ধর্ম নিরপেক্ষতাবাদ ও আবদুল লতিফ সিদ্দীকী

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৩ অক্টোবর, ২০১৪, ১১:২১:০১ রাত



আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আবদুল লতিফ সিদ্দীকী মানবতার মহান মুক্তিদুত হযরত রাসুলে কারীম সা. ও হজ্জ সম্পর্কে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তা মূলত তার নিজের বক্তব্য নয়। এটি তার দলীয় এবং রাজনৈতিক দর্শনের বাস্তব প্রকাশ মাত্র। আওয়ামীলীগের রাজনৈতিক দর্শন হচ্ছে ‘ধর্মনিরপেক্ষতাবাদ’। ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আবদুল লতিফ সিদ্দীকির বক্তব্যের কোন বিরোধ থাকার কথা নয়। যদিও জনতার রুদ্ররোষ থেকে বাঁচার জন্য আবদুল লতিফ সিদ্দীকীকে মন্ত্রীসভা ও দল থেকে বহিস্কার করার ঘোষণা দেয়া হয়েছে, কিন্তু এ অপরাধে তো আওয়ামীলীগের সবাই-ই অপরাধী। আওয়ামীলীগ কি ধর্ম নিরপেক্ষতাবাদকে পরিহার করবে? ইসলাম ও ধর্ম নিরপেক্ষতাবাদ দুটি দু মেরুর আদর্শ। ইসলাম বলে ব্যাক্তি, সমাজ, রাস্ট্র, আইন, বিচার, অর্থনীতি,রাজনীতি, পররাস্ট্রনীতি, শিক্ষানীতি সব কিছু পরিচালিত হবে আল কুরআন ও সুন্নাহর আলোকে। অপরদিকে ধর্ম নিরপেক্ষতাবাদের বক্তব্য হচ্ছে সমাজ ও রাস্ট্রের সকল স্তর থেকে ধর্মকে বিতারিত করতে হবে। আওয়ামীলীগের রাজনৈতিক দর্শন ধর্ম নিরপেক্ষতাবাদ অথবা সেক্যুলারিজমের সম্পর্কে যদি আমরা সামন্য পর্যালোচন করি তবে কি দেখতে পাই?। সেক্যুলারিজমের সংজ্ঞা সম্পর্কে England National Seculer society- president, Mr. Charles Bradlaugh তাঁর Auto Biography বইয়ে লিখেছেন ''সেক্যুলারিজম ও স্রষ্টায় বিশ্বাস পাশাপাশি চলতে পারে না। তাই আস্তিক্যবাদী বিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম করাই সেক্যুলারিজমের জন্য অপরিহার্য। অদৃশ্য বিশ্বাস ও মানব প্রগতি পাশাপাশি চলতে পারে না। .............ধর্মীয় বিশ্বাস প্রতিহত করাই সেক্যুলারিজমের কর্তব্য। কেননা এ সব কুসংস্কারমূলক ধারণা ও বিশ্বাস যতদিন পর্যন্ত পূর্ণ শক্তিতে বিদ্যমান থাকবে,ততদিন পর্যন্ত বস্তুগত উন্নতি কল্পনাতীত হয়ে থাকবে। ............ধর্ম আজানা জগত নিয়ে কথা বলে। ফলে ইহকালীন বিষয়ে ধর্মের কোন স্থান নেই, যেমন পরকাল সম্পর্কে সেক্যুলারিজমের কোন বক্তব্য নেই ''।

Oxford Dictionary তে Seculerism এর সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে ‘Seculerism Means-The Doctrine morality should be bassed solely regard the wellbeing of mankind in the present life, to exclusion of all consideration drawn frome belief God or in futer life.’

অর্থাৎ, ‘ধর্মনিরপেক্ষতাবাদ এমন এক মতবাদ যে মতবাদ মানবজাতির ইহকালীন কল্যাণ চিন্তার উপর গড়ে উঠে। এটা এমন এক নৈতিক ব্যবস্থা, যেখানে থাকবে না কোন প্রকার আল্লাহ ও পরকাল ভিত্তিক ধর্ম বিশ্বাস।’’

Encyclopedia বিশ্বকোশে সেক্যুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে ‘Seculer sprite or tendency especially a system of political or social philosophy that reject all form of Religious faith.’

অর্থাৎ, ‘ধর্মনিরপেক্ষতাবাদ এমন এক মতবাদ যা সকল প্রকার ধর্ম বিশ্বাসকেই প্রত্যাখান করে’।

অতএব আবদুল লতিফ সিদ্দীকি রাসুলে কারীম সা. ও হজ্জ নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে এটা তার দলীয় আদর্শ ও চিন্তাধারার সাথে সামঞ্জস্যশীল বক্তব্য। এ অপরাধে আওয়ামীলীগের সবাই অপরাধী। আওয়ামীলীগ কি ধর্ম নিরপেক্ষতাবাদ এবং তার চেয়েও জঘণ্য মতবাদ সমাজতন্ত্রকে অস্বীকার করবে? তাদের দলীয় মূলনীতি থেকে কি তারা সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিবে? যদি তারা এটা না করে থাকে তবে লতিফ সিদ্দিকীর যে অপরাধ সে অপরাধে আওয়ামীলীগের সবাই অপরাধী। এ অপরাধের দায়ে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে তারা শাসন ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার রাখে না।

বিষয়: বিবিধ

১৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File