উল্টো পথে আমাদের মুসলিম সমাজ
লিখেছেন লিখেছেন মধ্যমপন্থী ২২ মে, ২০১৬, ০৩:১৬:১০ রাত
• দাড়ি বড় করা (ছেড়ে দেওয়া) এবং গোফ ছোটা করার (ছেঁটে ফেলা) মাধ্যমে পৌত্তলিকদের (মুর্তিপুজক) বিরোধীতা করা, রাসুলের (সাঃ) হুকুম অর্থাৎ ইসলামের বিধান (বুখারী ও মুসলিম)। - কিন্তু আজ মুসলিমরা যেন উল্টা, পৌত্তলিকদের আনুগত্য এবং রাসুলের (সাঃ) বিরোধীতার প্রতিযোগীতায় ব্যাস্ত।
• দৈহিক সৌন্দর্য (পুরোপুরি) ঢেকে রাখা মুসলিম নারীদের জন্য ফরজ, কিন্তু বৃদ্ধাদের জন্য কিছুটা ছাড় আছে (সূরা আন নূর-৩১,৬০)। - অথচ রাস্তায় দেখা যায় বৃদ্ধা মহিলাটি তার সর্বাঙ্গ ঢেকে রেখেছেন কিন্তু তার সাথেই চলা তার মেয়ে/নাতনী একেবারেই উদোম।
• টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা ছেলেদের জন্য নিষেধ (বুখারী) আর মেয়েদের জন্য তা ঢাকা ফরজ । -কিন্তু আজ মেয়েদের পোশাক টাখনু থেকে উর্ধগামী এবং ছেলেদের নিম্নগামী।
• শবে বরাত, তারাবীতে মসজিদগুলোতে জায়গা পাওয়া ভার, কিন্তু সারা বছর ফরজ সলাতের জামাতে কাতার গুলো থাকে ফাঁকা।
• সাহাবীদের (রাঃ) জামানায় মাসজিদগুলো ছিল কাঁচা/অনাড়ম্বর কিন্তু ঈমান বা সলাত ছিল মজবুত/সুন্দর। আজ মসজিদগুলো জাকজমকপূর্ন/আরামপ্রদ, কিন্তু সলাতের/ঈমানের বেহাল দশা।
• এমটিভি, জিটিভি, ষ্টার জলসা বন্ধের জন্য এদেশে হুজুরদের আন্দোলন হয় না। কিন্তু পিসটিভি বন্ধের জন্য কিন্তু হুজুররাই এখন রাস্তায়।
• রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে (নারীদের) মাসজিদে যেতে নিষেধ করো না। (সহীহ মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক)। কিন্তু আজ আমাদের দেশের মসজিদগুলি থেকে নারীরা বিতাড়িত। কারন হলোঃ আল্লাহর বান্দীরা মসজিদে গেলে ফিতনা হবে। তাই বলে তারা পুরষের সাথে বাসে/ট্রেনে/লঞ্চে/টেম্পুতে/স্কুলে/বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু ফিতনা হয় না।
• অবলা বলে নারী অধিকার নিশ্চিতকরনে পশ্চিমা প্রেসক্রিপশন বাস্তবায়নে সবাই আজ কত মানব দরদী(!) ভুমিকায় অবতীর্ণ। অথচ আরও দুর্বল সেই ছোট্ট শিশুটির মায়ের দুধ এবং মায়ের সঙ্গের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই।
• আল্লাহ পাক মুসলিমদের বললেন, “পরস্পর বিচ্ছিন্ন হয়ো না”(আল-ইমরান:১০৩)”। আর আজ আমরা দলে উপদলে বিভক্ত-বিচ্ছিন্ন হয়ে একে অন্যের শত্রুতে পরিনত হয়েছি।
বিষয়: বিবিধ
১৩৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০০ কিন্তু এ ব্যাপারে ১ম স্ত্রীর অনুমতির বিধান রাখা হয়েছে মনুষ্য আইনে।
০০ কিন্তু মনুষ্য আইনে সেটা নির্যাতনের কালার পায় ।
০০ স্ত্রীরা স্বামীদের উপরই বসিং করে ।
যখন ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাওয়া যাবে, তখন কেউ নিষেধ করবে না। পুরষের সাথে বাসে/ট্রেনে/লঞ্চে/টেম্পুতে/স্কুলে/বিশ্ববিদ্যালয়ে গেলে ফিতনা হচ্ছে কিনা আপনিও ভালো জানেন, ধর্ষিত হচ্ছে কি হচ্ছে না।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন