"জীবনের ধাপ"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৬ মার্চ, ২০১৬, ১২:৫২:৫৬ দুপুর
জীবনটা ফুলের সুবাসের মতো, দুঃখ সুখের সুবাস ছড়ায়। বয়ষটা গোলাপের মতো, প্রতিদিন একটি একটি করে ঝরে যায়। এরই মাঝে থাকে কত হাসি আর গান, কখনো দুঃখ মনে কখনো আন্দলিত প্রাণ। এই নিয়ে বয়ে যায় জীবনের ভেলা। এভাবেই সাঙ্গ হবে জীবনের খেলা। তবু লোকে স্বপ্ন দেখে কিছু পাবার আশে, জীবনটা পূর্ণতায় কাটে প্রিয়তম আছে পাশে। প্রতিটি জীবনের সুখ কামনায়, ভরে উঠুক সবার জীবন সুখে কানায় কানায়। এই হৃদয়ের.......................।
বিষয়: সাহিত্য
১২৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন