কুরআন-হাদীস পলেে জঙ্গী হিসেবে গ্রেফতার: এটাও কিন্তু ইসলাম প্রচারের নমুনা
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৬ আগস্ট, ২০১৪, ০৭:১২:০১ সন্ধ্যা
আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ সব সময়ে ইসলাম প্রচারে সচেস্ট। ইসলাম কি ? ইসলাম প্রচার কি? এ প্রশ্নের জবাবে আওয়ামীলীগ যে থিওরীতে বিশ্বাস করে তা হচ্ছে ইসলাম অন্যান্য ধর্মের মতো নিছক একটি অনুষ্ঠানসর্বস্ব ধর্ম। কিন্তু আল্লাহর ঘোষণা ‘‘ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন বিধান’’- আল্লাহর নির্দেশ আর আওয়ামীলীগের বিশ্বাসের থিওরীতে জোযন জোযন ফারাক, তারপরও আওয়ামীলীগ সভানেত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটি সাদামাটা প্রশ্ন বড় আকারে-ই করা যায়
১. ‘আওয়ামী মুসলিমলীগ’ নামক দলটির মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামীলীগ’ করার অর্থ কি?
২. ১৯৬৯ সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য রাখার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মেধাবী ছাত্র আবদুল মালেককে কেন ছাত্রলীগ ক্যাডার রা হত্যা করেছিল।
৩. কুদরাত-ই খুদা প্রণীত ধর্মহীন শিক্ষানীতি প্রণয়ন কেমন ইসলাম প্রচার?
৪. কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দিয়ে নজরুল কলেজ করা কেমন ইসলাম প্রচার?
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রাব্বী জিদনী ইলমা বাদ দেয় কেমন ইসলাম প্রচার?
৬. ইসলামী রাজনীতি বন্ধের দাবীতে আন্দোলন এবং ক্ষমতায় থাকাকালে তা কার্যকরের অপচেস্টা কেমন কেমন ইসলাম প্রচার?
৭. ইসলামপন্থী দলগুলোর উপর শতাব্দীর ভয়াবহ জুলুম নির্যাতন কেমন ইসলাম প্রচার?
৮. মাদরাসার ছাত্র কমানোর কৌশল বাস্তবায়ন কেমন ইসলাম প্রচার?
৯. বাংলাদেশের সেরা মাদরাসা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার হোস্টেল যাত্রাবাড়ী থানার ওসি অবনি বন্ধ করে দিয়েছে এটা কেমন ইসলাম প্রচার?
১০. মাদারাসায় যখন তখন জঙ্গী খোজা হয় কেমন ইসলাম প্রচার?
১১. কুরআন হাদীস ইসলামী বই কারো কাছে পেলে তাকে জঙ্গী হিসেবে গ্রেফতার এবং কুরআন হাদীসকে জঙ্গী বই বলে আটক করা কেমন ইসলাম প্রচার?
১২. মাদরাসা ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির রাস্তা বন্ধে সীমাহীন শর্ত আরোপ কেমন ইসলাম প্রচার?
১৩. কলেজ বিশ্ববিদ্যালয়ে নামাজী ছাত্রদের নির্যাতন, গ্রেফতার, হল থেকে বের করে সন্ত্রাসী, মাস্তান চাঁদাবাজদের পূনর্বাসন কেমন ইসলাম প্রচার?
১৪. আলেম ওলামাদের ওপর জুলুম, নির্যাতন, গ্রেফতার হত্যা, গুম কেমন ইসলাম প্রচার?
১৫. পর্দানশীন নারীদের গ্রেফতার ও রিমান্ড কেমন ইসলাম প্রচার?
১৬. ইসলামিক ফাউন্ডেশনে এখন আর বিখ্যাত তাফসীরগুলো ছাপা হচ্ছে না, ছিয়াহ ছিত্তার কোন একটি গ্রন্থ নতুন করে ছাপা হচ্ছে না, গ্রাহকরা কিনতে পারছেন না-কেমন ইসলাম প্রচার?
১৭. ইসলামী বই প্রচার, প্রকাশ এবং বিতরণকে বাঁধাগ্রস্থ করা কেমন ইসলাম প্রচার?
১৮. ইসলামী বই প্রচার, প্রকাশকারী সংস্থাগুলোয় পুলিশী হামলা, অফিস বন্ধ করে -কেমন ইসলাম প্রচার?
১৯. কারো মোবাইলে ওয়াজ,ইসলামী গান এবং কুরআন হাদীসের অডিও, ভিডিও পেলে পুলিশ তাকে জঙ্গী হিসেবে গ্রেফতার করে এটা -কেমন ইসলাম প্রচার?
তাফসীর মাহফিল, সীরাত মাহফিলে অঘোষিত নিষেধাজ্ঞা -কেমন ইসলাম প্রচার?
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এজন্যই আগামীতে বাংলাদেশে ইসলাম বা শান্তি কায়েম হবে, আর তা আওয়ামীলীগের হাত ধরে।
In her regime there are lots of oppression against true and practising muslims who want to establish sharia law in the state level.
Islam is not a culture... It is a way of life. BAL is number one enemy of Islam along with its left wings.
Thanks for sharing.
মন্তব্য করতে লগইন করুন