কান্না!

লিখেছেন লিখেছেন মধ্যমপন্থী ২৬ অক্টোবর, ২০১৫, ১২:১২:২৬ দুপুর

রাস্তার পাশে দাড়ানো একটা শিশুকে দেখুন – ক্ষুধার্ত, কাঁদছে, কাঁদতে কাঁদতে চেহারাটা তার মলিন হয়ে গেছে। একটু খাবার চাই। কখন যে একটু পেট ভরে খেতে পারবো এই আকাঙ্খা তার মনে ঘুরপাক খায়।

এবার চলুন ফ্ল্যাট বাসাগুলোতে যাই! শিশুর মা শিশুকে খাওয়ানো জন্য কত ফন্দি ফিকির করছে! শিশুটির মুখের সামনে কত মুখরোচক খাবার। কিন্তু শিশুটি কাঁদছে, সে খেতে চায় না!

একজন কাঁদছে খাবার না পেয়ে আর অন্যজন কাঁদছে খাবার পেয়ে!!!

যে শিশুটি খাবার পেয়েও কাঁদছে তার খাবারটুকু যদি যে খাবার পায় না তাকে দেওয়া যায় তাহলে ভারসাম্যটা রক্ষা হয়। কিন্তু আমাদের সমাজে চলছে উল্টো চলো নীতি। যার নাই তাকে লাথি মারো আর যার আছে তাকে আরো দাও এযেন পরিপূর্ণ দুধের পাত্রে আরো দুধ ঢালা।

-- লিখেছেন ব্লগার মুসলিম৫৫।

বন্ধ হয়ে যাওয়া সোনার বাংলাদেশ ব্লগ যে কজন গুনী ব্লগারের লিখনীতে উজ্জ্বীবিত থাকত, মুসলিম৫৫ তাদেরই একজন। সেই হারিয়ে ব্লগপোষ্টগুলির সংকলন নিয়ে সম্প্রতি একটি Standalone ব্লগ প্রকাশিত হয়েছে ওয়ার্ডপ্রেসে। ঘুরে আসতে পারেন নিচের লিংক থেকে-

https://muslim55blog.wordpress.com

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347246
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৮
288555
মধ্যমপন্থী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
347277
২৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বৈপরিত্য সবসময়ই চোখে পরে। আর চিন্তা করি কবে প্রকৃত সুষম বন্টন হবে সম্পদ এর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File