স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়.........
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৬ মার্চ, ২০১৬, ১২:২৭:৩৫ দুপুর
স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,রাস্তার ধারে তনুর লাশ পড়ে থাকায়
স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,রাজনের মত শিশুর অকালে ঝড়ে পড়ায়।
বোনের ইজ্জত নিয়ে খেলা চলে যেখানে,থাকে না সেখানে স্বাধীনতা
দিন-দুপুরে অকারেনে কেউ মারা পড়লে,মানি নাহ সেখানে স্বাধীনতা।
ভয় হয় তখন বের হবো যখন বাড়ি হতে এক কদম দূরে
হঠাৎ কোথা হতে দা-চাপাতি বা গুলির আঘাত আমার উপর যদি এসে পড়ে,
নিঃস্বত্বর হয়ে থাকব পড়ে, হবে নাহ আসামীর বিচার
স্বাধীন রাষ্ট্রেও থেকে পাবো নাকো,ন্যায্য সংবিধান।
স্বাধীনতা যদি হয় ঘরের কোণে তে চুপিসারে বসে থাকা
স্বাধীনতা যদি হয় বোনের বেইজ্জতি বার বার হতে দেখা
ঘরের বাহিরে বের হলে যদি দেখতে পাই কোন লাশ,
নতুবা আমার অপেক্ষায় হায়েনার দল খেলে যায় যদি তাস
তবে এ কোন স্বাধীনতা
যেখানে বেচে থাকার কোন সম্ভবনায় থাকে নাহ...
স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,বোনের অর্ধ উলঙ্গ লাশ পড়ে থাকায়
স্বাধীনতা তোমাকে ধিক্কার জানায়,অভিজিতের লাশ পড়ে থাকায়।
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
তারা তো একথা বলবেই...
কারণ যে কোন কাজের স্বাধীনতা তাদের আছে,আমাদের নেই।
কারণ পালিয়ে গিয়ে তো তারা এসব কাজই করেছে । এটাই তো তাদের মূল চেতনা ।
আর কুকর্ম করতে পারাই তাদের স্বাধীনতা।
যদি আমার সময়ের সাথে মিলে ইংশাল্লাহ অবশ্যই লিখবো।
সময়মত পড়া হয়নি, এখন পড়লাম
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকেও জাযাকাল্লাহু খায়েই
মন্তব্য করতে লগইন করুন