স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়.........

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৬ মার্চ, ২০১৬, ১২:২৭:৩৫ দুপুর

স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,রাস্তার ধারে তনুর লাশ পড়ে থাকায়

স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,রাজনের মত শিশুর অকালে ঝড়ে পড়ায়।

বোনের ইজ্জত নিয়ে খেলা চলে যেখানে,থাকে না সেখানে স্বাধীনতা

দিন-দুপুরে অকারেনে কেউ মারা পড়লে,মানি নাহ সেখানে স্বাধীনতা।

ভয় হয় তখন বের হবো যখন বাড়ি হতে এক কদম দূরে

হঠাৎ কোথা হতে দা-চাপাতি বা গুলির আঘাত আমার উপর যদি এসে পড়ে,

নিঃস্বত্বর হয়ে থাকব পড়ে, হবে নাহ আসামীর বিচার

স্বাধীন রাষ্ট্রেও থেকে পাবো নাকো,ন্যায্য সংবিধান।

স্বাধীনতা যদি হয় ঘরের কোণে তে চুপিসারে বসে থাকা

স্বাধীনতা যদি হয় বোনের বেইজ্জতি বার বার হতে দেখা

ঘরের বাহিরে বের হলে যদি দেখতে পাই কোন লাশ,

নতুবা আমার অপেক্ষায় হায়েনার দল খেলে যায় যদি তাস

তবে এ কোন স্বাধীনতা

যেখানে বেচে থাকার কোন সম্ভবনায় থাকে নাহ...

স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,বোনের অর্ধ উলঙ্গ লাশ পড়ে থাকায়

স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,অভিজিতের লাশ পড়ে থাকায়।



বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363675
২৬ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৭
আবু জান্নাত লিখেছেন : আমার মনে হয় স্বাধীণতা শব্দটি আজ চেতনা ব্যবসায়ীদের একমাত্র হাতিয়ার।
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৪
301599
এ,এস,ওসমান লিখেছেন : চেতনা ব্যবসায়ীদের কাছেই শুধু স্বাধীন আছে।আমাদের নাই।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।
363718
২৬ মার্চ ২০১৬ রাত ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : অনেক সাধের আমার এ স্বাধীনতা এতে বদহজম হলে একে অপমান করা হবে৷ স্বাধীনতার পক্ষের শক্তিরা বলে এটিই প্রকৃত স্বাধীনতা৷ আমরা কোন ছার?
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৬
301600
এ,এস,ওসমান লিখেছেন : প্রকৃত স্বাধীনতা!!!
তারা তো একথা বলবেই...
কারণ যে কোন কাজের স্বাধীনতা তাদের আছে,আমাদের নেই।
363757
২৭ মার্চ ২০১৬ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : করে দেখানোর সময়ে যারা পালিয়ে থাকে তাদের হাতে চেতনার পতাকা উঠিয়ে দিলে এসবই দেখতে হবে ।

কারণ পালিয়ে গিয়ে তো তারা এসব কাজই করেছে । এটাই তো তাদের মূল চেতনা ।
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৮
301601
এ,এস,ওসমান লিখেছেন : আজ চেতনা ব্যবসায়ীরাই ঐ কুকর্ম গুলোর হোতা।
আর কুকর্ম করতে পারাই তাদের স্বাধীনতা।
363788
২৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : মুক্তযুদ্ধ বিষয়ে আজ ছোট্ট করে একটা দিন না! সন্ধ্যা সাতটায় শুরু হবে ব্লগীয় আয়োজন
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৯
301602
এ,এস,ওসমান লিখেছেন : ভাই সন্ধ্যা ৭ হতে শুরু আর শেষ কখন?
যদি আমার সময়ের সাথে মিলে ইংশাল্লাহ অবশ্যই লিখবো।
364382
০২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। ভাল লাগলো,ধন্যবাদ।
১৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৪
303409
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।পড়ার জন্য ধন্যবাদ।
364545
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সময়মত পড়া হয়নি, এখন পড়লাম
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৬
303410
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।আমিও সময়মত আপনার মন্তব্যের প্রতিমন্তব্য করতে পারলাম নাহ Tongue Tongue
আপনাকেও জাযাকাল্লাহু খায়েই
365554
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:০৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বেশি দেরী করেই পড়া হল। ভাল লিখেছেন
১৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৭
303411
এ,এস,ওসমান লিখেছেন : আপনার মন্তব্যটাও ভাল লেগেছে।Tongue Tongue Tongue
367484
২৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। স্বাধীনতা জন্য স্বাধীন হওয়া জরুরি! আমরা সেই অর্থে স্বাধীন হয়েছি কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File