মাননীয় সরকার,শিক্ষাকে পণ্যের সাথে তুলনা করবেন না......
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১২ জুন, ২০১৫, ০১:৪৮:৪১ রাত
হ্যালো আব্বু আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা কেমন আছিস?
হ্যাঁ, আব্বু ভাল আছি।তুমি ভাল আছো?
আছি আল্লাহর রহমতে।তো লেখাপড়া কেমন চলছে?
হ্যাঁ আব্বু ভাল চলছে।
নামাজ কালাম হচ্ছে তো?
জ্বি আব্বু।
ভাল।এবার বল কি বলবি?
আব্বু ভার্সিতিতে টাকা লাগবে?
কিছুদিন আগে না টাকা দিলাম?
কিছুদিন আগে তো সেমিষ্টার ফ্রি দিয়েছো।সামনে মিডের পরীক্ষা। ওর জন্য টাকা দিতে হবে। আর আমাদের পুরো সেমিষ্টারের টাকা তো তিন ভাগে নেওয়া হয়।
ও। আচ্ছা দেখি কি করা যায়।
আব্বুর সাথে কথা বলে বুঝলাম টাকার কথা বলায় আব্বু একটু টেনশনেই পড়ে গেছে।আজ মাসের ১২ তারিখ। আব্বু এখন পর্যন্ত আমার মাসের খরচের অর্ধেক টাকাই পাঠাতে পারে নি। তারপর আবার ভার্সিটির টাকা।
মেসে এসে বন্ধুদের সাথে কথা বলতে লাগলে জানতে পারলাম ওদের বাসারও অবস্থা প্রায় একই।
এখন আবার ভার্সিটির মেইল চেক করতে গিয়ে দেখি বর্তমান সরকার নাকি দেশের সকল পাইভেট ভার্সিটির উপর ২০১৫-১৬ অর্থবছরে ১০ % হারে ভ্যাট আরোপ করেছে।
যেখানে বিশ্বের সকল দেশের সরকার লেখাপড়ার মান বাড়ানোর জন্য শিক্ষাকে যত সম্ভব বিনা মূল্যে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে আমাদের সরকার শিক্ষাকে পণ্যের সাথে তুলনা করছেন।
হয় তো এই ১০ % কর ধনী পরিবারের জন্য কিছুই না কিন্তু আমাদের মত মর্ধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কিছু। যারা সন্তানের কথা ভেবে ঠিক মত না খেয়ে সন্তানের ভার্সিটিতে সেমিস্টার ফ্রি দেয়।
যেখানে সরকারের উচিত ছিল পাইভেট ভার্সিটির লেখাপড়ার মান বাড়ানোর সেখানে তারা সে ব্যবস্থা না করে শিক্ষাকে অন্ধকার ঘরে বন্ধ করার চিন্তা করছেন।
মাননীয় সরকার,আপনাদের এই চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই।আপনাদের কোন অধিকার নায় শিক্ষাকে পণ্যের সাথে তুলনা করার। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিক্ষাকে অন্ধকার কুপে বন্ধ না করে মুক্ত আকাশে মুক্তি দিন। মনে রাখবেন শিক্ষাই জীবন,শিক্ষাই মনুষ্যত্ব।
বিষয়: বিবিধ
১৬৯২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু পণ্য নয় ব্যবসায় পরিনত হয়েছে শিক্ষাখাত! দুঃখ জনক!
শুভকামনা থাকলো!
আরও দুঃখ জনক যখন সরকার একাজ করে।
লোভী জাতি কি কোন কিছুতে সন্তুষ্ট হয়???
শিক্ষা তো পণ্য হয়ে গেছে আগেই যখন শিক্ষকেরা তাদের কাছে প্রাইভেট না পড়লে ভাল নম্বর দিত না । এটার সিকিউল হিসেবে এসেছে প্রাইভেট ভার্সিটি । পাবলিক ভার্সিটির অনেক প্রফেসর নিজ বিশ্ববিদ্যালয়ে ভাল লেকচার না দিয়ে সেটা দেয় প্রাইভেট ভার্সিটিতে - কারণ তাদের কাছ থেকে মোটা অংকের টাকা পায় ।
তেমনি আরেকটি মৌলিক অধিকার এখন পন্য হয়ে গেছে । সেটা হল চিকিতসা ।
মানুষের অসহায়ত্বকে জিম্মি করে তারা ইচ্ছে মত হাতিয়ে নেয় ।
আপনাকে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন