At Wits' End At Wits' End মাননীয় অর্থমন্ত্রী,আমরা আপনার নিকট সত্যিই কৃতজ্ঞ At Wits' End At Wits' End

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৮ জুলাই, ২০১৫, ০৮:২৩:৫৬ রাত

মাননীয় অর্থমন্ত্রী

আমরা কৃতজ্ঞ।হ্যাঁ আমরা আপনার নিকট কৃতজ্ঞ কারন আপনার দয়াতেই তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর ১০% ভ্যাট হতে ৭.৫% ভ্যাট হয়েছে। আর এর সাথে প্রমাণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য " শিক্ষা হল পণ্য"

মাননীয় অর্থমন্ত্রী,

আমরা আবারও আপনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি।কারন হলমার্ক বা ডেসটিনি দেশের কোটি কোটি টাকা মেরে দিল কিন্তু আপনারা এখন পর্যন্ত এর সুষ্ট কোন সমাধান আনতে পারলেন না।উপরোন্ত আপনি বললেন, "হলমার্কের চার হাজার কোটি টাকা কিছুই না"।আমাদের মত দেশের জন্য একথা বলা আর সাপের চার পা দেখা প্রায় একই কথা। হলমার্ক যদি দোষ করেও আপনার দৃষ্টিতে শাস্তি না পায় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কোন কারন ছাড়াই কর আরোপ করার কারণে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকতেই পারি!!!

মাননীয় অর্থমন্ত্রী,

শিক্ষাকে ডিজিটাল করতে যখন শিক্ষামন্ত্রী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব তুলে দেওয়ার চিন্তা করছেন। ঠিক তখনই আপনি আমাদের উপর কর আরোপ করে বিশ্বকে জানিয়ে দিলেন, বাংলাদেশ নামে একটা দেশ আছে যেখানে শিক্ষা গ্রহণের জন্য ভ্যাট দিতে হয়।সত্যিই মহাদয় আমরা আপনার উপর অনেক কৃতজ্ঞ। আপনার কর্মের ফলেই তো বিশ্ব বাংলাদেশকে অন্য ভাবে জানছে!!!

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329202
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অর্থমন্ত্রী একজন আবুল মাল।

যেমন নাম তেমনই তার কর্ম ওনার পাগলটাইপের লোকের জন্য দেশের শেয়ার বাজার বাজিকররা দখলে নিতে পেরেছিলো। এবং লুটপাট করে সব হজম করে পেলেছে....!

আল্লাহ যেন তার বিচার করেন।
০৯ জুলাই ২০১৫ রাত ০২:৪০
271542
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাই।
এই আবুল মালের কারণে দেশের বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে।
329242
০৮ জুলাই ২০১৫ রাত ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টাকা ছাড়া উনার টাকে চুল গজাবে কেমনে!!
০৯ জুলাই ২০১৫ রাত ১২:২৮
271538
এ,এস,ওসমান লিখেছেন : টাকা তো উনি কম মারলেন না,তবুও তো চুল গজায় না Worried Worried Worried

যা অবস্থা চুল না গজানো পর্যন্ত তিনি টাকা চায়তেয় থাকবেন আর আমাদের পাছায় বারি মারতেই থাকবেন। Crying Crying Crying Crying Crying Crying
329248
০৯ জুলাই ২০১৫ রাত ১২:৪৩
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : বাংলাদেশ এ অনেক আগেই শিক্ষা ক্ষেত্রটি ব্যবস্যায় পরিনত হয়েছে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো অগ্রনী , আর আমরা হলাম সম্মানীত পন্য।
০৯ জুলাই ২০১৫ রাত ০২:৪১
271543
এ,এস,ওসমান লিখেছেন : খারাপ বলেন নি আপনি
329273
০৯ জুলাই ২০১৫ সকাল ০৭:১১
ছালসাবিল লিখেছেন : Crying Crying শিক্ষা ব্যাবস্থা কে রাস্তায় নামাবে Frustrated Frustrated
এর চেয়ে ভালো বিদেশে গিয়ে পড়ালেখা করা Big Hug খরচ একই হবে Smug Broken Heart Sad Day Dreaming
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০১
271643
এ,এস,ওসমান লিখেছেন : আসলেই কি একই!!!
নাকি লোকের মুখে শুনি বিদেশে পড়া আর দেশে পড়ার খরচ এক!!!
১০ জুলাই ২০১৫ রাত ১২:৩৪
271719
ছালসাবিল লিখেছেন : Broken Heart শোনা কথা Broken Heart
১০ জুলাই ২০১৫ রাত ০১:০১
271721
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে শুনা কথায় কান দিয়েন না।
১০ জুলাই ২০১৫ সকাল ০৬:১৬
271746
ছালসাবিল লিখেছেন : একজন বাহিরে আছে তার সাথে সরাসরি কথা শুনেছি Love Struck সে নিজেই ছাত্র Love Struck
১০ জুলাই ২০১৫ সকাল ১১:৩৬
271767
এ,এস,ওসমান লিখেছেন : আপাত দৃষ্টিতে এক মনে হলেও বাস্তবে না।বিদেশে পড়াশুনার খরচ কম হলেও ওখানে থাকা খাওয়াতে অনেক খরচ। যার ফলে দেখা যায় আমাদের দেশের তুলনায় অনেক বেশিই খরচ পড়ে।
জার্মানিতে টিউশন ফি ফ্রি। আমার এক ফ্রেন্ড দেশ হতে পড়তে গিয়েছিল ওখানে।পরে দেখে মাসে নাকি থাকা খাওয়াতেই দেশের টাকার ৫০-৬০ হাজার লাগে নাকি।পরে ১০ মাস থেকে চলে এসেছে।

তো ভাই ঐ একজনটা কে? :Thinking :Thinking :Thinking :Thinking
১০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
271793
ছালসাবিল লিখেছেন : Crying Crying ঐ একজন আমার ছোট ভাইয়ার ফ্রেন্ড Smug
১০ জুলাই ২০১৫ রাত ১১:৫৩
271805
এ,এস,ওসমান লিখেছেন : বাহ বাহ বাহ ছোট ভাই এর ফ্রেন্ড তো আপনি কাঁদেন কেন Surprised Surprised

লক্ষণ তো ভাল লাগছে আমার :Thinking :Thinking :Thinking
১১ জুলাই ২০১৫ সকাল ০৮:০৯
271821
ছালসাবিল লিখেছেন : Crying কাদলেও দোষ Worried Smug
১১ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৭
271845
এ,এস,ওসমান লিখেছেন : কিন্তু কান্নার আলামত তো ভাল কিছু কই না Tongue Tongue Tongue :Thinking :Thinking
১২ জুলাই ২০১৫ সকাল ১১:০৪
271934
ছালসাবিল লিখেছেন : Crying থেকে কিসের আলামত পেলেন Broken Heart Smug
329299
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:২০
হতভাগা লিখেছেন : পাগলা পাগলা কথা বলে উনি আসল অপরাধীদেরকে পার করে দেন । মনে করেন যে উনার কথা সবাই মেনে নেয় ।

শেয়ার বাজার কেলেংকারী নিয়ে যে রিপোর্ট দাখিল করা হয়েছিল সেটাতে ''এমন কারও নাম আছে যা প্রকাশ করলে সমস্যা হতে পারে '' - এরকম কথা বলে উনি লগ্নিকারকদের অফ করে দিয়েছিলেন ।
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০২
271644
এ,এস,ওসমান লিখেছেন :
পাগলা পাগলা কথা বলে উনি আসল অপরাধীদেরকে পার করে দেন । মনে করেন যে উনার কথা সবাই মেনে নেয় ।

বাস্তবেই যে আমাদের মেনে নিতে হয়।
329302
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভ্যাট বিএন পির আমলে চালু হয়েছিলো। ঐসময়ও আ'লীগ বিরোধিতা করেছিল। এখন ফায়দা লুটছে.. ধন্যবাদ।
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
271645
এ,এস,ওসমান লিখেছেন : আমার জানা মতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট প্রথম চালু করে ২০১০ সালে আওয়ামী লীগের আমলে।কিন্তু সেবার তীব্র আন্দোলনের কারনে পরে তা বাস্তবায়ন হয় নি।
০৯ জুলাই ২০১৫ রাত ০৮:১৬
271672
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিশ্ববিদ্যালয়ে বলছি না, দেশে প্রথম (১৯৯১) ভ্যাট প্রথা চালু হয়েছিল বিএনপির আমলে।
০৯ জুলাই ২০১৫ রাত ০৮:৪৩
271678
এ,এস,ওসমান লিখেছেন : ও সেটা জানা ছিল না
329358
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৩
খান জুলহাস লিখেছেন : হলমার্ক বা ডেসটিনির টাকা তার পকেটে পড়েছে। এখন প্রয়োজন শুধু টাকার। যেখান থেকে পায় পাক প্রয়োজন টাকা। শালায় চোর।
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
271646
এ,এস,ওসমান লিখেছেন : কিছুদিন আগে আমরা এই ভ্যাট নিয়ে আন্দোলন করলাম।যেখানে আমাদের একটা শ্লোগান ছিল " অর্থমন্ত্রী কি চায়,
বারে বারে ভ্যাট চায়" Smug Smug
329531
১১ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৮
দ্য স্লেভ লিখেছেন : আহা ভাই..আপনারা টাকা না দিলে পচা গম কিনবে কি দিয়ে ???
১১ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৫
271843
এ,এস,ওসমান লিখেছেন : সেটাই হল আসল কথা।
১১ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৫
271844
এ,এস,ওসমান লিখেছেন : ধন্যবাদ মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File