে অথচ ব্লগিংয়ের মূল অংশই হল মন্তব্য প্রতি মন্তব্য..... তা থেকে বিরত থাকে।
নিয়মিত মন্তব্যকারী হিসেবে " হতভাগা* রিদওয়ান কবির সবুজ* ছাড়া বাকিরা অনিয়মিত নতুনদের মাঝে নাবিক* বাকিরা পোস্ট দিতেই বেশি পছন্দ করে....।
এই ব্লগ সাইটটাকে আপন মনে করি বলেই সামান্য উদ্যোগ নিয়েছি..... আমরা ক*জন কিন্তু ব্লগারদের সাড়া নেই বললেই চলে......!
এই সুস্থধারার প্লাটফর্মটাকে বাঁচিয়ে রাখতে হলে ব্লগারদের এগিয়ে আসতে হবে.... হবে.... হবে.....।
আপনার লেখাটির মূল্যায়ন সম্পাদক মোহদয় করলেই খুব বেশি খুশি হব।
আপনাদের উদ্যোগ প্রসংশার দাবিদার।
তবুও গঠনমূলক সমালোচনার জন্য শুকরিয়া। @ সেরা ব্লগ নির্বাচক।
গত দুইমাস ধরে যে সেরা পোস্ট নির্বাচন করা হচ্ছে দিন ধরে সেটা ভাল লেগেছে ।
সেরা ব্লগ(আমার কাছে সেটা পোস্ট) এর পাশাপাশি কমেন্ট অব দ্যা উইক - এরকম কিছু একটা করা উচিত ।
সপ্তাহের সর্বোচ্চ মন্তব্যকারীর যে অপশনটা চালু হয়েছিল সেটা এখন প্রায়শই হ্যাংক হয়ে যায় । এবং কিছু কিছু ব্লগার কুইক কমেন্ট ব্যবহার করে এটার খুব মিস উইজ করে যাচ্ছে ।
কিছু কিছু ব্লগার আছে তাদের নাম দেখা গেলেও তারা কোন কিছুতে নেই - জুলিয়া , রবার্ট । আরও কেউ কেউ আছে যে পোস্ট করলেও কমেন্ট এর জবাব দেয় না বা অন্য কারও পোস্টে কমেন্ট করে না - ইগলের চোখ ।
এদেরকে জড়তা দূর করে এগিয়ে আসতে হবে ।
ব্লগে ভিজিটর সামুতেও কমে গেছে । সামু থেকে বিডির একটা ভাল সুবিধা এই যে সামুতে পোস্টের পর পোস্ট কমেন্ট থাকে না । বিডিতে সেটা খুবই কম ।
ব্যস্ততা সবারই কম বেশী আছে । তবুও এক আধটু সময় বের করাই যায় ব্লগিং এর জন্য ।
নিজের অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করলে অনেক কিছু জানা ও বোঝাও যায় ।
তবে মডারেশানের আরো আন্তরিক হওয়া জরুরী মনে করি ।
ফেসবুকে আমাদের ফ্রেন্ডলিস্টে অনেক ভাল মানের লেখক বন্ধু আছে । তাদেরকে ব্লগে নিয়ে আসা উচিত । প্রয়োজনে ব্লগে আমরা একাউন্ট করিয়ে দিয়ে হলেও উনাদেরকে ব্লগার বানিয়ে দিতে পারলে ব্লগিং জগৎটা আরো সমৃদ্ধশালী হবে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আপনারা সিনিয়র ব্লগার হিসাবে আরো বেশি সচেষ্ট হওয়ার অনুরোধ করছি।
আপনার সমসাময়িকদেরকে আপনি নিয়মিত করার উদ্যোগ নেয়ার অনুরোধ করছি।
সিবিএফ কেও ভুমিকা রাখার আহবান করছি।
ব্লগারেরা অনেকেই অলস সময় গুলো ফেসবুকেই দিচ্ছে!!!
ফেসবুকে এই ধরনের ইমু ব্যবহার করে সময় পার করে দেয়। কিন্তু এই ব্লগ প্লাটফর্মটির দিকে নজর নেই.....।
যেদিন পোস্ট দেয়ার চিন্তা সেই দিনই কয়েকটি মন্তব্য...! পোস্ট দিয়ে মন্তব্য পেলে প্রতি মন্তব্য....ব্যাস।
এত দায়িত্বহীন হলে সুস্থ সমাজ বিনির্মাণে আমরা অবদান রাখতে পারব? না পারবনা...!!
ক*দিন আগে অধিকার আদায়ে ব্লগারদের ভূমিকা শিরোনাম জেদ্দাতে অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানের উদ্যোগত্তা ছিলো কয়েকজন ব্লগার।
তাদের চিন্তা চেতনা ছিলো সমাজকে কিছু দেয়া সমাজকে কিছু দিতে চাইলে প্রথমে দরকার শক্ত প্লাটফর্ম, প্লাটফর্ম তৈরী করতে হলে পরিশ্রম করা জরুরি।
পরিশ্রমী ব্লগার ছাড়া অধিকার আদায় করে নেয়া কোন ভাবে সম্ভব হবেনা।
সহব্লগারদের প্ররিশ্রমী হবার আহবান জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আপনার সুন্দর পরামর্শমুলক মন্তব্যের অসংখ্য ধন্যবাদ।
দরদী পরামর্শমুলক উপস্হাপনায় সহমত পোষণ করে জাযাকাল্লাহ জানাচ্ছি!
ব্লগ কে বিকশিত করতে ব্লগারদের প্রাণবন্ত উপস্হিতি জরুরী,যা একেবারেই কম হচ্ছে!
সময়-সুযোগ মিলিয়ে সবাই এ ব্যাপারে দৃষ্টি দিবেন-এই প্রত্যাশা!!
আমি ব্যাক্তিগত ভাবে কয়েক জন ব্লগার এবং ভিজিটর বানিয়েছি কিন্তু তারা নিয়মিত না।
আর প্রতিটি লেখায় যেসব মন্তব্য আসে সেগুলো ব্লগারের অর্জন, ব্লগের নয়। অতীতে বিনা নোটিশে ব্লগ কতৃপক্ষ আমাদের লেখা থেকে মন্তব্য সরিয়ে ফেলে অত্যন্ত নীতিবিগর্হিত কাজ করেছেন, যেকারণে এই ব্লগে লেখার কোন অনুপ্রেরনা পাই না। টেকনিক্যাল কারনে যদি মন্তব্য মুছে ফেলতেই হয়, সেটা ঘোষনা দিয়েই করা উচিত ছিল,যাতে সেগুলো সরিয়ে নেয়ার সুযোগ থাকত।
এটা ঠিক যে এই ব্লগের উপর সরকারের নিয়মিত খড়গ পড়ছে, যাতে ব্লগ কতৃপক্ষকে থাকতে হচ্ছে দৌড়ের উপর। তারপরেও বলতে হয়, এই ব্লগের একটি নির্দিষ্ট সংখ্যক পাঠক আছে যেটা অন্য ব্লগের নেই। এখন ব্লগের এডমিন একটু সচেতন ও কৌশলী হলেই আবারও এই ব্লগকে জমজমাট করা সম্ভব। আপনাকে ধন্যবাদ।
আপনার শততম পোস্টটি পড়ে এসেছি, খুবই ভালোলাগা একটি পোস্ট।
লেখককে ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন