এক ব্যাচেলরের পরাজয়ের কাহিনী
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪১:৩০ রাত
দোস্ত গায়ে মনে হয় ঘামাচি হয়েছে।
আমারও মনে হয় হয়েছে-উত্তর দিল নাফিস।
বেশ কিছু দিন হল আমরা তিন ফ্রেন্ড একটা নতুন মেসে রুম ভাড়া নিয়ে উঠেছি।সারা দিন ভার্সিটিতে ক্লাস করে যখন মেসে ফিরি তখনই এই ঘামাচি।যায় হোক এই ঘামাচি বেটাকে দূর করার জন্য একখানা ভাল মানের পাউডার কিনে আনলাম।কিন্তু ফলাফল শূন্য
যায় হোক এক দিন রাতে মাসুদ আর সোহাগ আমাদের মেসে থাকার জন্য আসলো। সারা রাত গল্প করে যখন বিছানায় শুতে গেলাম তখন হঠাৎ মাসুদ বলে উঠলো,দোস তোদের বিছানায় ছার পোকা আছে!!!
জীবনের কোন দিন ছারপোকা দেখি নি। ছারপোকা কি ধরনের কোন তাও জানি না। ছারপোকা মানে আমি ভাবতাম তেলাপোকাকেই হয় তো মানুষ ছারপোকা বলে।তাই মাসুদের কথায় কান না দিয়ে আমি বললাম,আরে বেটা ছারপোকা তো সব মেসেই থাকে।আর তুই চাপাবাজ পোলা তাই তরে ছারপোকা কামড়ায়তেছে আমাদের তো কামড়ায় না বেচারা আমাদের কাছে কোন সহনুভুতি না পাওয়ার কারণে চুপ মেরে গেল
কিছু দিন পর বুঝলাম ছারপোকা কোন জাতের!!!আমার গদি একদিন উঠানোর সাথে সাথে এই ছারপোকার সাথে আমার পরিচয় হল।যদিও প্রথমে চিনতে পারি নি।পরে ছারপোকার উৎসদাতা শিপন চিনিয়ে বললো,দোস এতো ছারপোকা!!!
পিছন ঘুড়ে শিপনের পশ্চাৎদেশে সজোরে কষে লাথি দিয়ে বললাম,হারামজাদা সব দোষ তোর।তোর বিছানা হতে এগুলো এসেছে......
এরপর বুঝলাম,আমরা প্রতিরাতে যেটাকে ঘামাচি বলতাম সেটা আসলে ছিল ছারপোকার কামড় প্রতি রাতেই দেখা যেত,যদি রাত ১ টায় বিছনায় যায় তবে আমাদের ঘুম আসতো ৩-৩.৩০ টার দিকে।আর এর মাঝে আমরা ছারপোকার সাথে ফাইট করতাম
ছারপোকা আমাদের জীবনটা এতটায় অতিষ্ট করে তুলে ছিল যে,
#ভার্সিটি গেলেও দেখতাম গায়ের কাপড় দিয়ে ছারপোকা মাটিতে পড়ছে
#পড়ার টেবিলে বই নিয়ে বসলে দেখতাম ছারপোকা বই এর উপর দিয়ে পিল পিল করে হেঁটে বেড়াছে
#গোসল করতে গেলে দেখতাম ছারপোকা শরীরের এদিক ওদিক দিয়ে ঘুড়ে বেড়াছে
পুরা জীবনটা যেন নষ্ট করে দিচ্ছিল এই ছারপোকা
কিছুদিন পর যখন ছারপোকা বাচ্চা তুললো,তখন সাদা বাচ্চা গুলো নতুন উদ্দোমে আমাদের উপর আক্রমণ চালালো
শালারা আমাদের রক্ত খেয়ে ওদের পশ্চাৎ দেশ লাল করে আমাদের সামনে ঘুড়ে বেড়াতো আবার ওদের মেরে ফেললে দেখা যেত পুরা মায়ঝা রক্তাত হয়ে গেছে অনেকটা মনে হত যেন আমরা ছারপোকার সাথে যুদ্ধ করে ওদের শহীদ করে দিয়েছি কিন্তু অগুনতি ছারপোকার কাছে তিন ব্যাচেলর যুদ্ধ করে পরাজয় বহন করলাম ফলস্বরূপ আমি সেই মেস ছেড়ে অন্য মেসে চলে আসতে বাধ্য হলাম আর আমার গদি,লেপ আর বালিশ বাড়িতে পাঠিয়ে দিলাম সেগুলোর ব্যবস্থা করার জন্য।
বিঃদ্রঃকথার খই ভাই এর ছারপোকা দূরকরনের পোষ্ট দেখে মনে বললাম ভাই এই সব করে কিছুই হবে না।ওরা আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে বলবে "তোমরা আমাদের কচুও করতে পারবে না।আমরা বংশ বৃদ্ধিতে কোন ফ্যামিলি প্লান মানি না,মানবো না।আমরা অবাধে বাচ্চা পইদা করবো আর তোমাদের রক্ত খাবো"
বিষয়: বিবিধ
৩৪৮৯ বার পঠিত, ৮৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
দুষ্টু ভাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
রক্ত রক্ত রক্ত যতোই খাবি তুই
আমরা এখন একে একে দুই,
দুজন মিলে ছারপোকা করি চারকার
আমাদের বাচ্চাটাকে ছাউনি দিই পাহারার।
ছারপোকা তুই যতই করিস চালাকি
আগুন,পানি খুঁজে খুঁজে দিমু তাতে মাখি।
ছারপোকার জীবন করিব ছারখার
ছারপোকা ধ্বংস করে জীবনে দূর করব আঁধার।
জানিগো জানি ছারপোকার ইতিহাস
ছারপোকারা মানুষের হতে হবেই হবে লাশ,
বংশবিস্তারের জায়গা গুলো করিব ধ্বংস
ঘুমের আগে ছারপোকা হত্যাকরা কর্মেরই অংশ।
ছারপোকার কাহিনী হলেও পোস্টটিতে কিছু রস যুক্ত হলো, ভালো লাগলো কিছু বাস্তবতার সাথে হাসির খোরাক পেলাম! ধন্যবাদ।
আমার রুম মেট একটা পুরাতন চকি কিনেছিল।আর তা হতেই ছারপোকা এসেছে
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
null" target="_blank"]ছারপোকার আত্মজীবনী নিয়ে বিবিসির গবেষণা মুলক নিউজ রিপোর্ট দেখে আসুন এখানে ক্লিক করে...![/url] শুনেছি ব্লগার আফরার নাকি ছারপোকার দেখার বিশেষ ইচ্ছে.........
https://youtu.be/ObVqT9daRuc
ছারপোকা কামড়ে কি করেছে এটা আফরা আপুকে দেখান
এটা দেখার পর মনে হয় না, আফরা আপু আর ছারপোকা দেখতে চাবে
বিছানা পত্র কড়া রোদে দেন। বেশি পোকা হলে বেড - তোশক চেন্জ করেন। পুরো ঘর জীবানুমুক্ত করা যেতে পারে।
আশা করি নতুন জায়গায় উনারা নাই
শুভকামনা রইলো!
যায় হোক আল্লাহ অশেষ রহমতে এই ছারপোকা আমার নতুন মেসে দেখি নি।
মন্তব্য করার জন্য জাযাকাল্লাহু খায়েরান
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
কেউ যদি ঢাকার মেসে বা ভার্সিটির হলে থাকে আর বলে আমি ছাড়পোকা চিনিনা তবে সে মিথ্যা বলছে ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
আর ওরা যখন আপনার গায়ে উঠবে তখন আপনি বুঝবেনও না
তবে হ্যাঁ এই ছারপোকার অত্যাচারে আমি বেশ কিছুদিন রোদের দাড়িয়ে নিজেকে বিশুদ্ধ করার চেষ্টা করেছি
যখন রোদের দাঁড়াতাম তখন দেখতাম ছারপোকা গুলো আমার পা বয়ে মাটিতে নেমে যাচ্ছে
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
যায় হোক আজ রাতে ইংশাল্লাহ বলবো
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
নাকি আমাকে উপহাস করছেন
যদি ছারপোকার ভালবাসা আপনিও পেতেন তাহলে কখনও আমাকে উপহাস করতেন না
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
বানরকে ঘরে আনা আর উলু বনে মুক্তা ছড়ানো একই কথা
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাক আপনার সমস্যার সমাধান তো হয়েছে ভাইয়া ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আপু সমাধান হলেও,এখনও যদি মাঝে মাঝে নিজের পিঠ চুলকায় তখন ভয়ে ভয়ে থাকি ইহা ছারপোকা নাকি
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
দেখি আপনি পারেন নাকি
আমার যেদিন জন্মদিন,বছরের অন্য মাসে সেদিনকে এদেশের সকল মানুষ শোকে শোকাহত হয়ে পড়ে।আর কিছু ভাইকে না ভুলার কথা বলে।আবার যে দিন শোক পালন করে তার পরের মাসের ঐ তারিখের,৩ দিন পর এদেশের মানুষ নিজের স্বাধীন মনে করে। আর যে সবাই নিজেদের স্বাধীন মনে করে তার ৫ মাস পর ঐ তারিখের ৩ দিন আগে আমার জন্ম হয়। বলেন তো দেখি আমার জন্ম তারিখ কবে
অনেক ধন্যবাদ
দামটা একটু বেশী - ৬০/৬৫ সৌদী রিয়ালে পাওয়া যায় আমাদের এলাকায়।
ধন্যবাদ....
মন্তব্য করতে লগইন করুন