আমি ফাঁসিকাষ্ঠে যাবো
লিখেছেন লিখেছেন তরুনতুর্কী ০৩ অক্টোবর, ২০১৪, ১০:১২:৫৯ রাত
নোংরা-নষ্ট, গলিত সমাজের দূষিত সমাজপতি যারা
ভ্রষ্ট নীতি, মিথ্যা পথের ভ্রান্ত পথিক যারা
সমাজটাকে চিবিয়ে খেয়ে, পঁচা-দূর্গন্ধময় করলো যারা
স্বার্থসন্ধানী, সুবিধাভোগী, ক্ষমতাপিপাসু যারা
লোভের বশে পাথর-কঠিন, হিংস্র হায়েনা যারা
সবকটারে শেষ করবো ; ভাঙ্গব পিঠের দাঁড়া ।
আমূল নির্মূলে, তাদের দূষিত রক্তে স্নান করবো
মিথ্যা বধে সত্য আবাদে, প্রয়োজনে ফাঁসিকাষ্ঠে যাবো ।
নীতিহীন রাজনীতির বলি রাজপথের যত কান্না,
ভন্ড-প্রতারক, ছদ্মবেশীদের হাসি আর মায়াকান্না,
দূর করতে সব ; আইন হাতে তুলে নেবো ।
ন্যায়-প্রতিষ্ঠার যজ্ঞে, অবলীলায় প্রান বিলিয়ে দেবো ।
অসাম্য-অনাচার অবসান লক্ষ্যে, আমি অপরাধী হবো,
সত্যের পথে, মৃত্যুর আগে ত্যাগের বীজ রোপণ করে যাবো ।
মানুষরুপী অমানুষ হতে মানবতা পুনরুদ্ধারে, আমি অমানবিক হবো,
লক্ষত্যাগের বিনিময়ে পাওয়া দেশটারে উদ্ধারে, আমি ফাঁসিকাষ্ঠে যাবো ।
০৬/১২/২০১৩ – ইং ।
_______######_________
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন