অতঃপর একখানা দরখাস্ত
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৭ আগস্ট, ২০১৫, ১০:০৯:৫১ রাত
বরাবর,
প্রধান শিক্ষক ( ঐ মিয়া দরখাস্ত দেখে কই পালান, তাড়াতাড়ি চেয়ারে বসেন)
পটপটি পাড়া প্রাইমারী হাই স্কুল এন্ড বিশ্ববিদ্যালয়
পটপটি পাড়া,কচু বাগান।
বিষয়ঃ একখানা উপবৃত্তি চাহিয়া এই দরখাস্ত
জনাব,
মুই আপনার বিদ্যালয়ের হবু অষ্টম শ্রেণীর ছাত্র যদিও সেভেনের বার্ষিক পরীক্ষায় বাংলা,ইংরিশ,অংক আর সাধারণ বিজ্ঞানে পাশ নিয়ে টানাটানি আছে তবে ইসলাম শিক্ষা নিয়ে কোন টানাটানি নায় স্যার গত দু পরীক্ষায় আমারে ফেল করানোর অনেক ষড়যন্ত্র করে ছিল তারপরও আমার খাতায় ৩৩ এর জায়গায় ৩২ দিতে পারে নি
যায় হোক,আমার কথা এইডা না, আমার কথা অন্যডা মুই কিছুদিন যাবত বেশ আর্থিক সংকটে পড়িয়াছি বাপ রে কই ছিলুম আমার সমস্যার কথাডা কিন্তু বাপ আমার কথাডার কোন মূল্যায়নই করলো না উপরন্ত গরুকে মারা বাঁশ লইয়া আমারে তাড়া করা শুরু করলো
শেষ-মেষ আর কোন উপায় না দেখিয়া,আমি এই দরখাস্ত খানা আপনার নিকট লেখিতে বসিয়াছি ] এখন আপনি আমাকে একখানা উপবৃত্তির ব্যবস্থা কইরা দিয়া আমার উপকার করুন নতুবা আমি আপনার স্ত্রীকে একথা জানাতে বাধ্য হবো, আপনি পিংকি ম্যাডামের সাথে আইসক্রিম খান
এখন ভেবে দেখেন,আমার সংকট মূহুর্তে আপনাকে পাশে পাবো নাকি আপনার সংকট মুহুর্ত আমি তৈরী করুম
অতএব,মহাদয়ের নিকট আমার হুশিয়ারি সংকেত এই বলে যে, আমার সংকট মুহুর্তে উপবৃত্তির ব্যবস্থা করিয়া না দিলে আমি আপনার স্ত্রীর উপকার করিয়া বাধিত থাকিব
আপনার একান্ত অবাধ্যগত ছাত্র
নামঃআবার নাম কইতে হবি নাকি,দরখাস্ত দেখিয়া বুঝবার পারেন না...
শ্রেনীঃহবু অষ্টম রোলঃ হবু ফাস্ট তবে লাস্টের দিক হতে
তারিখঃ আরে মিয়া একখানা বসায় লইয়েন
বিঃদ্রঃআমাদের এই ব্লগে সাধারনত কেউ রম্য পোষ্ট লেখে না। তাই আমি বেশ কিছু দিন যাবত রম্য পোষ্ট লেখার চেষ্টা করছি।এই পোষ্ট টা শুধু মাত্র মজা করার জন্য দিয়েছি। ছাত্র-শিক্ষকের বাজে সম্পর্ক তৈরীর জন্য নয়। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করবেন।
বিষয়: বিবিধ
১৮৫০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্টটি বেশ ভালো লাগলো, মাঝে মধ্যে রম্য ছাড়া জীবনটাই পানসে লাগে। আরও লিখুন, শুভ কামনা।
-মাফ পেতে পারেন,তবে আরেক খান লেখা লিখতে হইব...
০ Goalmal Goalmal
Everythings Gone be Goalmal
ভাইয়া আপনার কল্পনা শক্তিতে যাহা ধরা দিবে তাই............
আম্মেরে ধন্যবাদ দিয়া মুই ছোড হরমুনা।
মন্তব্য করতে লগইন করুন