পরের বউ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৮:০৯ রাত
পরের বউ রাস্তা দিয়া
যায় যদি আটিয়া।
যাও তুমি তার ফিছে।
মুখ দিয়া ডাক মারো
যদি ছায় তোমার পানে
মন যদি গলে
পরবো তোমার প্রেমে।
নিজর বউরে রাখো বোরকার ভেতরে
ই - কিজাত তোর ঈমানরে ?
দুই দুইটা শয়তান তোর ঘাড়ে।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খিক খিক খিক
শাহীন লিখে ঠিক।
আমাদের এ বিষয়ে ঈমানী সচেতনতা দরকার!!
কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।
মুর্দাকথা হচ্ছে স্বামী-স্ত্রী দুই জনকেই ভালো হতে হবে তাহলে কেউ আর অন্যের বউয়ের দিকে তাকাবে না।
মন্তব্য করতে লগইন করুন