উল্টো পথে আমাদের মুসলিম সমাজ

লিখেছেন লিখেছেন মধ্যমপন্থী ২২ মে, ২০১৬, ০৩:১৬:১০ রাত

• দাড়ি বড় করা (ছেড়ে দেওয়া) এবং গোফ ছোটা করার (ছেঁটে ফেলা) মাধ্যমে পৌত্তলিকদের (মুর্তিপুজক) বিরোধীতা করা, রাসুলের (সাঃ) হুকুম অর্থাৎ ইসলামের বিধান (বুখারী ও মুসলিম)। - কিন্তু আজ মুসলিমরা যেন উল্টা, পৌত্তলিকদের আনুগত্য এবং রাসুলের (সাঃ) বিরোধীতার প্রতিযোগীতায় ব্যাস্ত।

• দৈহিক সৌন্দর্য (পুরোপুরি) ঢেকে রাখা মুসলিম নারীদের জন্য ফরজ, কিন্তু বৃদ্ধাদের জন্য কিছুটা ছাড় আছে (সূরা আন নূর-৩১,৬০)। - অথচ রাস্তায় দেখা যায় বৃদ্ধা মহিলাটি তার সর্বাঙ্গ ঢেকে রেখেছেন কিন্তু তার সাথেই চলা তার মেয়ে/নাতনী একেবারেই উদোম।

• টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা ছেলেদের জন্য নিষেধ (বুখারী) আর মেয়েদের জন্য তা ঢাকা ফরজ । -কিন্তু আজ মেয়েদের পোশাক টাখনু থেকে উর্ধগামী এবং ছেলেদের নিম্নগামী।

• শবে বরাত, তারাবীতে মসজিদগুলোতে জায়গা পাওয়া ভার, কিন্তু সারা বছর ফরজ সলাতের জামাতে কাতার গুলো থাকে ফাঁকা।

• সাহাবীদের (রাঃ) জামানায় মাসজিদগুলো ছিল কাঁচা/অনাড়ম্বর কিন্তু ঈমান বা সলাত ছিল মজবুত/সুন্দর। আজ মসজিদগুলো জাকজমকপূর্ন/আরামপ্রদ, কিন্তু সলাতের/ঈমানের বেহাল দশা।

• এমটিভি, জিটিভি, ষ্টার জলসা বন্ধের জন্য এদেশে হুজুরদের আন্দোলন হয় না। কিন্তু পিসটিভি বন্ধের জন্য কিন্তু হুজুররাই এখন রাস্তায়।

• রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে (নারীদের) মাসজিদে যেতে নিষেধ করো না। (সহীহ মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক)। কিন্তু আজ আমাদের দেশের মসজিদগুলি থেকে নারীরা বিতাড়িত। কারন হলোঃ আল্লাহর বান্দীরা মসজিদে গেলে ফিতনা হবে। তাই বলে তারা পুরষের সাথে বাসে/ট্রেনে/লঞ্চে/টেম্পুতে/স্কুলে/বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু ফিতনা হয় না।

• অবলা বলে নারী অধিকার নিশ্চিতকরনে পশ্চিমা প্রেসক্রিপশন বাস্তবায়নে সবাই আজ কত মানব দরদী(!) ভুমিকায় অবতীর্ণ। অথচ আরও দুর্বল সেই ছোট্ট শিশুটির মায়ের দুধ এবং মায়ের সঙ্গের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই।

• আল্লাহ পাক মুসলিমদের বললেন, “পরস্পর বিচ্ছিন্ন হয়ো না”(আল-ইমরান:১০৩)”। আর আজ আমরা দলে উপদলে বিভক্ত-বিচ্ছিন্ন হয়ে একে অন্যের শত্রুতে পরিনত হয়েছি।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369784
২২ মে ২০১৬ সকাল ০৬:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর এবং সত্যি কথা বলেছেন।
২২ মে ২০১৬ সকাল ১০:০০
306869
মধ্যমপন্থী লিখেছেন : জাঝাকাল্লাহ খায়রান
369787
২২ মে ২০১৬ সকাল ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : তবেই না আমরা গজবে পড়েছি।
২২ মে ২০১৬ দুপুর ০২:০৬
306888
মধ্যমপন্থী লিখেছেন : ঠিকই বলেছেন ভাই।
369813
২২ মে ২০১৬ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন :
০ পবিত্র ক্বুরআনে আল্লাহ পুরুষদের ৪ টি পর্যন্ত বিয়ে করার ব্যাপারে বলে দিয়েছেন যদি সঠিকভাবে চালাতে পারে ।


০০ কিন্তু এ ব্যাপারে ১ম স্ত্রীর অনুমতির বিধান রাখা হয়েছে মনুষ্য আইনে।

০ একটা বিশেষ পর্যায়ে গেলে স্ত্রীকে প্রহার করার কথা বলা আছে পবিত্র ক্বুরআনে ।


০০ কিন্তু মনুষ্য আইনে সেটা নির্যাতনের কালার পায় ।

০ স্ত্রীদেরকে বলা হয়েছে স্বামীদের অনুগত থাকতে যেহেতু স্বামীরা তাদের জন্য ব্যয় করে ।


০০ স্ত্রীরা স্বামীদের উপরই বসিং করে ।
২৩ মে ২০১৬ রাত ১১:১৪
307000
মধ্যমপন্থী লিখেছেন : আপনাকে ধন্যবাদ
369819
২২ মে ২০১৬ দুপুর ০৩:৫০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো লেগেছে।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে (নারীদের) মাসজিদে যেতে নিষেধ করো না। (সহীহ মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক)। কিন্তু আজ আমাদের দেশের মসজিদগুলি থেকে নারীরা বিতাড়িত। কারন হলোঃ আল্লাহর বান্দীরা মসজিদে গেলে ফিতনা হবে।


যখন ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাওয়া যাবে, তখন কেউ নিষেধ করবে না। পুরষের সাথে বাসে/ট্রেনে/লঞ্চে/টেম্পুতে/স্কুলে/বিশ্ববিদ্যালয়ে গেলে ফিতনা হচ্ছে কিনা আপনিও ভালো জানেন, ধর্ষিত হচ্ছে কি হচ্ছে না।

ধন্যবাদ

২৩ মে ২০১৬ রাত ১১:১৫
307001
মধ্যমপন্থী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পড়ার জন্য জাঝাকাল্লাহ খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File