পাপন গংদের মিশন পসিবলটিও ফেল হলো প্রাকৃতিক কারনে
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৩ অক্টোবর, ২০১৪, ১০:০৫:৩৫ রাত
ইন্দুরীয় ক্রিকেট বোর্ডের বান্দরীয় সাফল্য//
-------------------------------------
পাপন গংদের মিশন পসিবলটিও ফেল করলো প্রাকৃতিক কারনে।
প্রস্ন তা নয়, প্রস্ন হলো বাংলাদেশের ক্রিকেট এতোদুর আসার পরও কেন আমাদের জাতীয় দলকে পাঠাতে হয় এশিয়ান গেইমসে সোনা জিতার জন্য?
এই প্রস্নের উত্তর খুজতে কাউকে যে ক্রিকেট বোদ্ধা হতে হবে তা কিন্তু জরুরী নয়।যে কেহই বুঝতে পারে যে, তখনই পাঠানোর প্রয়োজন হয় যখন সব জায়গাতেই আমরা ফেল করি।
বিধিবাম, এখানেও বাধ সাধলো প্রকৃতি ।
একি গজব জাতীয় কিছু নাকি আসলেই আমরা বাঘের বাচ্চা বলে চিল্লায়ে চিল্লায়ে ইদুরের বাচ্চা দিয়ে ভরে ফেলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড?
তাতে কি হয়েছে?
একেই হয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সাফল্য হিসেবে প্রচার করবে।
তখন কেউ যদি বলে, 'ইন্দুরীয় ক্রিকেট বোর্ডের বান্দরীয় সাফল্য' সেটা কি খুব ভূল বলা হবে?
বিষয়: বিবিধ
৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন